নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
চোখের সামনেই পড়ে রয়েছে দৃশ্য
তোমার চোখ পরে রয়েছে টেলিস্কোপে
কি দেখো এত কসরত করে!
মহাবিশ্বের অলৌকিক রহস্যময়তা?
না মহাপতনের দূরতম বার্তা?
এই যে সামনে খরকুটো খোলা আকাশ
বাতাসের দ্বৈরথে উড়ছে পাখা
একটা রঙিন পাখা ছড়ানো সাত রঙে
উড়ছে দুরন্ত বাতাসের বুক চিরে
তুমি পড়ে আছো টেলিস্কোপে
ডুবে আছো বিষণ্ণতার নীড়ে।
দেখো ঐ যে খোলা আকাশ, মেঘ বয়ে যায়
পূর্ব-পশ্চিমে উত্তর-দক্ষিণে কখনো ঈশানে
রূপ তার চিকচিক করে সূর্য কিরণে
নদী বয়ে যায় সুনসান পর্বত শিখর ডিঙ্গিয়ে
সমতলে কখনো হেলে কখনো দুলে
ঐ দূর থেকে দূরে ভূতলে সাগর অতলে
তুমি পড়ে আছো দৈনন্দিন দীনতার চাতালে।
চোখের সামনেই সদ্য ফোটা ধান শীষ
শরৎ শিশিরে ভিজে চুপসে একাকার
একটা বিন্দু ঝরে পড়লো মাটির বুকে
ঠিক এই সময়ে এক জোড়া শালিক
বাতাসের নিস্তব্ধতা ভেদ করে উড়ে গেল পুবাকাশে
পুকুরপাড়ে কোমড় বাঁকানো শতাব্দী পেরোনো
তালগাছটার মাথায় চেঁচিয়ে উঠে দুটো কানিবক
বিস্তীর্ণ সবুজের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায়
সদ্য জন্মানো এড়ে বাছুরটি নয়ত ডুরে ছাগলছানা।
তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। ভাল থাকুন এহসান।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। দেখা হয় নাই চক্ষু মেলিয়া...
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
সায়েম মুন বলেছেন: ঘর হতে শুধু দুই পা ফেলিয়া....
থ্যাঙ্কু হামা। শুভকামনা।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
রিমঝিম বর্ষা বলেছেন:
কবিতাটা...........এখনকার 'আমার' জন্যে একদম পারফেক্ট। দারুন !
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
সায়েম মুন বলেছেন: হুম! তাহলে এবার ....... সাজুগুজু করে বের হও
থ্যাঙ্কু টিপটিপ বর্ষা!
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
জুন বলেছেন: অনেক ভাললাগলো মুন।বিস্তীর্ন মাতৃভুমি বুক থেকে উঠে আসা মাটির সোঁদাগন্ধ মাখা মায়াময় এক কবিতা।
+
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
সায়েম মুন বলেছেন: আপনার এই সুন্দর কমেন্ট থেকে সোদামাটির সুগন্ধ পেলাম। পরবর্তী কোবতে লেখার অনুপ্রেরণা হবে।
থ্যাঙ্কস আপু। শুভদুপুর।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: তোমার সারে তিন হাত মাটি বুঝে নিও একদিন
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
মামুন রশিদ বলেছেন: তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন
চমৎকার ++
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমার সারে>সাড়ে ছোট্ট টাইপো মনে হচ্ছে তিন হাত মাটি বুঝে নিও একদিন।ওটা ঠিক করে এ্ ই কমেন্ট মুছে দেওয়ার অনুরোধ প্রিয় কবি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
সায়েম মুন বলেছেন: ঠিক করে নিলাম কবি। কমেন্ট মোছার কি দরকার। উপকার করলেন। আর সেটা ভুলে যাবো। থ্যাঙ্কস আ লট।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
রাইসুল নয়ন বলেছেন:
কবি,চমৎকার লিখেছেন!!
কবিতার মেসেজ দারুণ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভবিকেল।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা পড়লাম।
ভাল লাগা জানাইলাম। যদি না পান, সেটা সামুর দোষ। আমার ভাললাগা এখন পর্যন্ত ঘুরতেই আছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল।
এই আকালের দিনে প্লাস নেয়া টাফ ব্যাপার। তাই মনে মনেই গ্রহণ করলাম।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সোমহেপি বলেছেন: এটা কি জুনাপোকে উদ্দেশ্য করে লিখা?
ভালো লাগা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১
সায়েম মুন বলেছেন: জুন, জানা সব আপুকে এবং ভাইয়াকে উদ্দেশ্য করে লেখা। আপনিই বা বাদ যাবেন কেন আর আমিই বা কেন এর বাইরে থাকবো।
থেংকু প্রতিদিনহ্যাপী।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: অনেক সুন্দর!
তবে টাইমফ্লাওয়ারের বেগুনি রঙ ছবি আরও আরও সুন্দর!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬
সায়েম মুন বলেছেন:
তাহলে কোবতে লেখা বাদ্দিয়ে শুধু ছবি দিবো কিন্তু
থেংকু বিউটি আপি!
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: -------------------------------
বুক প্রশ্বস্ত করে শ্বাস নাও
বুক প্রশ্বস্ত করে শ্বাস নাও
বুক প্রশ্বস্ত করে শ্বাস নাও
সুন্দর
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভসন্ধ্যা।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: চোখের সামনেই সদ্য ফোটা ধান শীষ
শরৎ শিশিরে ভিজে চুপসে একাকার
একটা বিন্দু ঝরে পড়লো মাটির বুকে
ঠিক এই সময়ে এক জোড়া শালিক
বাতাসের নিস্তব্দতা ভেদ করে উড়ে গেল পুবাকাশে
পুকুরপাড়ে কোমড় বাঁকানো শতাব্দী পেরোনো
তালগাছটার মাথায় চেঁচিয়ে উঠে দুটো কানিবক
বিস্তীর্ণ সবুজের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায়
সদ্য জন্মানো এড়ে বাছুরটি নয়ত ডুরে ছাগলছানা।
সুন্দর! স্নিগ্ধ শ্যামল ছবি!
কবিতায় অনেক ভালো লাগা!
শুভকামনা!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি ইফতি। আপনার পাঠে আনন্দ পেলাম। শুভকামনা সব সময়।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার লাগলো মুন ভাই।
৫ম ভাললাগা রেখে গেলাম।
++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা নিরন্তর।
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
হৃদয় রিয়াজ বলেছেন: প্রাণভরা তৃপ্তি নিয়ে পড়লাম। এক কথায় অসাধারণ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
সায়েম মুন বলেছেন: আপনার তৃপ্তিতে খুব ভাল লাগলো রিয়াজ। শুভকামনা অনেক।
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর হয়েছে !
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস অভি। ভাল থাকবেন।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দৃশ্যপট! দৃশ্যপট! দৃশ্যপট!
কবিতাটা মাথার ভেতরে অনেক দৃশ্য ফুটিয়ে তুলতে পারল। চমৎকার।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার। শুভকামনা রইলো।
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
নৈস্বর্গীক বর্ণনা আর ভেতরকার দর্শনচিন্তা কবিতাকে মহৎ করেছে!
সুন্দর লিখেছেন.........
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
ভিয়েনাস বলেছেন: কবিতা পড়ার আগেই ছবিটার প্রেমে পড়ে গেছি চমৎকার ছবি।
কবিতার শেষ টুকু পড়ে বাড়ি যাওয়ার জন্য মন বায়না ধরেছে। প্রকৃতি আমাকে খুব টানে
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
সায়েম মুন বলেছেন: হুম। তাহলে বেশী বেশী ছবি দিতে হবে।
আমারও বাড়ি যেতে ইচ্ছে করছে এখন...
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা চমৎকার
শেষের ছবিটা আপনার তোলা জেনে তো অবাক হলাম। এত সুন্দর করে প্রজাপতিটাকে ফ্রেমে বন্দি করলেন কি করে ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজিম। প্রজাপতির ছবি তোলা খুব কষ্টকর ব্যাপার। যদি সেই প্রজাপতিটা মাত্রাতিরিক্ত চঞ্চল হয় কষ্ট আরও বেড়ে যায়। যদিও এই ছবিটা তুলতে খুব কসরত করতে হয়নি। বেশ কিছু প্রজাপতি ঘুরঘুর করছিলো মোটামুটি একটা স্থির প্রজাপতিকে দেখে ক্লিক করেছি।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই যে সামনে খরকুটো খোলা আকাশ এখানে খরকুটো খোলা আকাশ মানে আমি বুঝিনি। খরকুটো কিন্তু নগণ্য অর্থে ব্যবহৃত হয়। খোলা আকাশ ও ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? আমি কিন্তু সত্যি ঠিক মেলাতে পারছিনা। অথবা কী পয়েন্টটা ধরতে পারছিনা।
দু একটা শব্দ এখনো আছে স্লিপ অব পেন হিসেবে। আশা করি সেগুলো ঠিক করে নিবেন। এই দুটো বাদে আর সব দারুণ লাগলো। বিশেষ করে শেষ দুটো লাইন। কবিতায় একটা কি দুটো পাঞ্চ লাইন থাকে। আমার মনে হলো এই কবিতার পাঞ্চ লাইন বুঝি এই শেষ দুটো লাইন। অতীব সুন্দর!
ভালো থাকবেন, সব সময়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
সায়েম মুন বলেছেন: ক্ষুদ্রার্থেই তো সব দৃশ্য তুলে ধরেছি। টেলিস্কোপ ছেড়ে এই বাংলার দৃশ্যপটগুলো খালি চোখে ঘুরে দেখার জন্য।
পাঞ্চলাইন ছাড়া কবিতা খুব কম হয়। আপনার ভাললাগায় ভাল লাগলো। স্লিপ অব পেন শব্দ দেখিয়ে দিলে উপকৃত হতুম।
ধন্যবাদ কবি। শুভকামনা।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
অদৃশ্য বলেছেন:
''তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন''
চমৎকার হয়েছে লিখাটি...
শুভকামনা...
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিয়ত।
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
অপর্ণা মম্ময় বলেছেন: শেষের দুই লাইন ভালো লাগলো।
এই " পরে" কোন পরে ?
এখানে লিখলেন " তুমি পড়ে আছো টেলিস্কোপে " আর প্রথম দুই লাইনে কবিতার শুরুতে লিখলেন --
চোখের সামনেই পরে রয়েছে দৃশ্য
তোমার চোখ পরে রয়েছে টেলিস্কোপে
=== পড়ে হবার কথা কি নয় ?
রঙিন, ঈশান, ফোঁটা , নিস্তব্ধতা হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সায়েম মুন বলেছেন: আপনার এই নিবিড় পাঠের জন্য কৃতজ্ঞতা!
পড়ে হবে। আর টাইপো গুলো ঠিক করে নিবো।
এজন্য অসংখ্য ধন্যবাদ রইলো।
শুভকামনা সব সময়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
সায়েম মুন বলেছেন: যতটুকু জানি জলের ফোঁটা আর ফুল ফোটা বানান দুটো ভিন্ন। কবিতার ক্ষেত্রে তাহলে ঠিকই আছে। না আবার উল্টো বললাম। অভিধান কাছে নেই তাই মনোবলও দুর্বল
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
সায়েম মুন বলেছেন: আই এ্যাম রাইট।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
সমুদ্র কন্যা বলেছেন: তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন।
খুব সুন্দর।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ডটার অব দি সি। ভাল থাকবেন।
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: দারুন কবিতা মেট!
বাই দ্যা ওয়ে, ডুরে ছাগলছানা মানে কি ডোরাকাটা ছাগল বাচ্চা?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
সায়েম মুন বলেছেন: থ্যাংকু রেজোওয়ানা। একদম ঠিক বলেছো।
২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা যথারীতি চমৎকার।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কান্ডারী। শুভসকাল!
২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
আহসান জামান বলেছেন:
বাতাসের দ্বৈরথে উড়ছে ...
চমৎকার কবিতা, বিষয় ও উপস্থাপন ... চলুক ... কবি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার আগমনে বেশ লাগলো। ভাল থাকুন।
২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।
কবিতা-ছবিতে দারুন ভালোলাগা।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
শুভসন্ধ্যা।
২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৯
নোমান নমি বলেছেন: ভাল লাগছে ভাই
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নোমান। শুভসকাল।
৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লিরিক্যাল হইছে।
একটু আধটু চেন্জ করে গান বানিয়ে ফেলা যাবে, গেয়ে ফেলুন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। এর আগে আরও বেশ কিছু লিরিক্যাল অকবিতা রচেছি। :!>
৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
আরজু পনি বলেছেন:
তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন।...
নিঃশ্বাসের যে বিশ্বাস নাই কবি !
আচ্ছা দেখা শুরু করলাম ঢাবির রেজিস্টার বিল্ডিং থেকে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সায়েম মুন বলেছেন: তাহলে তো, তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও যে কোন একদিন, লেখা লাগতো।
রেজিস্টার বিল্ডিং দিয়ে শুরু করেছেন যখন ভাল করেছেন। এরপর কার্জনের দিকে হাঁটা শুরু করেন।
৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।
ভাঙ্গা গড়া খেলছেন মনে হচ্ছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
সায়েম মুন বলেছেন: ভাঙ্গা গড়া তো সব সময় হচ্ছে।
ধন্যবাদ কবি!
৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
নেক্সাস বলেছেন: সায়েম ভাই আপনার হাতে কি যাদু আছে ভাই?
দেখো ঐ যে খোলা আকাশ, মেঘ বয়ে যায়
পূর্ব-পশ্চিমে উত্তর-দক্ষিণে কখনো ঈশানে
রূপ তার চিকচিক করে সূর্য কিরণে
নদী বয়ে যায় সুনসান পর্বত শিখর ডিঙ্গিয়ে
সমতলে কখনো হেলে কখনো দুলে
ঐ দূর থেকে দূরে ভূতলে সাগর অতলে
তুমি পড়ে আছো দৈনন্দিন দীনতার চাতালে।
+++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
সায়েম মুন বলেছেন: কবি! এ আপনার মহানুভবতা। আসলে কিছুই হচ্ছে নাতো।
৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কমেন্টগুলা দেখছিলাম, মনোযোগ দিয়ে পড়লে ডুরে ছাগল ছানা প্রসঙ্গ কেউ তুলবেন। কিন্তু আপচুচ, একজন রেজোওয়ানা ছাড়া কারো চোখে পড়ে নাই। আমি মনে করি এইটা অপ প্রয়োগ হইল।
আবার এমন হইতে পারে বাঘ বা জেব্রার মতো দাগওয়ালা ছাগলের বাচ্চা আমি দেখিনাই তার মানে এই নয় আর কারো দেখার অভিজ্ঞতা নাই।
শুভ কামনা কবির জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সায়েম মুন বলেছেন: আচ্ছা! মিশ্রিত রুপের ছাগলছানা বুঝি হয় না।
আপাত দৃষ্টিতে জেব্রা আর বাঘের গায়ের রঙে কোন বৈসাদৃশ্য চোখে পড়ে না। ছাগলের ক্ষেত্রে একটা মিশ্রিত ভার্সন চোখে পড়ে। যেমন: সাদা দাগ টানা কালো ছাগল। কিংবা অন্য কোন দাগ টানা।
কথা সেটা না। আমার মত অকবির উপমা প্রয়োগে দূর্বলতা থাকতে পারে। তাই বলে বাকী কবিতাটা নিয়ে কিছু বলবেন না।
আপনার জন্যও অনেক শুভকামনা।
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
নস্টালজিক বলেছেন: প্রসারিত হাতের মাঝে ভুলের চাষবাস!
সুন্দর লেখা সায়েম! শেষ দুই লাইন সুন্দর বেশি!
শুভেচ্ছা নিরন্তর!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রানা ভাই। আশা রাখি বৈদেশে ভাল দিনকাল কাটতেছে।
শুভেচ্ছা নিরন্তর।
৩৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪০
বৃষ্টিধারা বলেছেন: তোমার সাড়ে তিন হাত মাটি বুঝে নিও একদিন
তার আগে ঘুরে দেখো ছাপান্ন হাজার বর্গমাইল জমিন।
অনেক সুন্দর ।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিষ্টি। আপনার উপস্থিতি খুব ভাল লাগলো। ভাল থাকবেন। শুভসকাল।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।