নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫





*

কি দেখ অমন করে রোদ খরগোশ

টিয়েটা তো আসেনি পড়ে টোপর

বৃষ্টিও এলো না দু'পায়ে নুপূর

বিয়েটাও ভেঙ্গে গেল পড়শীর।



কি দেখ অমন করে শারদীয় কাশ

জমলো না ভ্যাবলা গাবলা মেঘ

শ্রীকান্তও হেঁড়ে গলায় গাইলো না

ছিন্ন মুকুল, ভ্রমর, নদী কূল গান।



কি দেখ অমন করে খরগোশ না ছাই

কাশবনে ঘাই উঠে, পলাশ দুপুর

উলো ধূলো তুলো নগ্ন বাতাস

আজ ভালুকের জ্বর এসেছে

চটি জোড়া হাতে নাও---পালাই।



**

আমরা শক্তি পড়েছিলাম

নিক্তি দিয়ে মাপিনি ভয়

ছিল না লোভাতুর অবক্ষয়

আমরা দিন ছিলাম রাতের ভিতর

ভিতর ছিলাম বাহির বাহির

নদীর বুকে বৃষ্টি ঝরলে

আমরা হতাম শীতের পাহাড়।







ছবিঃ নিজস্ব এ্যালবাম। (মাতামুহুরী নদী, আলীকদম উপজেলা, বান্দরবান)।

মন্তব্য ৭৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:





প্রথম

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। প্রথম পাঠে শুভেচ্ছা জানবেন। শুভদুপুর।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, নিজের এলবাম থেকে ছবি দেন।

কবিতাটা সুন্দর। পড়ে বেশ আরাম পেয়েছি। এই দুটো লাইন বেশ লাগলো-

কি দেখ অমন করে শারদীয় কাশ
জমলো না ভ্যাবলা গাবলা মেঘ

আমি খেয়াল করে দেখেছি, আপনার শব্দের ভান্ডার বেশ ভালো। কিন্তু কেন জানি শব্দের ব্যবহার নিয়ে মাঝে মাঝে খটকা লেগেছে। যেমনঃ
কাশবনে ঘাই উঠে,

ঘাই শব্দটা পানিতে মাছের বুদবুদ উঠা বা লেজ নাড়ায় পানিতে যে ঢেউ হয় এর শব্দকে বোঝায়। কিন্তু কাশবনে কিভাবে ঘাই উঠে আমি বুঝতে পারলাম না। কাশবন কিন্তু পানিতে হয়না ভাই। সেটা পানির পাশের শুকনো জায়গায় হয়। আমার ভুল হলে ধরিয়ে দিয়েন। অথবা অন্য কি বোঝাতে ব্যবহার করলেন বললে খুশি হতাম।

আচ্ছা আমি ছিদ্রান্বেষী হয়ে যাচ্ছি? কোথায় জানি শুনলাম, একজন অসুখী লোক কখনো কাউকে সুখী করতে পারেনা। আমি কি দিন দিন অসুখী হয়ে যাচ্ছি না অসুখী ই আছি। বুঝতে পারছিনা।

অনেক ভালো লাগা জানবেন। আর ভালো থাকবেন, সব সময়।


১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

সায়েম মুন বলেছেন: আমার শব্দভান্ডার সীমিত। সেই সাথে প্রয়োগ জ্ঞান আরও সীমিত। আনলিমিটেড হলেতো ইচ্ছে মত কবিতা সাজাইতাম। :(

ঘাই বলতে বাতাসের ঝাপটায় কাশবন হঠাৎ নড়েচড়ে ওঠার কথা বুঝিয়েছি। লাইন দুটো দেখুন...

কাশবনে ঘাই উঠে, পলাশ দুপুর
উলো ধূলো তুলো নগ্ন বাতাস

ওদিকে জীবু বাবু ঘাই হরিণীর কথা বলেছেন। যাই হোক কবিতার ক্ষেত্রে শব্দকে কিছুটা স্বাধীনতা দেয়া উচিত। /:)

আপনে ছিদ্রান্বেষী নন। আপনে হচ্ছেন প্রকৃত পাঠক। এবং কবি তো অবশ্যই। বরং আমিই অসুখী মানুষ। তা নাহলে এরকম অর্থহীন কোবতে লিখি। :!>

আপনার সুখ এবং সমৃদ্ধি কামনা করছি।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

বোকামন বলেছেন:
আমরা শক্তি পড়েছিলাম
নিক্তি দিয়ে মাপিনি ভয়


বড় কঠিন লিখেছেন প্রিয় কবি !

শীতের পাহাড়ে শীতার্ত ভালোলাগা রইলো :-)

ছিন্ন মুকুল, ভ্রমর, নদী কূল গান
তাদের ভীরেই কবি অনেক ভালো থাকুক
-এই কামনা করছি।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

সায়েম মুন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে ভাললাগা। শুভদুপুর বোকামন।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

বোকামন বলেছেন:
অর্থহীন - নিজেই একটি অর্থ
তাই না !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

সায়েম মুন বলেছেন: নিজেই একটি শব্দ। তাহলে তো অর্থ আছেই। #:-S

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

রাতুল_শাহ বলেছেন: পড়ে দারুণ লাগলো।
সুন্দর কবিতা।



১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকস রাতুল। শুভদুপুর।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

রাতুল_শাহ বলেছেন: শুভসকাল আমার জন্য। উঠছি কিছুক্ষন পূর্বে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: ছাত্র নং অধ্যায়নং তপ। এর উৎকৃষ্ঠ উদাহরণ দেখলাম। সারা রাত জেগে পড়াশুনা করেছেন হয়ত। দুপুরে ব্রাঞ্চ টা সারলেন। :P

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

একজন আরমান বলেছেন:
শেষের প্যারার কি আলাদা কবিতা? মিল খুঁজে পাই নি তো তাই জিজ্ঞেস করলাম। প্রথম ৩ প্যারার আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কারণ শব্দ ভান্ডার সীমিত। শেষের প্যারাটা ভালো লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: দুটো আলাদা কোবতে।
আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল সেটা এখন আপনার মাথায় চাপিয়ে দিয়েছি। #:-S
শব্দ নিয়ে কি আর বলবো। আমারই তো সীমিত ভান্ডার। :(
থ্যাঙ্কস আরমান। শুভকামনা।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

রাধাচূড়া ফুল বলেছেন: কবিতা এবং ছবি দুটিই খুব সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস রাধাচূড়া ফুল। শুভসন্ধ্যা।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

মামুন রশিদ বলেছেন: দারুণ :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মামুন। শুভকামনা অনেক।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ!!
২য় ভাললাগা প্রিয় মুন।

+++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা সব সময়।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা অনেক ভালো হয়েছে। ঘাই ওঠা শব্দটা কাশবনের কোমলতার সাথে যায় না। এটা একটা আক্রমনাত্মক শব্দ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: তান্ডবে লন্ডভন্ড কাশবন কোমল হবে কেন। :P
আচ্ছা, একটা শব্দ খুঁজছি। পাইলে ওখানে বসায় দিবোক্ষণ। :D
থেঙ্কু।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

অদৃশ্য বলেছেন:




কবি

তখন লিখাটি পাঠের পর দেখলাম তখনো কেউ মন্তব্য করেনি... তাই আমি ঝটপট ওটা লিখে ছেড়ে দিলাম... হাহ হাহ হাহ

লিখা দুইটি চমৎকার হয়েছে... দুটোতেই খুব ভালোলাগা

শুভকামনা...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: আপনাকে তো সব সময় পরে পাই। আজকে প্রথমে দেখে খুব ভাল লেগেছে। :)

আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন সায়েম ভাই !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা নিরন্তর।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
ভঙ্গি এবং প্রকরণ খুব সুন্দর।
একটা পেলবতা খেলা করেছে উভয়ের মধ্যে............

শুভকামনা কবি!!

(শ্রীকান্তও হেরে গলায় গাইলো না -- এখানে আমি তো পড়ে ফেললাম -- শ্রীকান্তও হেড়ে গলায় গাইলো না 8-| )

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি।
সময় করে ঠিকাবোনে। আমার ল্যাপ্পুর কী-বোর্ডের খুব প্রয়োজনীয় ৪টা কী ঠিকমত কাজ করছে না। ভারী বিপদে আছি।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমরা শক্তি পড়েছিলাম
নিক্তি দিয়ে মাপিনি ভয়
ছিল না লোভাতুর অবক্ষয়
আমরা দিন ছিলাম রাতের ভিতর

সুন্দর কবিতা। ভাল লেগেছে কবি্ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সামিউল ওয়াকিল তমাল বলেছেন: হুম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

সায়েম মুন বলেছেন: আহুম।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছেলেমানুষি আনন্দ কবিতায়। চমৎকার!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সায়েম মুন বলেছেন: ইচ্ছে হলো কিছুটা ভিন্নমাত্রায় লিখি। কিন্তু তা কি আর এত সহজ।
থ্যাংকু প্রিয় গল্পকার।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথমটা ভালো লাগছে- ছবিটাও সুন্দর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাসুম। শুভকামনা নিয়ত।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। অনেক শুভকামনা।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা --

চটি জোড়া হাতে নাও---পালাই।

----- খুব সুন্দর।

আর শেষাংশ টাও সুন্দর।

---- শুভকামনা রইলো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

কালীদাস বলেছেন: অর্থহীনের ক্যান্সার গানটা শুনছেন?
কবিতা যথারীতি চাঁদময় হৈছে :D

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

সায়েম মুন বলেছেন: অর্থহীনের বেশ কিছু গান শুনছি। অখন এইটা শুনছি কিনা মনে করতে পারছি না যে। :(

থ্যাংকু ইসমাট ম্যান। অনেক দিন বাদে আপনাকে দেখছি।

আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন সায়েম মুন। গতকাল আপনার ব্লগ বাড়িতে গিয়ে আপনার সন্তাপ গল্পটা আবার পড়লাম। যদিও আগে একবার পড়েছিলাম। ভালো লেগেছে।

অনেক অনেক শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সায়েম মুন বলেছেন: আপনার পুর্নবার পাঠের কথা শুনে খুব ভাল লাগলো টুম্পা। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর, কবিতায় একরাশ মুগ্ধতা সায়েম ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আপনার পাঠে অনেক খুশী হলাম। ভাল থাকবেন।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

জুন বলেছেন:
আমরা দিন ছিলাম রাতের ভিতর
ভিতর ছিলাম বাহির বাহির

তোমার কবিতা তোমার মতই সহজ সরল মুন যা আমার অনেক প্রিয়। মাথাটাকে অযথা গুলিয়ে ফেলে না ।
কাশবনে ঘাই না ঢেউ উঠে বলে কই জানি শুনেছিলাম #:-S
তোমার প্রিয় ইমো টা দিয়ে গেলাম :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: আমি যে কঠিন একদম লিখতে পারি না আপু!

কাশবনে ঘাই শব্দটা নিয়ে আপত্তি এসেছে। পরিবর্তনের ইচ্ছে আছে। ঢেউ তো লেখা যায়। অন্য আর একটা সুন্দর শব্দ খুঁজছি। পেলে বসিয়ে দিবো। :/

আমার ব্রাউজারের চাকা খালি ঘুরতেছে। এক আধটা ইমোর বেশী দিতে পারতেছি না আপু। :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথমটা কিশোর উপযোগী কবিতা বলে মনে হয়েছে,। ভাল লেগেছে দুটোই। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম। শুভকামনা।

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

মনে হলো যেন কারো সামনে বসে কবিতাটি মাত্রই শুনলাম, যেনো সে এই মাত্র লিখে আমায় পড়ে শোনালো :D
ভালো লাগা রইল মুনা.... ;)

-------------
গতকাল যখন পড়তে এসেছিলাম, মন্তব্য করার সময় দেখেছি ৩৩টি ছিল, এর মধ্যেই ইলেকট্রিসিটি চলে গেল ...অন্য ডিভাইস দিয়ে আবার লগইন করতে ইচ্ছে হয় নি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

সায়েম মুন বলেছেন: তাই নাকি! তা কে শোনালো গানটা #:-S

আর আমি মুনা হলাম কবে। :-*

তাও ভাল আর একবার কষ্ট করেছেন। তা নাহলে আপনার মূল্যবান মন্তব্য জানাই হতো না। :D

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

ভিয়েনাস বলেছেন: কি দেখ অমন করে শারদীয় কাশ
জমলো না ভ্যাবলা গাবলা মেঘ
শ্রীকান্তও হেরে গলায় গাইলো না
ছিন্ন মুকুল, ভ্রমর, নদী কূল গান। ....... ভালো লাগলো কবিতা :)

শারদীয় আকাশ হবে মনে হয়।

শুভ কামনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সায়েম মুন বলেছেন: এখানে কাশ বলতে কাশফুল #:-S

থ্যাংকস ভিয়েনাস। শুভকামনা অনেক।

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর অনেক :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রহস্যময়া কন্যা। শুভকামনা রইলো।

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পড়তে গিয়ে আটকে আটকে যাচ্ছি, সম্ভবত ছন্দটা ধরতে পারছিনা :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

সায়েম মুন বলেছেন: প্রথমটাতে তো তেমন ছন্দ নেই। প্রত্যেকটা আলাদা লাইন। শেষ পঙক্তিতে প্রথম আর শেষ লাইন মিলে একটা মিলের প্রচেষ্ঠা আছে।

শেষের কোবতেতে তো কিছুটা ছন্দমিল পাওয়ার কথা। #:-S

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

নেক্সাস বলেছেন: সুন্দর কেবলি সুন্দর

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস নেক্সাস। শুভকামনা নিরন্তর।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: পিচকি ভাইয়া!!!


অনেক সুন্দর!!!!:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বিউটি আপি।
ভাল থেকো!!

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আরজু পনি বলেছেন:

গানর কথা বলি নি...কবিতার কথা বলেছি /:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

সায়েম মুন বলেছেন: তাহলে তো টকিং মিসটেক হয়ে গেছে। #:-S

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনার কবিতা গুলো খুব সুন্দর হয় বস ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ। জানালেন বলে খুব ভাল লাগলো। ভাল থাকবেন।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ উড়ন্তমানব। শুভকামনা।

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমার বলার কিছুই নেই,,,,...... এত সুন্দর কবিত্ব ক্যামনে আসে..... শুধুই হতাশা কেন লিখতে পারিনা,,, .. শুভ কামনা সবসময়.........

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

সায়েম মুন বলেছেন: ইদনীং আমিও লিখতে পারিনা কবি। শুধুই হতাশা!

অনেক ধন্যবাদ। শুভকামনা।

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

মায়াবী ছায়া বলেছেন: শুভ সকাল কবি । কবিতায় অনেক ভাল লাগা । ভাল থাকুন ।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভসকাল মায়াবী ছায়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.