নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

:):):):):):):)বরিশালে ছাত্রলীগ নেতাদের গুরুদায়িত্ব পালন!:D:D:D:D:D:D

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

বরিশালে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়া সংগঠনের কর্মীদের এই নকল সরবরাহ করা হয় বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের নেতারা পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র নিয়ে যান। পরে প্রশ্নের উত্তর কাগজে লিখে তা সরবরাহ করেন তাঁরা। কিছু শিক্ষক এতে বাধা দেওয়ায় পরবর্তী সময়ে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে উত্তর সরবরাহ করা হয়।

নকল সরবরাহের সময় কলেজে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু জমাদ্দার, ব্রজমোহন কলেজ ছাত্রলীগের নেতা রফিক সেরনিয়াবাত, মাইনুল ইসলামসহ অনেকে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কলেজ অধ্যক্ষের কার্যালয়ের নিচে হলে নকল সরবরাহ করেন বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল বিন ইসলাম। একই সময় কলাভবনে নকল সরবরাহ করেন বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের ছাত্রলীগের নেত্রী সোনিয়া আক্তার।

কলাভবনের চারতলার এক পরীক্ষার্থী জানান, ছাত্রলীগের কর্মী সাঈদী তাঁদের কক্ষে ঢুকে কয়েকজনকে নকল সরবরাহ করেন।

তবে নকল সরবরাহের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা বাবলু জমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আমাদের থাকতে হয়।’

মঈন তুষার বলেন, ‘আমরা ছাত্রলীগের রাজনীতি করি। আমরা ছাত্রপ্রতিনিধি। তাই সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজখবর নিতে হাতেম আলী কলেজে গিয়েছিলাম। নকল সরবরাহের অভিযোগ মিথ্যা।’

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের সচিব এম ফজলুল হক বলেন, ‘কিছু শিক্ষার্থী নকলের সুযোগ নিতে চেয়েছিল। শিক্ষকেরা তা প্রতিরোধে আপ্রাণ চেষ্টা করেন। ছাত্রলীগের নেতারা কলেজে এসেছিল। তারা শুধু বারান্দা পর্যন্ত গিয়েছিল।’

X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X

আমার মতে সরকারের পদক্ষেপ নেয়া উচিত জেন ছাত্র রাজনীতী বন্ধ করা যায়। দেশ থেকে ছাত্র রাজনীতী তুলে দিতে পারলে আমাদের দেশের পরিবেশ অনেক ভাল হয়ে যাবে।

সব থেকে অবাক হলাম অধ্যক্ষের কথা শুনে। তিনি বলেছেন" ছাত্রলীগের নেতারা কলেজে এসেছিল। তারা শুধু বারান্দা পর্যন্ত গিয়েছিল।’'

যেখানে ছাত্রলীগ নিজেরাই বলেছে যে তারা হলে গিয়েছিল, বাট অধ্যক্ষ মিথ্যা বলতেছে।

এই ধরনের শিক্ষক এর কাছে ছাত্ররা কি শিখবে??????

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

রুপকথার গল্প বলেছেন: যেখানে ছাত্রলীগ নিজেরাই বলেছে যে তারা হলে গিয়েছিল, বাট অধ্যক্ষ মিথ্যা বলতেছে,,,,,,
এই ধরনের শিক্ষক এর কাছে ছাত্ররা কি শিখবে?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এই ধরনের শিক্ষকের কারনেই আমাদের শিক্ষাংগনের অবস্থা এত খারাপ।
তারা নিজেরাই দলাদলি নিয়ে ব্যাস্ত।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

আহলান বলেছেন: আহাহাহ ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমার ভাগ্য ভাল, সারা জীবন যে সব শিক্ষা প্রতিসঠানে পরেছি কোথাও ছাত্র লীগ, শিবির, ছাত্র দল পাইনাই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

িট.িমম বলেছেন:
"এই দেশে রাজনীতি করার একমাত্র অধিকার ছাত্রলীগের আছে"- কথাটা কার জানেন? মাহা. হানিফ, তাহলে এই দেশে পাবলিক পরীক্ষা হলে ঢুকার অধিকার আর কার থাকতে পারে বলেন?

হায় মাতৃভূমি, তোমার উপর আজ কতগুলা হায়না রাজত্ব করতাছে কিংবা ভবিষ্যত্বেও করবে। অথচ আমরা কিছুই করতে পারবো না। আফছুস!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মাফ চায়া গেলাম হানিফের কাছে!!! এখন থেকে আর হানিফের বাসেই উঠবোনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.