![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা মহানগরের প্রতিদিনের বর্জ্য থেকে এবার উত্পাদন করা হবে বিদ্যুত্। এ বিষয়ে ইতালির একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ইতালির ম্যানেজমেন্ট ইনভায়রনমেন্ট ফাইন্যান্স (এসআরএল) লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান এবং এসআরএলের কো-চেয়ারম্যান বেল্লিজারিও কোসিমো চুক্তিতে সই করেন। প্রকল্পটি শতভাগ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হবে এবং এতে দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ সময় জানান, আমিনবাজার ও মাতুয়াইল সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থানে প্রকল্প দুটি বাস্তবায়িত হবে। এই দুই প্রকল্পের জন্য দুটি সিটি করপোরেশন ৪৩ দশমিক ৪ একর জমি প্রতিবছর ৬৯ লাখ ৪৪ হাজার টাকায় কোম্পানিকে ইজারা দেবে।
এ প্রকল্প থেকে বিদ্যুতের পাশাপাশি জৈব সারও উত্পাদন করা হবে জানিয়ে নানক বলেন, প্রতি পাঁচ বছর পর পর ২০ শতাংশ হারে এই ইজারার টাকা বাড়বে। এ ছাড়া দুই সিটি করপোরেশন এই প্রকল্পের জন্য প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে। প্রকল্প থেকে উত্পাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুত্ ৮ টাকা ৭৫ পয়সা দরে কিনবে সরকার। ২০ বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলেও জানান তিনি।
এ সময় বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: কিন্তু আমার কাছে একটা ব্যাপার অদ্ভুত এত দাম রাখতেছে ক্যান বিদ্দুত এর?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
shfikul বলেছেন: সু খবর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাল খবর
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: অছাম নিউজ।।।।।।।।।।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: manusherta die banano hoile aro val hoito
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
আহ্মেদ সামাদ বলেছেন: অত্যন্ত প্রত্যশিত একটি উদ্যোগ।