![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
শ্রীলংকার একটি অসাধারণ দেখার মতো জিনিস হল - আদম পাহাড় (এডাম পিক) । পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হজরত আদম (আঃ) নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন। হজরত আদম (আ) ও আদি মাতা হজরত হাওয়া (রাঃ) উভয়কে পৃথিবীতে দু’টি পৃথক স্থানে ফেলে দেয়া হয়। হজরত আদম (আঃ) কে ফেলে দেয়া হয় শ্রীলংকায় আর হজরত হাওয়াকে(রাঃ) পৃথিবীর অন্য প্রান্তে। হজরত আদম (আঃ) প্রথম পা রাখেন শ্রীলংকার এডাম পিক-এ।
পাহাড়-পর্বতের দেশ শ্রীলংকার দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম এডাম পিক (Adam’s Peak)। এর উচ্চতা ২,২৪৩ মিটার বা ৭,৩৬৯ ফুট। এটি শ্রীলংকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রত্নাপুরা জেলায় অবস্থিত। এটি মুসলিম,বৌদ্ধ,খ্রীস্টান আর হিন্দু চার ধর্মের লোকদের কাছেই অতি পবিত্র স্থান। কারণ বৌদ্ধদের মতে- প্রভু বৌদ্ধ এখানে তার তৃতীয় এবং শেষ শ্রীলংকা সফরের সময় এখানে প্রথম পা রেখেছিলেন।
তবে মুসলিম বিশ্বাস অনুযায়ী এটি অবশ্যই হজরত আদম ( আঃ) এর পায়ের ছাপ। এই পাহাড়ে তার সেই পবিত্র পায়ের চিহ্ন আজো রয়ে গেছে। এটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি আর প্রস্থে ২ ফুট ৬ ইঞ্চি। স্থানটি এখন ঘিরে রাখা আছে।
হিন্দুদের মতে, শিব এখানে প্রথম পা রাখেন। খ্রীস্টানদের মতে, ষোড়শ শতকে পর্তুগীজ ধর্মপ্রচারক সেন্ট থমাস যিনি শ্রীলংকাতে খ্রীস্ট ধর্ম প্রথম প্রচার করেন তার পদচিহ্ন এটা। আর আরবদের মতে, স্বর্গ থেকে বহিস্কৃত হয়ে প্রথম মানব হজরত আদম ( আঃ) এখানে সর্বপ্রথম পা রাখেন। মতামত যাই হোক না কেন এডাম পিক চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। তবে শ্রীলংকায় যেহেতু বৌদ্ধ ধর্মের প্রাধান্য তাই এই পর্বতেও তাদেরই কর্তৃত্ব চলছে।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৪
ফেরিওলা বলেছেন: নামকরনের বোধহয় ভিন্ন ইতিহাস আছে! যাই হোক প্লাস দিলাম কৌতুহলি করে তুলবার কারণে!
০৮ ই মে, ২০১০ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৬
সিটিজি৪বিডি বলেছেন: আরো পিকচার থাকলে ভালো হতো। তারপরে ও প্লাস দিলাম্ ।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৫
ঊষালগ্ন হুতাশন বলেছেন: মতামত যাই হোক না কেন এডাম পিক চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
একজন মুসলমান হিসেবে আপনি বিশ্বাস করেন এটা আদম এর পা। ইটস ওকে। ঠিক যেমন অন্যদের বিশ্বাসও। ভালো লাগলো আপনার মত প্রকাশের ওয়েটা। ভালো লাগলো আপনার অন্যদের প্রতি শ্রদ্ধাবোধটা।
প্লাস।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬
মাস্টার মশাই বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি সুন্দর তথ্যের জন্য। আশা করি আপনি এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে উপহার দিবেন।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩২
শ্বেত সওদাগর বলেছেন: ঊষালগ্ন হুতাশন বলেছেন: মতামত যাই হোক না কেন এডাম পিক চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
একজন মুসলমান হিসেবে আপনি বিশ্বাস করেন এটা আদম এর পা। ইটস ওকে। ঠিক যেমন অন্যদের বিশ্বাসও। ভালো লাগলো আপনার মত প্রকাশের ওয়েটা। ভালো লাগলো আপনার অন্যদের প্রতি শ্রদ্ধাবোধটা।
প্লাস।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
ইসটুপিড বলেছেন: এটা আসলেই সেই জায়গা কিনা সেটা নিয়ে যথেস্ট বিতর্ক আছে। তারপরও সুন্দর ঐ জায়গাটার কথা বলার জন্য পোস্টে প্লাস।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ০৮ ই মে, ২০১০ রাত ৮:০৩
প্রজন্ম একুশ বলেছেন: অইডা আসলে আমার পাউ। হে হে হে।
০৮ ই মে, ২০১০ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে এটা আপনার পা যদি আপনি প্রথম মানব হন।
৯| ০৮ ই মে, ২০১০ রাত ৮:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগলো পড়ে। ধন্যবাদ
০৮ ই মে, ২০১০ রাত ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১০| ০৮ ই মে, ২০১০ রাত ৯:৪৬
আমি এবং আঁধার বলেছেন: আপনার সহনশীলতা ভালো লাগলো।
০৮ ই মে, ২০১০ রাত ১১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ০৮ ই মে, ২০১০ রাত ৯:৫৫
বড় বিলাই বলেছেন:
০৮ ই মে, ২০১০ রাত ১১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।
১২| ০৮ ই মে, ২০১০ রাত ১১:৩৪
স্পেলবাইন্ডার বলেছেন:
এটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি আর প্রস্থে ২ ফুট ৬ ইঞ্চি.....
খ্রীস্টানদের মতে, ষোড়শ শতকে পর্তুগীজ ধর্মপ্রচারক সেন্ট থমাস যিনি শ্রীলংকাতে খ্রীস্ট ধর্ম প্রথম প্রচার করেন তার পদচিহ্ন এটা।
ষোড়শ শতকে ৫'৭'' পায়ের পাতাওয়ালা ব্যক্তি ছিল সেন্ট থমাস!!!
হায়রে বঙ্গ ভান্ডারে তব বিবিধ ভুদাই!!!
০৯ ই মে, ২০১০ সকাল ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একজন মুসলমান হিসাবে, আমি অবশ্যই বলব, এটা মানব জাতির আদি পিতা হজরত আদম (আ) এর পদ চিহ্ন। তার পায়ের মাপ এত বড় হতেই পারে। এর সাথে তো ভাই বঙ্গের ভান্ডারের কোন সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০৯ ই মে, ২০১০ রাত ১২:৩৯
স্পেলবাইন্ডার বলেছেন:
আমার কাছে মনে হয়েছে এটা একটি তথ্যমূলক পোস্ট।
তো, কোন তথ্য দেয়ার আগে সেটা অবাস্তব লাগছে কিনা সেটা যাচাই করা উচিত বলে মনে করি।
আগের মন্তব্যের জন্য দুঃখিত।
০৯ ই মে, ২০১০ সকাল ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের ধর্মীয় বিশ্বাস অবাস্তব লাগলেও কিছু করার নেই রে ভাই। ধর্ম-বিশ্বাসের অনেক কিছুই অবাস্তব লাগবে। কিন্তু তারপরও তো মানুষ ধর্মকে ছাড়তে পারবে না। আমি যাচাই করে যদি চিৎকার করেও বলিঃ তোমরা মিথ্যা ধর্মবিশ্বাসকে লালন করে আছ! তারা কি আমার কথা শুনবে? শুনবে না। সত্যিকার অর্থেঃ সব ধর্মেরই অনেক কিছু আমাদের কাছে অবাস্তব মনে হতে পারে। ধর্মের ব্যাপারে বিতর্ক করে কোন পরিবর্তন আনা যাবে না। আমাদের নিজের ধর্ম, আশেপাশের বাকি ধর্মগুলো লক্ষ্য করে দেখুন না। কত কিছুই তো অবাস্তব মনে হয়।
১৪| ০৯ ই মে, ২০১০ রাত ১:০৯
পিচ্চি হুজুর বলেছেন: স্পেলবাইন্ডার মনে হয় ন্যাশনাল জিওগ্রাফী দেখেন না দেখলে
হায়রে বঙ্গ ভান্ডারে তব বিবিধ ভুদাই!!! এই কমেন্ট করতেন না।
০৯ ই মে, ২০১০ সকাল ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবী অনেক বিচিত্র। সব চেয়ে বিচিত্র মানুষ।
১৫| ১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩
সান্তনু অাহেমদ বলেছেন: এটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি আর প্রস্থে ২ ফুট ৬ ইঞ্চি। চমৎকার ইনফরমেশন। আগে জানতাম না। ধন্যবাদ।
১৫ ই মে, ২০১০ দুপুর ১২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম অনেক জটিল জিনিস। মানুষের আবেগ সেখানে জড়িত। কি আর করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।
১৬| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৩০
সত্যচারী বলেছেন: আদম হোক আর যেই হোক, পায়ের ছাপ একটা কেন?? থাকলে দুইটা থাকবে, আর ছাপ থাকলে আরো অনেক ছাপ থাকার কথা, উনিতো আর মাটিতে এক পা দিয়ে আকাশে উড়ে বেড়ান নাই, হাটাহাটি যে করছেন, অন্য ছাপ গুলো কোথায়? জানার বড় শখ
২৯ শে জুন, ২০১০ রাত ১২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। কে করবে সেই গবেষণা। কোথায় সেই প্রত্নতাত্বিক?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪
ছোট সরকার বলেছেন: ভালো লাগলো