![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
গাছ লাগানো আমাদের পবিত্র দায়িত্ব হলেও গাছ নির্বাচনের সময় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছকে না বলুন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাছ ২টি মোটেও উপযোগী নয়।
আকাশমণি গাছ তাড়াতাড়ি বাড়ে টিকই কিন্তু এই গাছের কাঠ তেমন উন্নত মানের হয় না। এই গাছের ফল মানুষ খেতে পারে না। সব চেয়ে খারাপ যে টা তা হলো আকাশমণি গাছের ফুল থেকে প্রচুর পরিমাণে পরাগ রেণু বের হয় যা মানুষের জন্য এলার্জিক। সর্দি –কাশি তৈরীতে এই রেণূ খুব কার্যকরী।
তাই আকাশমণি গাছকে না বলুন।
ইউক্যালিপটাসও আমাদের দেশী গাছ নয়। বিদেশী গাছ। তাড়াতাড়ি বাড়ে। এর কাঠ ও তেমন উন্নত মানের নয়। গাছের ফল মানুষ খেতে পারে না। এই গাছের সব চেয়ে খারাপ দিক হচ্ছে- এরা প্রচুর পরিমাণে পানি খায়।
এরা এতো বেশী পানি শোষণ করে যে, এই সব গাছের আশেপাশে জলাশয় না থাকলে মাটিতে রসের পরিমান কমে যেতে পারে। ফলে অন্য ফসল কিংবা গাছের জন্য পানির সমস্যা হতে পারে। খরা মৌসুমে এটা আরো প্রকট হতে পারে।
তাই ইউক্যালিপটাস গাছকেও না বলুন।
ভাল গাছ লাগান। ফলের গাছ লাগান। কাছের গাছ লাগান। পরিবেশ রক্ষা করুন।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। বেশী করে ফলের গাছ লাগান। নিজে খান অন্যকে খেতে দিন।
২| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৩৮
নষ্ট কবি বলেছেন: +++++++++++
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নষ্ট কবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সমর্থন করার জন্য। ভাল থাকুন।
৩| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪০
আকাশের তারাগুলি বলেছেন: আমার বাড়ির সামনে অন্তত ১৫০ আকাশ মনি গাছ রয়েছে, কোন সমস্যা হচ্ছেনা।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার না হলেও অন্য যে কারো হতে পারে। বিশ্বাস করুন, গাছটি আসলেই ক্ষতিকর।
৪| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪৭
মৃগয়া বলেছেন: গাছ দুটির ছবি দিলে যারা চেনেনা তাদের জন্য ভালো হতো। যেমন আমি আকাশমনি গাছটা চিনিনা।
ছোটবেলায় শুনেছিলাম ইউক্যালিপটাস নাকি অক্সিজেন নেয় কার্রন ডাই অক্সইড ছাড়ে।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে ভাল কোন ছবি নেই। আপনার আশে পাশেই হয় তো এই গাছ রয়েছে। কোন কলেজের বিজ্ঞানের কোন শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিন। ধন্যবাদ।
৫| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:১০
স্পেলবাইন্ডার বলেছেন: একমত। দেশী জাতের ফলের গাছ এগুলো চেয়ে হাজার গুণে উপকারী।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
৬| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:২৩
শিবলী১২৩ বলেছেন: চলেন, সব গুলান ইউক্যালিপ্টাসরে দইরা পিডাই
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাছের যত্ন নিন। ভাল গাছ লাগান। ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:০৪
আকাশের তারাগুলি বলেছেন: হায় হায় এটো বড় বড় আকাশমনি গাছ কেটে ফেলবো, আমার আব্বাকে বললে উনি আমাকে পেটাবে, বাড়িতেই যায়গা দিবেনা। তাহলে এই বয়সে এসব ভালো লাগবেনা, তার চেয়ে থাকনা গাছ গুলো।
আমাদের গ্রামের রাস্তায়ও সারি সারি আকাশমনি। পাখপাখালীর ডানা ঝাপটানো, কিচির মিচির শব্দ।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাটার দরকার কি । এক সময় এমনিতেই মরে যাবে। তবে ভাল গাছ লাগানো সুবিবেচকের কাজ।
৮| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৪
আকাশের তারাগুলি বলেছেন: যখন আকাশ মনি গাছ লাগানো শুরু হয় তখন এই গাছ খারাপ কেউ বলেনি। এখানে সুবিবেচনা প্রশ্নাতীত।
ইউক্যালিপটাস গাছ তারও আগে থেকে লাগানো হতো মুলত সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু এটা ফসলি জমির জন্য খুবই ক্ষতিকর।
আর কদম গাছের কথা যে কেন বললেন না, কদম ফুল দেখে রোমান্চিত তাই মনে হয়। কদম গাছে জমি নষ্ট করে এর নীচে কোন গাছ বৃদ্ধি হয় না।
পোষ্টে সাধুবাদ
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কদম গাছ ফসলী জমিতে না লাগালেই তো পারেন। কদম কাঠের অনেক কাজ আছে । ম্যাচ বানানো, প্যাকিং বাক্স বানানো ইত্যাদি। তবে আপনার আকাশমণি আর ইউক্যালিপটাস দিয়ে কোন কাজই হবে না। তবে চুলোয় লাকড়ি হিসাবে জ্বালাতে পারবেন।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৮
মদন বলেছেন: দরকারী পোষ্ট
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানতে হবে অনেক । শিখতে হবে অনেক । শেখার তো আর শেষ নেই।মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১০| ১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০৪
িনদাল বলেছেন: মদন বলেছেন: দরকারী পোষ্ট
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১১| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:২১
দুরন্ত ইসলাম বলেছেন:
গাছের ও যে কম রকম ভেদ আছে।
১৭ ই জুন, ২০১১ রাত ১১:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কত রকম যে গাছ আছে আল্লাহ ই জানেন।
১২| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৭
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
ভালো পোস্ট। এগুলোর বিষয়ে সচেতনতা বারানো দরকার। একটা লিংক শেয়ার করলাম। দেখুন কি ভয়াবহ ব্যাপার।
বনায়নের নামে দেশজুড়ে ক্ষতিকর বিদেশি গাছের খামার করছে ডেসটিনি
২৩ শে জুন, ২০১১ বিকাল ৩:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়লাম। আসলেই খারাপ। অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৩০
টুনা বলেছেন: স হমত ।
ধন্যবাদ ।