নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়া আজ নতুন রাজা ইনস্টল করবে

৩০ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৩১

মালয়েশিয়ার নতুন রাজার অভিষেক আজ ( ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার) । প্রতি ৫ বছর পর পর জনগণ এই দিনটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে।

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আব্দুল্লাহ

মালয়েশিয়া হচ্ছে একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ। এখানে জন্ম সূত্রে রাজা হওয়া গেলেও রাজা সারা জীবনের জন্য পদে থাকেন না। তাদের মেয়াদ পাঁচ বছর। বর্তমান বিশ্বে মোট ৪৩ দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু থাকলেও মালয়েশিয়ার রাজতন্ত্র একটু ব্যতিক্রমী। এখানে প্রদেশের সুলতানদের মধ্য থেকে সুলতানগণই একত্রে বসে তাদের রাজা কে হবেন তা স্থির করেন। প্রদেশগুলোর সুলতানদের মধ্য থেকে সুলতানরাই বসে ঠিক করেন নতুন রাজার নাম।

সংবিধান অনুসারে, রাজার পদটিকে বলা হয় - Yang di-Pertuan Agong. তাঁকে বলা হয় মালয়েশিয়ার শাসক। তাঁর পত্নীকে বলা হয় "Raja Permaisuri Agong" মসজিদে জুম্মার নামাজের খোতবায় তাদের উভয়ের জন্যই বিশেষ ভাবে দোয়া করা হয়।

পাহাং প্রদেশের সুলতান Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah কে আজ আনুষ্ঠানিক ভাবে রাজা হিসাবে অভিষিক্ত করা হবে। এ উপলক্ষে রাজা প্রাসােদে বিপুল আয়োজন করা হয়েছে। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ মাধ্যমগুলো খবর লিখবে - Malaysia installs new king.



(মাল‌য়ে‌শিয়ার সাবেক রাজা সুলতান মুহাম্মাদ ৫ম)


মাল‌য়ে‌শিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম হঠাৎ চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখে পদত্যাগ করলে রাজার পদটি শুণ্য হয়ে যায়।। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি মাল‌য়ে‌শিয়ার ১৫তম রাজা হিসা‌বে দা‌য়িত্বগ্রহণ ক‌রেন

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন:



মালয়েশিয়ার নতুন রাজার জন্য শুভ কামনা রইলো।

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সব সময়।

২| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: রাজায় রাজায় যুদ্ধ করে প্রজা কষ্ট পায় ;)

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার রাজা ইচ্ছা করে ক্ষমতা ছেড়ে দেন। এরা লড়াই করেন না।

৩| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


রাজা কি কি দায়িত্ব পালন করেন?

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: The Constitution vests the executive power of the federal government in the monarch. However, with few exceptions, he is bound to exercise this power on the advice of the Cabinet or a minister acting under the Cabinet's general authority. Thus, in practice, most of the actual day-to-day work of governing is performed by the Cabinet.

The discretionary powers of the Yang di-Pertuan Agong pertain chiefly to appointing the Prime Minister, withholding consent to dissolve Parliament, and calling meetings with the Conference of Rulers "concerned solely with the privileges, position, honours and dignities of Their Royal Highnesses". Under the Westminster System, the Yang di-Pertuan Agong is expected to appoint a Prime Minister who will command the confidence of a majority of the elected lower house of Parliament, the Dewan Rakyat. Should the Prime Minister be or become unacceptable, he may be forced out by a vote of no confidence, which would require the Yang di-Pertuan Agong to dissolve Parliament on advice of the Prime Minister, or refuse to dissolve Parliament and appoint someone else as Prime Minister. Conventionally, the Prime Minister is the head of the party with a majority in Parliament. This was the Barisan Nasional (National Front, formerly known as the Alliance) from independence in 1957 until 2018, when Pakatan Harapan took office.

The Yang di-Pertuan Agong renews the appointment of a Prime Minister after every general election until the minister decides to step down. Whenever the Prime Minister chooses to dissolve Parliament, he calls for a general election. The Yang di-Pertuan Agong may choose to refuse a Prime Minister's request to dissolve Parliament, as one of his discretionary powers.

৪| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও কিন্তু রাজা আছেন।
পার্বত্য অঞ্চলে।

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় খুব রাজা হতে ইচ্ছে করতো । এখন আর ইচ্ছা করে না‌

৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

محمد فسيح الاسلام বলেছেন:


বাদশাহ তুমি, কত নামদার---হর্ষে কই 'বাহা রে'!
তবুও তুমি হিসেবের দিনে --- দাঁড়াবে পাশের কাতারে।

তোমারও খাতা পাপ-পূণ্যে, ভরিবে আমারই মতো।
তবু কেন দূরে, কও উচ্চ সুরে, বুকে দিয়ে হায় ক্ষত!


৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি বড়ই জটিল কথা বলেছেন‌ মাঝে মাঝে জটিল কথা শুনতে খুব ভালো লাগে।

৬| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৫

জাহিদ হাসান বলেছেন: মালয়েশিয়ার উচিৎ এই রাজপদটি ভাগাড়ে ছুড়ে ফেলা। এবং জনপ্রতিনিধিদের ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত করা।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যেটা বলেছেন সেটা কখনোই হবে না। খোদ ইংল্যান্ডের রানী থাকবে আরো বহু বছর‌ সম্ভবত পৃথিবীর শেষ দিন পর্যন্ত ।মালয়েশিয়াতে তবু রাজা নির্বাচিত হয়। রোজা থাকা মানে দেশে এক জন গুরুজন থাকা‌ গুরুজন থাকার দরকার আছে।

৭| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এক সময় খুব রাজা হতে ইচ্ছে করতো । এখন আর ইচ্ছা করে না‌

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেশির ভাগ সময়ে নিজেকে আমার কাছে ভিখারি মনে হয়। আমি জানিনা এটা কেন হয়?

৮| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩২

জাহিদ হাসান বলেছেন: ইংল্যান্ডের রাণীর সাথে মালয়েশিয়ার রাজা তুলনা হয়? ইংরেজদের মত সুসভ্য আর কোন জাতি হতে পারবে না।
ভালো থাকবেন।
জাহিদ হাসান শিশির

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে তুলনা করা কোন প্রসঙ্গ নয়। এক সময় পৃথিবীর বেশির ভাগ দেশেই রাজা রানী ছিল। কালের প্রবাহে অনেক দেশ সেটা ধরে রাখতে পারেনি। আবার অনেক দেশ সেটাকে ধরে রেখেছে। বাস্তবিকপক্ষে সাংবিধানিক রাজতন্ত্র অর্থ হলো- প্রকৃত পক্ষে সুন্দর গণতন্ত্র । কেননা রাজা সব সময় নিরপেক্ষ হয়ে থাকেন। রাষ্ট্রপতিরা হন দলীয়।

ব্রিটিশ সে হলো সে জাতি যারা পৃথিবীর বেশির ভাগ দেশকে এক সময় শোষণ করেছে। অত্যাচার নিপীড়ন করেছে। তাদের অতীত ইতিহাস এতটা ভালো নয় যতটা আপনি বলছেন।

জাপানিদের মতো সভ্য জাতি পৃথিবীতে কমই আছে।
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৮

জাহিদ হাসান বলেছেন: মুসলিম বিশ্বে যত রাজা আছেন তাদের চরিত্র নিচের এই লোকটির চরিত্রের মত।

জয়বাংলা
জাহিদ হাসান শিশির

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে লোকটার ছবি দিয়েছেন সেই লোকটা কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.