নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মধ্যপ্রচ্যের আলোচিত সমালোচিত দেশ ইসরাইল। এই দেশ নিয়ে আলোচনার শেষ নেই। তর্ক-তির্কের শেষ নেই।
আমাদের দেশেও চলে আলোচনা । চলে তর্ক-বিতর্ক।
এরই মাঝে আলোচনায় এসেছে বাংলাদেশর পাসপোর্ট প্রসঙ্গ।
বাংলাদেশের পাসপোর্টে ১৯৯০ সাল পর্যন্তও লেখা থাকত ' This passport is valid for all the countries of the world except Israel, South Africa, and Taiwan"
সময়ের প্রয়োজনে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ান বাদ গেছে। বাকি ছিল কেবলমাত্র ইসরাইল। সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট থেকে সেটাও বাদ দেয়া হয়েছে।
সরকাররে এই সিদ্ধান্ত অবশ্যই যুগোপযোগী।
কিন্তু সাধারণ মানুষ জানতো্ এই কথা। করোনার ঝামেলার কারণে মানুষের দেশবিদেশ ভ্রমণ গেছে কমে। তাই নতুন পাসপোর্ট মনে হয় তেমন একটা করে না কেউ এখন। ফলে মানুষ জানতো না্ এই পরিবর্তনের কথা।
হঠাৎ কোন ভাবে এই তথ্য প্রকাশিত হওয়ায় ফেসবুক আর পত্রিকার পাতার মন্তব্য কলামগুলো গরম হয়ে উঠেছে। বেশীর ভাগ মানুষই দেখছি এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না। তারা চায় পাসপোর্টে কথাগুলো চিরকালই থাকুক।
তাইওয়ান এর সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তাওয়ানে যাতায়াত করা যায়। তাইওয়ানের ব্যবসায়ীরা বাংলাদেশে আসে। দুই দেশই উপকৃত হয়।
আমার মনে হচ্ছে এখন থেকে বাংলাদেশের অনেক আগ্রহী ব্যক্তি চাইলে ইসরাইল ভ্রমণ করতে পারবেন। ব্যবসাবাণিজ্যও করতে পারবেন।
পাসপোর্টের বাধাটি অপসারিত হয়েছে এটা বলাই যেতে পারে।
কিন্তু এই পরিবর্তনে সব চেয়ে বেশী রাগ করেছেন ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মহোদয়। পত্রিকায় তার বক্তব্য পড়ে আমার খুবই রাগ লেগেছে। আমেরিকার কোন রাষ্ট্রদূতও বাংলাদেশের উপর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া কখনো দেখিয়েছেন বলে আমার মনে পড়ে ন।
এবার আসুন কিছু জানা জিনিস জেনে নিই।
আমাদের অনেক পরিচিত ও প্রিয় মুসলিম দেশ আছে যারা ইসরাইল রাষ্ট্রকে কেবল স্বীকৃতিই দেয়নি বরং সেই দেশে তাদের দূতাবাস আছে । ব্যবসাবাণিজ্য আছে ।
তেমনই একটি শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে- তুরস্ক বা টার্কি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ফেসবুকে অনেকেই দেখি সুলতান এরদোয়ান ডেকে আরাম পান। তুরস্ক কিন্তু ঠিকই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।
আরো যে সব মুসলমি দেশ ইসরাইলে দূতাবাস স্থাপন করেছে সেই দেশেগুলোর মধ্যে আছেঃ কসোভো, জর্ডান ও মিশর।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ইসরাইলে বাণিজ্য সম্পর্ক রয়েছে।
এদের মধ্যে গুরুত্পূর্ণ দেশ হচ্ছে ১। সৌদি আরব ২। সংযুক্ত আরব আমিরাত ৩। মিশর ৪। জর্ডান ৫। ওমান ৬। মরক্কো ৭। বাহরাইন ৮। সুদান।
নিজেদের প্রয়োজনের খাতিরেই এই সব দেশে ইসরাইলের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে।
এবার আসুন দেখি ইসরাইলে দূতাবাস আছে কোন কোন দেশেরঃ
ক
আলবেনিয়া
অ্যাঙ্গোলা
আর্জেন্টিনা
আর্মেনিয়া
অস্ট্রেলিয়া
অস্ট্রিয়া
খ
বার্বাডোস
বেলারুশ
বেলজিয়াম
বেনিন
বলিভিয়া
বসনিয়া ও হার্জেগোভিনা
বোতসোয়ানা
ব্রাজিল
বুলগেরিয়া
বুর্কিনা ফাসো
বুরুন্ডি
গ
কম্বোডিয়া
ক্যামেরুন
কানাডা
কেপ ভার্দে
চিলি
চীন
কলম্বিয়া
কঙ্গো (গণতান্ত্রিক প্রজাতন্ত্র)
কঙ্গো (প্রজাতন্ত্র)
কোস্টা রিকা
কোট ডি'ইভায়ার
ক্রোয়েশিয়া
কিউবা
সাইপ্রাস
চেক প্রজাতন্ত্র
ডি
ডেনমার্ক
ডোমিনিকান প্রজাতন্ত্র
ই
ইকুয়েডর
মিশর
এল সালভাদোর
নিরক্ষীয় গিনি
ইরিত্রিয়া
এস্তোনিয়া
ইসওয়াতিনী
ইথিওপিয়া
ইউরোপীয় ইউনিয়ন
এফ
ফিজি
ফিনল্যান্ড
ফ্রান্স
জি
গাবন
গাম্বিয়া
জর্জিয়া
জার্মানি
ঘানা
গ্রীস
গ্রেনাডা
গুয়াতেমালা
গিনি
গিনি-বিসাউ
গিয়ানা
এইচ
হলি সি
হন্ডুরাস
হাঙ্গেরি
আমি
আইসল্যান্ড
ভারত
আয়ারল্যান্ড
ইতালি
জে
জামাইকা
জাপান
জর্দান
কে
কাজাখস্তান
কেনিয়া
কোরিয়া (দক্ষিণ)
কিরগিজস্তান
এল
লাওস
লাটভিয়া
লেসোথো
লাইবেরিয়া
লিথুয়ানিয়া
এম
মালাউই
মাল্টা
মার্শাল দ্বীপপুঞ্জ
মরিতানিয়া
মেক্সিকো
মাইক্রোনেশিয়া
মোল্দাভিয়া
মঙ্গোলিয়া
মন্টিনিগ্রো
মায়ানমার
এন
নাউরু
নেপাল
নেদারল্যান্ডস
নিউজিল্যান্ড
নিকারাগুয়া
নাইজেরিয়া
উত্তর ম্যাসেডোনিয়া
নরওয়ে
পি
পানামা
পাপুয়া নিউ গিনি
প্যারাগুয়ে
পেরু
ফিলিপাইনস
পোল্যান্ড
পর্তুগাল
আর
রোমানিয়া
রাশিয়া
রুয়ান্ডা
এস
সান মারিনো
সেনেগাল
সার্বিয়া
সেশেলস
সিয়েরা লিওন
সিঙ্গাপুর
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
দক্ষিন আফ্রিকা
দক্ষিণ সুদান
স্পেন
শ্রীলংকা
সুইডেন
সুইজারল্যান্ড
টি
তানজানিয়া
থাইল্যান্ড
টগো
টঙ্গা
তুর্কমেনিস্তান
তুরস্ক
উ
উগান্ডা
ইউক্রেন
যুক্তরাজ্য
আমেরিকা যুক্তরাষ্ট্র
উরুগুয়ে
উজবেকিস্তান
ভি
ভেনিজুয়েলা
ভিয়েতনাম নাম
জেড
জাম্বিয়া
জিম্বাবুয়ে
এবার দেখি ইসরাইলের দূতাবাস আছে বিশ্বের কোন কোন দেশেঃ
এশিয়াতেঃ
১। মস্কো, রাশিয়া
২। কিয়েভ, ইউক্রেন
৩. আস্তানা, কাজাখস্তান
৪. বাকু, আজারবাইজান
৫. তিবিলিসি, জর্জিয়া
৬। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
৭। মিনস্ক, বেলারুশ
৮. আম্মান, জর্ডান
৯। নতুন দীল্লি, ভারত
১০. মুম্বই, ভারত
১১. কাঠমান্ডু, নেপাল
১২. ব্যাংকক, থাইল্যান্ড
১৩. সিঙ্গাপুর, সিঙ্গাপুর
১৪. ম্যানিলা, ফিলিপাইন
১৫. টোকিও, জাপান
১৬। সিউল, দক্ষিণ কোরিয়া
১৭। বেইজিং, চীন
১৮। সাংহাই, চীন
১৯। হংকং, চীন
২০. গুয়াংজু, চীন
২১ তাইপেই, তাইওয়ান
২২. হ্যানয়, ভিয়েতনাম
২৩. ইয়াঙ্গুন, ময়নার
২৪ তাশখন্দ, উজবেকিস্তান
২৫। চেংদু, চীন
আফ্রিকাতেঃ
১. ডাকার, সেনেগাল
২। আবিদজান, আইভরি কোস্ট
৩. আবুজা, নাইজেরিয়া
৩. কায়রো, মিশর
৪. অ্যাডিস আবেবা, ইথিওপিয়া
৫. নাইরোবি, কেনিয়া
৬। লুয়ান্ডা, অ্যাঙ্গোলা
৭। প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
৮. ইয়াউন্ডে, ক্যামেরুন
৯। আকড়া, ঘানা
ইউরোপেঃ
১. বার্লিন, জার্মানী
২। প্যারিস, ফ্রান্স
৩. মাদ্রিদ, স্পেন
৪. আঙ্কারা, তুরস্ক
৫. লন্ডন, ইংল্যান্ড
৬। ব্রাসেলস, বেলজিয়াম
৭। ব্রাসেলস, ইউরোপীয় ইউনিয়ন
৮. সোফিয়া, বুলগেরিয়া
৯। বেলগ্রাড, সার্বিয়া
১০. লিসবন, পর্তুগাল
১১. রোম, ইতালি
১২. ভ্যাটিকান, ভ্যাটিকান
১৩. এথেন্স, গ্রীস
১৪. নিকোসিয়া, সাইপ্রাস
১৫. ইস্তাম্বুল, তুরস্ক
১৬। ভিয়েনা, অস্ট্রিয়া
১৭। বার্ন, সুইজারল্যান্ড
১৮। জেনেভা, ইউএন
১৯। স্টকহোম, সুইডেন
২০. কোপেনহেগেন, ডেনমার্ক
২১। হেগ, নেদারল্যান্ডস
২২. ডাবলিন, আয়ারল্যান্ড
২৩. অসলো, নরওয়ে
২৪। বুখারেস্ট, রোমানিয়া
২৫। ওয়ারশ, পোল্যান্ড
২৬। বুদাপেস্ট, হাঙ্গেরি
২৭। প্রাগ, চেক প্রজাতন্ত্র
২৮. ব্রাটিস্লাভা, স্লোভাকিয়া
২৯. রিগা, লাটভিয়া
৩০. জাগ্রেব, ক্রোয়েশিয়া
৩১। মার্সিলিস, ফ্রান্স
৩২. মিউনিখ, জার্মানি
৩৩. হেলসিঙ্কি, ফিনল্যান্ড
৩৪. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
ইউরো-এশিয়াতেঃ
১. মস্কো, রাশিয়া
২। কিয়েভ, ইউক্রেন
৩. আস্তানা, কাজাখস্তান
৪. বাকু, আজারবাইজান
৫. তিবিলিসি, জর্জিয়া
৬। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
৭। মিনস্ক, বেলারুশ
৮. তাশখন্দ, উজবেকিস্তান
উত্তর আমেরিকাতেঃ
১. ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
২। সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র
৩. লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
৪. মিয়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র
৫. আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র
৬। হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র
৭। নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
৮. বোস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র
৯। শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
১০. নিউ ইয়র্ক, ইউএন, জাতিসংঘ
১১. ওটাওয়া, কানাডা
১২. টরন্টো, কানাডা
১৩. মন্ট্রিয়াল, কানাডা
সেন্ট্রাল আমেরিকাতেঃ
১. মেক্সিকো সিটি, মেক্সিকো
২। গুয়াতেমালা, গুয়াতেমালা
৩. সান সালভাদোর, সালভাদোর
৪. সান জোসে, কোস্টারিকা
৫. পানামা, পানামা
৬। সান্টো ডোমিংগো, ডোমিনিকান প্রজাতন্ত্র
দক্ষিণ আমেরিকাতেঃ
১. মন্টেভিডিও, উরুগুয়ে
২। বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
৩. সান্টিয়াগো, চিলি
৪. সান পাওলো, ব্রাসিল
৫. ব্রাসিলিয়া, ব্রাসিল
৬। লিমা, পেরু
৭। কুইটো, ইকুয়েডর
৮. বোগোতা কলোমবিয়া
ওশানিয়া অঞ্চলেঃ
১. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
২। ওয়েলিংটন, নিউ জিল্যান্ড
সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই হোক আগামী দিনের সম্পর্ক। স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠিত হোক। ইসরাইলও টিকে থাকুন। বিশ্ব এগিয়ে যাক। আর কোন সংঘাত নয়। শান্তিপূর্ণ সহাবস্থান হোক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের।
যুদ্ধ নয় শান্তি। এই হোক সব মানুষের নীতি।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।
২| ২৫ শে মে, ২০২১ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েল থেকে বাংলাদেশ কিছুই হয়তো কিনতে পারবে না, সবই দামী, ব্যবসা জমবে না; তবে, টেকনোলোজী শিখা যেতো ওদের থেকে।
ব্যবসার নামে চীন ও ভারত বাংগালীদের চোর ডাকাতে পরিণত করেছে।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইসরাইলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করলে বাংলাদেশ অনেক লাভবান হবে।
ইসরাইল অনেক অনেক উন্নত একটি দেশ।
২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
কূটনৈতিক সম্পর্ক না রাখার পাশাপাশি ইস্রায়েলের সার্বভৌমত্ব নিয়ে কিছু দেশ অহেতুক বিতর্ক করে।
৩| ২৫ শে মে, ২০২১ রাত ৮:০৯
আমি সাজিদ বলেছেন: আব্দুল মোমিন সাহেব কথাটা চমৎকার বলেছে। পাসপোর্টে আমরা কি লেখব না লেখব তা আমাদের দেশের ব্যাপার। প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের প্রতিবাদের ভাষা শালীনতা ছাড়িয়ে গেছে। হামাসের লোক তাই উগ্র মনে হচ্ছে। কিন্তু ইসরাইলের সাথে আমাদের যোগাযোগ বন্ধ রাখতে হবে, ওদের হাত রক্তে রঞ্জিত।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইসরাইল কি পাকিস্তানের চেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের?
পাকিস্তান তো ১৯৭১ সালে বাংলাদেশে অমানবিক গণহত্যা চালিয়েছিল। তারপরেও বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনীতিক সম্পর্ক আছে। পাকিস্তানে আছে বাংলাদেশের ২ টি দূতাবাস।
২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
কূটনৈতিক সম্পর্ক না রাখার পাশাপাশি ইস্রায়েলের সার্বভৌমত্ব নিয়ে কিছু দেশ অহেতুক বিতর্ক করে।
৪| ২৫ শে মে, ২০২১ রাত ১০:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
দুঃখজনক। বিশ কোটি মানুষের বাংলাদেশেও এতোগুলো দূতাবাস নেই।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলাই সব চেয়ে ভালো কাজ।
৫| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৫৭
সোনালী ঈগল২৭৪ বলেছেন: খুব যুক্তিসঙ্গত লিখা। আমি ব্যাক্তিগতভাবে মনে করি পাসপোর্টে ইসরাইলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এতো সমালোচনা কিংবা উত্তাপ ছড়ানো বক্তব্য দেবার প্রয়োজন নেই। একটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কিংবা সেই দেশের দূতাবাস বাংলাদেশে থাকতেই পারে। চায়না তে তো উইঘুর অঞ্চলের মুসলিমদের উপর বিভিন্নমাত্রায় সহিংসতা চলেছে , কিন্তু চায়নার সাথে কি তাতে আমাদের কূটনৈতিক সম্পর্কের উপর কোনো প্রভাব পড়েছে ??? কিন্তু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে কোনো ঝামেলা হয়েছে ??? ঠিক তেমনি কোনো সমস্যা হয়নি কয়েকলাখ রোহিঙ্গা জনগষ্ঠিকে বাংলাদেশে পুশ ইন করানো মায়ানমারের সাথে। কূটনীতি একটা বিশাল ক্ষেত্র।
অবশ্যই যে কোনো নির্যাতন কিংবা নিপীড়ন সমালোচনা যোগ্য এবং তার প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। কিন্তু মুক্ত বাণিজ্যিক বিশ্বব্যাবস্থায় কোনো দেশকে আইন করে আলাদা রাখা যায়না। এখানে সবাইকে খুব বড় কোনো কারণ ছাড়া দূরে সরিয়ে রাখা যায়না। বাংলাদেশের কোনো ব্যাপারে যেহেতু ইসরাইল কখনোই বিরোধিতা করেনি কিংবা বিরোধিতার কোনো দূরতম ইতিহাস ও নেই এমনকি ইসরাইল সবসময়ই বাংলাদেশের স্বীকৃতিকামি একটি দেশ সেহেতু পাসপোর্টের এই পরিবর্তন নেতিবাচক ভাবে নেয়া উচিত না। কিন্তু ইসরাইল ফিলিস্তিনের সাথে যা করছে বাংলাদেশের উচিত কূটনৈতিক ভাষায় তার প্রতিবাদ করা। আমাদের পার্শবর্তী রাষ্ট্র ভারত কিন্তু ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদেশ কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আবার বারণ কিন্তু ইসরাইলের সমালোচনায় সোচ্চার। আমাদের দেশের উচিত সময়ের সাথে সাথে কূটনীতিতে পরিবর্তন আনা।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর মন্তব্য করেছেন ।
আপনার মন্তব্য থেকে অনেক কিছু শিখলাম।
আপনাকে ধন্যবাদ।
৬| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে অনেক দেশের দূতাবাস নেই। কিন্তু সেসব দেশে যাওয়া যায়। ইন্ডিয়া গিয়ে ভিসা করাতে হবে।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর সম্পর্ক থাকলে ভিসা পাওয়া কোনো ভাবেই কঠিন কাজ নয় । অনেক দেশেরই দূতাবাস বাংলাদেশে নেই।
আমাদের আশেপাশের দেশগুলোতে আছে । সেখান থেকে সহজেই ভিসা পাওয়া যায় ।
বাংলাদেশে ক্যানাডার হাইকমিশন থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ ক্যানাডার ভিসা পাওয়ার জন্য সিঙ্গাপুরে অবস্থিত ক্যানাডিয়ান হাইকমিশনের উপর নির্ভরশীল।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: শেষ লাইনটার প্রতি শতভাগ সমর্থন।