নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলদের চিকিৎসার কাজে নিয়োজিত (শুধু এই সাইটের) ০১৭১৭-৫২৩৮০৮

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: [email protected] এই আইডি তে..এড কইরেন...

সায়েন্স জোন

আমি দেখিনি, আমি জানিনি, আমি শুনিনি অনেক কিছু............. আমি চাইনি, আমি পাইনি, তবু ঘুরেছি.............................. তোমার পিছু।

সায়েন্স জোন › বিস্তারিত পোস্টঃ

আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন অথবা সাংবাদিক হন তবে আপনার দৃষ্টি আকর্ষন করছি

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

NIDS একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 'certificate' বিক্রয় করবেন আমাদের উপাচার্য মহোদয় । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই অনিয়ম অন্যায় মেনে নিতে না পেরে ৩দিন থেকে ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছে । এই দাবী কি অযৌক্তিক ???

NIDS বন্ধ ,লাইব্রেরী সুবিধা , হল চালু সহ ১৮ দফা দাবিতে শিক্ষার্থীরা অনড়- অবিচল । দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ছাত্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি । আমাদের সাথে একাত্ততা ঘোষণা করুন । নতুবা দারুল ইহসানের মত NIDS ও আমাদের কাছে অভিশাপ হয়ে ধরা দিবে । আমাদের শিক্ষা বাবস্থা আমাদেরই বাঁচাতে হবে । মজার বিষয় হলো আমাদের তথাকথিত মিডিয়া যা আজ অর্থের কাছে মাথা নত করে সেই সকল মিডিয়া কর্মীরা সারাদিন ভার্সিটিময় ঘুরে বেড়ালেও একটা নিউজ ও আর মিডিয়াতে আসছেনা। সময় টিভির রতন সরকার, চ্যানেল আই এর মেরিনা লাভলীর মত সাংবাদিকরাও আজ টাকা খেয়ে নেশায় ডুবেছে। ইতি মধ্যে ভিসির সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে আমারে এক ভা্ই। শত শত ধিক এই মিডিয়াকে ধিক অর্থলোভী দূনীতিবাজ এবং certificate' বিক্রয়করার চেষ্টা কারিদের। NIDS নামক একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা বানিজ্যের ব্যবস্থা করা হয়েছে যার মালিক ভিসি এবং তার মেয়ে। NIDS এ মাত্র ১৮৫০০০টাকাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এর BBA, CSE, ET সহ মাষ্টারস এর certificate প্রদান করার ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

সাদা কলো বলেছেন: NIDS একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 'certificate' বিক্রয় করবেন আমাদের উপাচার্য মহোদয়- বিষয়টা বুঝি নাই/ আরও বিস্তারিত বলেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সায়েন্স জোন বলেছেন: NIDS নামক একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা বানিজ্যের ব্যবস্থা করা হয়েছে যার মালিক ভিসি এবং তার মেয়ে। NIDS এ মাত্র ১৮৫০০০টাকাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এর BBA, CSE, ET সহ মাষ্টারস এর certificate প্রদান করার ব্যবস্থা নেয়া হয়েছে।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সজিব তৌহিদ বলেছেন: মিডিয়া অনেক রহস্যময় জিনিস ভাই। বেগম রোকেয়ার অচলাবস্থার অবসান চাই, ভিসির পদত্যাগ চাই।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

সায়েন্স জোন বলেছেন: NIDS নামক একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা বানিজ্যের ব্যবস্থা করা হয়েছে যার মালিক ভিসি এবং তার মেয়ে। NIDS এ মাত্র ১৮৫০০০টাকাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এর BBA, CSE, ET সহ মাষ্টারস এর certificate প্রদান করার ব্যবস্থা নেয়া হয়েছে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

তুহিন মাজহার বলেছেন: সরকারী আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট বোধ হয় গেল!!! দুইটাই মারজ হয়ে গেলরে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

সায়েন্স জোন বলেছেন: ভিসির পদত্যাগ দাবিতে গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেন। ছবি : কালের কণ্ঠ
-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তৃতীয় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি রংপুর অফিস আবাসিক হলে সিট বরাদ্দ দেওয়া ও এনআইডিএস বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্মঘটে তাঁরা আজ মঙ্গলবারও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, আবাসিক হলে সিট বরাদ্দ দেওয়া, গ্রন্থাগার চালু করে পর্যাপ্ত বই কেনা, অ্যাম্বুলেন্স চালু করা, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ (এনআইডিএস) বন্ধ ঘোষণার দাবিতে গত শনিবার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

চেইন স্মোকার ১৩ বলেছেন: :-& :-& :-& :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.