নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Dipankar Mondal

Dr. Dipankar Mondal › বিস্তারিত পোস্টঃ

কোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করতে হবে?

০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:১৯

Constipation বা কোষ্ঠবদ্ধতার খুব সুন্দর চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। প্রায়শই আমাদের কোষ্ঠকাঠিন্যের রোগীর চিকিৎসা করতে হয়। Constipation বা কোষ্ঠবদ্ধতা এর ক্ষেত্রে কেন্ট রেপার্টরি তে Medicine in general অনেকগুলো ঔষধ আছে।

কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব যে Constipation নানা ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের কন্সটিপেশনের জন্য বিভিন্ন প্রকারের ঔষধ বিবেচনায় রাখতে হবে। নিম্নে কেন্ট রেপার্টরি অনুসারে কনস্টিপেশনের চিকিৎসা তুলে ধরলাম।

Constipation, constant desire: কোষ্ঠবদ্ধতা তবে অবিরত মালত্যাগের ইচ্ছা NUX-V, Sulph, Sil, Plb, Puls, Con
Constipation difficult school: এই রুব্রিকটির অর্থ হল রোগীর মল খুবই শক্ত থাকে এবং তার পায়খানা করতে খুবই কষ্ট হয়। এই লক্ষণের উপর যে সকল ঔষধ বিবেচনা করতে হবে তা হল ALUM, ANT-C, BRY, CAUST, GRAPH, HEP, LACH, NAT-M, NIT-AC, NUX-V, OP, RUTA, SEP, SIL, SEL, THUJ ইত্যাদি সহ আরো অনেক ঔষধ আছে কেন্ট রেপার্টরিতে। লক্ষণ সাদৃশ্য অনুযায়ী রোগীকে ঔষধ প্রয়োগ করতে হবে।

Constipation natural stool: রুব্রিকটির অর্থ হলো রোগীর মল স্বাভাবিক, খুব শক্ত বা খুব নরম কোনটিই নয়। তবুও রোগীর পায়খানা করতে খুবই কষ্ট হয়। প্রচন্ড বেগ দিতে হয় মলত্যাগ করতে। এই লক্ষণে যে ঔষধগুলো বিবেচনা করতে হবে- PSOR, SIL ইত্যাদি।

বাকী অংশ পড়ুন এখানেঃ কোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.