![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ, একটু মজা, একটু তথ্য।
১. Google মানে কি? ১ এর পর ১০০টি ‘০’।
হ্যাঁ ভাই...
10000000000,0000000000,0000000000,0000000000,0000000000,
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.
হ্যাঁ আপু, ১০০টি শূন্য!
২. আপনি কি ডানহাতি? তাহলে খাওয়ার সময় খেয়াল করুন আপনি বেশীরভাগ সময় ডান চোয়ালে খাবার চিবুচ্ছেন কিনা। বাঁহাতি হলে বাম চোয়ালে।
৩. টাইটানিক হচ্ছে ১ম জাহাজ যারা SOS সিগন্যাল ব্যবহার করেছিল।
৪. টাইটানিক জাহাজ তৈরীতে খরচ হয়েছিল ৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক সিনেমা তৈরীতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার।
৫. পেঁয়াজ ছোলার সময় চুয়িংগাম চিবুলে চোখে পানি আসে না। বিশ্বাস হলো না? মুখে চুয়িংগাম নিয়ে চোখ বড় বড় করে পেঁয়াজ ছিলতে শুরু করেন।
৬. একটু ডাক্তারি। ছোটতে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার জিব দেখতে চাইতেন। আসলে জিব যদি পিংক রং এর হয়, তাহলে তা জীবাণূমুক্ত। সাদা হলে বুঝতে হবে ব্যাকটেরিয়ার আস্তরণ আছে। আয়নায় এখনই দেখুন।
৭. আরেকটু ডাক্তারি। আপনার বাম ফুসফুস ডানের চেয়ে ছোট কারণ সে হার্ট এর জন্য জায়গা করে দিয়েছে। এত ভালবাসাবাসি!
৮. আবারও ডাক্তারি? কানে সামুদ্রিক শংখ চেপে ধরলে যে গর্জন শুনতে পাই, তা আসলে কানের দেয়ালের শিরা-উপশিরায় রক্তের ছুটে চলা স্রোতের শব্দের বর্ধিত রূপ। হার্টের আওয়াজ ওভাবে শুনতে পেলে কি হতো?
৯. বাদুড় কি আর দেখতে পান? বাদুড়েরা কোন গুহা থেকে বের হওয়ার সময় সবসময় বাম দিকে ঘুরে যায়। ওরা বাঁমাথি নাকি?
১০. আপনি কি পুরুষ মানুষ? দেখুন তো আপনার শার্টের বোতামটা ডানদিকে কিনা? আপনি মহিলা হলে দেখুন তো বোতামটা বামদিকে কিনা? এমনটা কেন হয়? জানি না। দর্জিরা জানতে পারে।
১১. মধু হজম করা সহজ কারণ মৌমাছি তো খাবারটা একবার হজম করে আপনার জন্য রেখেছে। তাই বলে মধু খাওয়া বন্ধ করবেন না।
১২. আংগুল মটকালে যে আওয়াজ শুনতে পান সেটি হলো নাইট্রোজেন গ্যাস এর বুদবুদ ফাটার শব্দ। হাড্ডুর ফাঁকে নাইট্রোজেন গ্যাস গেল কিভাবে?
১৩. বড় কাঙ্গারুরা একবারের লাফে ৩০ ফুট পার হয়। আপনি কি লংজাম্প চ্যাম্পিয়ন ছিলেন? একবার ট্রাই করে দেখেন।
১৪. আনন্দদায়ক কিছু দেখলে আমাদের চোখের পিউপিল ৪৫% বেশী বড় হয়ে পড়ে। মাঝে মাঝে এমন কিছু দেখুন। বেশী দেখলে পিউপিল আবার স্বাভাবিকতা হারিয়ে ফেলতে পারে। তাই নাকি?
১৫. বেশীরভাগ ফুটবল খেলোয়াড় একবারের খেলায় ৭ মাইল দৌড়ায়। বাস্কেটবল খেলোয়াড়রা কতটুকু দৌড়ায়? জানা আছে কি?
১৬. চোখের কর্ণিয়া: দেহের একমাত্র অংশ যে রক্ত সঞ্চালন পায় না, সে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। কখনো ভাবিইনি।
১৭. স্পেনে কোলগেট টুথপেস্টের বিজ্ঞাপনে কোম্পানিকে খুব ঝামেলা পোহাতে হয়। কারণ স্পেনে ‘কোলগেট’ এর অর্থ দাঁড়ায় ‘যাও গলায় ফাঁস দাও’। ওদেশে তাহলে বিজ্ঞাপনটা কিভাবে হয়? স্পেনের কেউ বলবেন কি?
১৮. এবার শেষমেষ একটুখানি ভাস্কর্যবিদ্যা। বিদেশে গিয়ে পার্কে যদি ঘোড়ায় চড়া মূর্তি দেখেন তাহলে কয়েকটা ধরনে দেখবেন। ঘোড়ার দুই পা যদি বাতাসে থাকে, তাহলে ঘোড় সওয়ার যুদ্ধে মারা গেছেন। এক পা বাতাসে থাকলে যুদ্ধে আহত হয়ে পরে মারা গেছেন। আর দুই পা যদি মাটিতে থাকে তাহলে ঘোড় সওয়ার এর স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিশ্বাস না হলে ইউরোপ ঘুরে আসুন।
২য় পর্বের লিংক এখানে।http://www.somewhereinblog.net/blog/selfhelp/29444055
২৬ শে মে, ২০১১ রাত ৯:৫৬
হাসিনুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। আসলে বেশ কয়েকদিন ধরে একঘেয়েমিতে কুরে কুরে খাচ্ছিল। ভাবছিলাম একটু আগের বয়সে ফিরে যায়, যখন কৌতুহলই ছিল প্রাণ। ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১১ রাত ৯:৪২
হারানোপ্রেম বলেছেন: ভালো লাগলো্ ।
অনেক কিছুই আমরা জানি না।
২৬ শে মে, ২০১১ রাত ৯:৫৯
হাসিনুল ইসলাম বলেছেন: যা কিছু সামনে পায়, যা কিছু আড়ালে থেকে যায় সব জানার আগ্রহ নিয়ে একসময় বই-পত্রকা-ম্যাগাজিন-কাগজের ঠোংগা পড়ে ফেলতাম। তবু যে কতই সামান্য অতি সামান্যই জানা হোল.....ধন্যবাদ....
৩| ২৬ শে মে, ২০১১ রাত ৯:৪৮
উণ্মাদ তন্ময় বলেছেন: ভালা জিনিস, মজা পাইলাম। পিরিয়তে
২৬ শে মে, ২০১১ রাত ১০:০১
হাসিনুল ইসলাম বলেছেন: ভালা লাগল। ভাত খেয়েই উঠলাম- খেয়াল করছিলাম কোন চোয়ালে ভাত চিবাচ্ছি........
৪| ২৬ শে মে, ২০১১ রাত ১০:০৩
হিরম্ময় কারিগর বলেছেন: শেষেরটা বিশ্বাস হয়নি, ভাবছি ইউরোপ ঘুরতে যাবো।
২৬ শে মে, ২০১১ রাত ১০:৩৭
হাসিনুল ইসলাম বলেছেন: অবশ্যই ঘুরে আসুন। ঘোড়ায় চড়া মুর্তি দেখলেই তার ইতিহাস দেখুন। দেশে আগেকার আমলের মুর্তি বলতে নাটোরের গণভবনে দেখেছিলাম, তবে তা মা-শিশুর মুর্তি, অসাধারণ।
৫| ২৬ শে মে, ২০১১ রাত ১০:২৯
ডাইনোসর বলেছেন: খুবই মজার। প্রিয়তে নিলাম। এক্ষুনি ফেসবুকে শেয়ার করে আসি।
২৬ শে মে, ২০১১ রাত ১০:৪০
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভালা লাগাটি এভাবে জানানোর জন্য। আসলে নিজের মাথায় একটু ধার দেয়ার রাস্তা খুঁজছিলাম, মনে একটু কৈশরের তরতাজা ভাব আনতেই এমন কিছু সংগ্রহের চেষ্টা করলাম।
৬| ২৬ শে মে, ২০১১ রাত ১০:৫০
সরল জীবন বলেছেন: ১০. আপনি কি পুরুষ মানুষ? দেখুন তো আপনার শার্টের বোতামটা ডানদিকে কিনা? আপনি মহিলা হলে দেখুন তো বোতামটা বামদিকে কিনা? এমনটা কেন হয়? জানি না। দর্জিরা জানতে পারে।
মধ্যযুগে অভিজাত মহিলাদের পোষাক মুলত চাকরানীরা ঠিক করে দিত, তাই বোতামগুলি ডান দিকে না দিয়ে বাম দিকে দেওয়া হত।
২৭ শে মে, ২০১১ দুপুর ২:১৮
হাসিনুল ইসলাম বলেছেন: একমত কারণ ইতিহাস তেমনই বলছে। বিশেষত কর্সেট নামক কোমর খুব আঁটোসাটো করে ধরা পোষাক পরার সময় অন্যের সাহায্য নিতেই হতো বোতাম আটকাতে ও ফিতা বাঁধতে। অভিজাত মহিলাদের অবশ্যই একাধিক চাকরানী থাকত। বোতাম প্রচলন হলে তা ছিল বেশ ব্যয়সাধ্য এবং তাই অভিজাতেরাই তা ব্যবহার করত। অনেক ধন্যবাদ ব্যাখ্যাটির জন্য।
এছাড়া The History of Women's Fashion Since The Middle Ages- by Giselle La Mode এ নাকি ৩টি কারণ উল্লেখ করা হয়েছে। ১ম কারণ: আপনি যেটি বলেছেন; ২য় কারণ: সহব্লগার বাতিল প্রতিভা যেটি বলেছেন নীচে এবং ৩য় কারণ: ফ্যাশন- অভিজাত মেয়েরা বিভিন্ন পার্টিতে পুরুষের বামে থাকতেন এবং দু’জনের কেউ যেন অন্যের পোষাকের ভেতরে চোখ দিতে না পারেন এজন্য বোতামটা এমন উল্টো রীতিতে আটকানো হতো। আরেকটি কারণও বলা হয়: মহিলাদের বোতামের প্রয়োজন হতো পেছন দিকে। তাই সেটি আরেকজন আটকে দিত। তাই তার সুবিধার জন্য তার জন্য ডানদিকে অর্থাত পোষাক পরিধানকারী মহিলার জন্য বামদিকে হতো। সেটাই থেকে গেছে।
৭| ২৬ শে মে, ২০১১ রাত ১০:৫০
ব্লগার ইমরান বলেছেন: প্রিয়তে। +++++++++
ধন্যবাদ।
২৭ শে মে, ২০১১ দুপুর ২:১৮
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
৮| ২৬ শে মে, ২০১১ রাত ১১:১৫
আমি মিথ্ বলেছেন: খুবই মজার।
২৭ শে মে, ২০১১ দুপুর ২:১৯
হাসিনুল ইসলাম বলেছেন: একটু মজা পেলে সুখ-হরমোন নিশ্চয় নিসৃত হয়েছে। ভাল লাগল।
৯| ২৭ শে মে, ২০১১ রাত ১২:২৭
বাতিল প্রতিভা বলেছেন: ১০। আপনি কি পুরুষ মানুষ? দেখুন তো আপনার শার্টের বোতামটা ডানদিকে কিনা? আপনি মহিলা হলে দেখুন তো বোতামটা বামদিকে কিনা? এমনটা কেন হয়? জানি না। দর্জিরা জানতে পারে।
ভাই জান দেখেন তো এই যুক্তিটা কাজে লাগে নাকি ?
আগে যুদ্ধক্ষেত্রে পুরুষদের ডান হাত দিয়ে তলোয়ার বের করতে হত । আর মায়েরা ডান হাত দিয়ে বাচ্চাকে ধরলে বাম পাশে বোতাম না থাকলে তো সমস্যাই ।
২৭ শে মে, ২০১১ দুপুর ২:২৩
হাসিনুল ইসলাম বলেছেন: একমত কারণ অনেকেই ইতিহাস থেকে এমন যুক্তিই দিয়ে থাকেন। আগে যুদ্ধক্ষেত্রে পুরুষদের ডান হাত দিয়ে তলোয়ার বের করতে হত- আর তাই এই যুক্তিও যুক্তিযুক্ত মনে করা হয়। বোতাম প্রচলন হলে তা ছিল বেশ ব্যয়সাধ্য এবং তাই সামরিক বিভাগেই সরকারী খরচে এর ব্যবস্থা হতো আর এর বাইরে কেবল অভিজাতেরা ব্যবহার করত। সামরিক পোষাক একসংগে অনেক তৈরী হতো। বেশীরভাগ সৈন্য ডানহাতি হওয়ায় বোতাম ডানদিকে রাখা হতো যেন ডান হাত দিয়ে বাম কোমরে থাকা তলোয়ার বের করার সময় হাতলটি যেন শার্টের দু’অংশের মাঝে আটকে না যায়। আরো কিছু যুক্তির জন্য উপরে ৬নং এ সহব্লগার সরল জীবনের মন্তব্যের জবাব দেখতে পারেন।
১০| ২৭ শে মে, ২০১১ রাত ৩:৩৭
কামরুল হাসান শািহ বলেছেন: প্রিয়তে নিলাম
২৭ শে মে, ২০১১ দুপুর ২:২৭
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সংগীতপ্রেমিক আপনাকে।
১১| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:২৩
শায়েরী বলেছেন: Sotty mozar tottho
২৭ শে মে, ২০১১ দুপুর ২:৩২
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল লাগল জেনে।
১২| ২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
১৮ টা পিলাস দিলাম
খুব ভালো লেগেছে
২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
হাসিনুল ইসলাম বলেছেন: ১৮ গুগোল ... ভাল লাগাটি এমনভাবে জানানোয়...
১৩| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৫
বেলায়েত মাছুম বলেছেন: মজা ও জানা একসাথে।
চমৎকার!
২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩১
হাসিনুল ইসলাম বলেছেন: জানার তো শেষ নাই। মাঝে একটু যদি মজা পাওয়া যায়।
ধন্যবাদ।
১৪| ৩০ শে মে, ২০১১ রাত ১১:৪৩
অতি সাধারন বলেছেন: বাহ্, মজা পেলাম
৩১ শে মে, ২০১১ সকাল ৯:২১
হাসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ... ভাল লাগল।
১৫| ০৯ ই জুন, ২০১১ সকাল ১০:১৯
hafiz01717 বলেছেন: সুন্দর কিছু তথ্যের জন্য ধন্যবাদ।
১০ ই জুন, ২০১১ রাত ১২:৫৮
হাসিনুল ইসলাম বলেছেন: ভাল লাগল যে তথ্যগুলো আপনার কাছে সুন্দর মনে হয়েছে। ধন্যবাদ।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৮
বিষন্ন একা বলেছেন: +++
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৮
হাসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৭
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: সুন্দর তথ্যের জন্য ধন্যবা। সোকেজে সরাসরি+++++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০০
হাসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ... অনেক ভাল লাগল।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৫
শিপু ভাই বলেছেন: মজা ও জানা একসাথে।
চমৎকার! +++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৫
হাসিনুল ইসলাম বলেছেন: শুনে অনেক ভাল লাগল। ধন্যবাদ।
১৯| ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৮
মাকিন বলেছেন: R o chi :-D
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:১৯
হাসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য
২য় পর্বের লিংক এখানে
২০| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: +++
০২ রা অক্টোবর, ২০১১ রাত ১১:২০
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ...অনেক... ধন্যবাদ...।
২১| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১১:২২
ঘুমন্ত আমি বলেছেন: প্লাস।ভালো লাগলো ।
০২ রা অক্টোবর, ২০১১ রাত ১১:৪০
হাসিনুল ইসলাম বলেছেন: আপনাকে
অনেক ...অনেক... ধন্যবাদ...।
২২| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১৫
Observer বলেছেন:
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৭
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য!
২৩| ২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৬
ইশাতের দুনিয়া বলেছেন:
প্রিয়তে রাখলাম
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৯
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেরী হল বেশ।
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২
জীবন যেমন ১২ বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫১
হাসিনুল ইসলাম বলেছেন:
২৫| ১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:০৪
yeahiabhuiyan বলেছেন: 2-a not true fro me
amar ta ulta ami bame chabai ken
((
২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
হাসিনুল ইসলাম বলেছেন: আপনি অবশ্যই গড়পড়তা মানুষের চেয়ে আলাদা, হয়ত আরো কিছুতে আপনি আলাদা,
হয়ত অসাধারণ এক মানব আপনি।
আপনার জীবনটাও হোক তেমন, অবশ্যই ইতিবাচকতায় পরিপূর্ণ এক অসাধারণ জীবন।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১১ রাত ৯:২৬
সমীর কুমার ঘোষ বলেছেন: প্রিয়তে নিলাম....+++++++++++++++
ভালো লাগলো জেনে.....ধন্যবাদ।