নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সম্প্রতি যে মুভিটি দেখা হলো-RED RIDING HOOD

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১



ছবি-নেট

ভ্যালরি(Amanda Seyfried) তার বাবা মা আর একমাত্র বোন লুসিকে নিয়ে ব্ল্যাক ফরেস্টের প্রান্তের এক গ্রামে বাস করেন।তার গভীর ভালোবাসা বাল্যবন্ধু পিটার(Shiloh Fernande।কিন্তু বাবা-মা তার বিয়ে ঠিক করে হেনরির(Max Irons) সঙ্গে।যার সাথে লুচির বিয়ে হওয়ার কথা ছিল।বড় বোন লুচি পূর্ণ চন্দ্রিমায় ওয়ার ওলফের আক্রমনে মারা যায়।যে রাত্রে সবাই ঘরে দ্বাররুদ্ধ অবস্থায় থাকে।এটা আসলে একধরনের আত্ন হত্যা।ভ্যালরি পালিয়ে যেতে চায় পিটারের সঙ্গে যেখানে ওয়ার ওলফের আক্রমন নাই।বিভীষিকা নাই এমন জায়গায।

ভ্যালরির মা তাকে বোঝায়।বিযের পরপরই ভ্যালরির বাবাকে সে ভালবাসত না।তার ভালোবাসাছিল অন্য কেউ।পরে ভ্যালরির বাবাকেই ভালোবাসে।আর লুসি আসলে হেনরির হাফসিস্টার যেহেতু সে ভ্যালরির মা এবং হেনরি বাবার ভালোবাসার ফসল।তাই লুচি আর হেনরির বিয়ে বৈধ হতো না।ভরা পূর্ণিমায় গ্রাম বাসি পশু উৎসর্গ করতো।লুচিকে হত্যার পর তারা যোদ্ধানেকড়ে হত্যার পরিকল্পনা নেয়।



এদিক দিয়ে ডা্ইনী আর ওয়ারওলফ হত্যার এক্সপার্ট ফাদার সলোমনকে(Gary Oldman) তলব করে ।ইতিমধ্যে তার একটা নেকড়ে হত্যা করে।সলোমন আসার পর তাকে গর্বভরে জানায় তারা ওয়ারওলফ হত্যা করেছে।নেকড়ের মাথা দেখে বলে এটা ওয়ার ওলফ নয় সাধারণ নেকড়ে। ওয়ার ওলফ মানুষের রূপ ধরে থাকে আর ভরাপূর্ণিমায় নেকড়ের রূপ ধারণ করে হত্যাযজ্ঞ চালায়।স্বাভাবিক ভরা পূর্ণিমায নেকড়ের আক্রমনে মানুষের মৃত্য হয় কিন্তু এখন চলছে ব্লাড মুন।প্রতি ১৩ বছরে একবার ব্লাড মুনের আভির্বাব।এই সময়ে কামড়ে দিলে ওয়ার ওলফ হয়ে যাবে।প্রতি ব্লাড মুনে ওয়ার ওলফ জন্মায়।



এর মধ্যে ওয়ার ওলফের আগমন এবং ভালোরির সাথে কথোপকথন।ভ্যালোরিকে নিযে গ্রাম ছেড়ে চলে যাবার আকুতি।আর তাই ভ্যালরিকে ডাইনি সন্দেহ আটকিয়ে রাখা।হেনরির বাবার মৃত্যু।পিটার কেই সন্দেহ করে ভ্যালোরি ওয়ার ওল্ফ হিসেবে।এদিকে হেনরী ভ্যালোরির দাদীমাকে সন্দেহ করে ওয়ার ওল্ফ হিসেবে।যেহেতু তার শরীর থেকেই পরিচিত ঘ্রান পেয়েছে যেটি সে পেয়েছিল তার বাবাকে হত্যার সময় ওয়ার ওলফের শরীর থেকে।পারস্পরিক সন্দেহের আবর্তে ওয়ারওল্ফ কে?এভাবেই এগিয়ে চলে ডার্ক ফরেস্টের প্রান্তে অবস্থিত গ্রামের লোমহর্ষক কাহিনী,।বরাফাবৃত পাহাড়ী উপত্যকা,গহীণ অরণ্য,জলপ্রপাত এর মধ্যেই ওয়ার ওলফ বধের শ্বাসরুদ্ধকর সাসপেনশন।স্পেশাল এফেক্ট চমৎকার লোকেশন,রোমাঞ্চে ভরপুর গভীর প্রেম সব মিলিয়ে অনবদ্য হরর ছবি।ভ্যালরির বাবাই কি ওয়ারওলফ?নাকি ভ্যালরি,হেনরি,পিটার?



ওয়ার ওলফ নিযে যতগুলো ছবি আমি দেখেছি এর মধ্যে RED RIDING HOOD ব্যতিক্রমি ভালো লাগার পরিণত কাহিনির।টান টান উত্তেজনায় ঠাসা আর ব্যতিক্রমী উপস্থাপনা ।রাত বারোটার পর একাকি লাইট বন্ধ করে দারুণ উপভোগ করার মতন ছবি !

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: হরর ছবির দেখার মুডই আলাদা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রাত্রের বেলা এই ছবি দেখে ভয়ই লাগছিল..পুরা বাসায় আমি একা.....তখন বাজে রাত ১টা

শুভকামনা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: হরর সাধারনত দেখিনা,কিন্তু এটা সময় পেলে দেখব।+

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্যান সাহেব মজা পাবেন। জটিল ছবি।

শুভকামনা থাকলো।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন:
চমৎকার ভৌতিক প্রেমময় মুভি ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: জটিল ছবি। আমার ভালো লেগেছে।

শুভকামনা থাকলো..ঘুড্ডির পাইলট।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

রকি১৩ বলেছেন: ভ্যালরির বাবাই ওয়্যারউলফ ।ছবিটা চমত্‍কার ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: amar valo legechhey

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: হরর ছবি ভালো পাই। লাইট অফ করে একা একা হরর দেখার মজাই আলাদা। :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ami daroon voy peyechhilam..baparta holo aka bashai ai muhurtey jodi zin pori ashey hazir hoy!!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিটা দেখা হয় নাই , তবে দেখতে হবে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: dekhley daroon moja paben

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

সাইলেন্সার ৭১ বলেছেন: সাথে ডাউনলোড লিঙ্ক দিলে দেখতে পারতাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: দুৎখিত দিতে পারলাম না।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

কালোপরী বলেছেন: ধুর কাহিনী সবটাই বলে দিসেন :P :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: kahini purota boli ni..ar chhobi atu sundor na dekhley bujha jabe na

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

প্রিন্স হেক্টর বলেছেন: দেখতে হবে :) +

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই দারুণ মজা পাবেন।
বাজি

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: রিভিউ সুন্দর হৈছে। আমার কাছে ছবিটা ভালই লেগেছে। শেষ পর্যন্ত একটা টানটান উত্তেজনা থাকে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কবি আমার কাচে ছবিটা অসাধারণ লেগেছে,,বাসা সবাই ছিলো চাচার বড়িতে ইন্দিরা রোড..আপার চিকিৎসা উদ্দেশ্যে আমি চিলাম একেবারে একা রাত ১টয় ছবি দেখা শুরু করলাম..মস কি ফিলিংস..আমার আশঙ্কা হচিছল বাইরে তেকে জ্বিন এটাক করে কিণা?দারুণ মজা পেয়েছি।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

ব্ল্যাকমেটাল বলেছেন: কাহিনীতে টূইস্ট ছিল। কিন্তু শেষদিকে কেন জানি জম্ল না। ম্যান্ডি সিফ্রিডের ড্যাব ড্যাব করে তাকানো দেখে ভাবসিলাম সেই ওয়ার‍্যলফ। হে হে। হরর মুভির মধ্যে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত "চেরনোবিল ডায়রিজ" দেখেন। সেরকম ভয়ের। যদিও রেটীং ভাল না। অনেকদিন এরকম ভয়ের মুভি দেখি নাই।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই সবাই কিঞ্চিৎ বিস্মিত হবেন...আসল ওয়ার ওলফ চিনার পরে...ওটাইতো মজা ......এটা কিন্তু যথেস্ট ডিসেন্ট মুভি,,,,,তা্ই দেখার মতো...শুধু হাউ মাউ খাও মানুষে গন্ধ পাও এইরকম না....কার্নিভাল মুভির মত এত নৃশংস না।উপভোগ করার মতন ১৮+ সবাই..একযুগে।
চেরনোবিল ডায়রিজ" মাথায় রাখলাম সময় করে দেখবো।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

রাতজাগাপাখি বলেছেন: হরর মুভি দেখিনা, ignorance is happiness, এই ব্রত নিয়ে আছি। এমনিতে ভয় পাইনা কিছু, কিন্তু মনে হয় এগুলো দেখলে ভয় পাওয়া শুরু করব, তাই দেখা হয় না। যাহোক, এক সময় আমার সুন্দর একটা কাল ওভার কোট ছিল, আমার এক সিঙ্গাপোরীয়ান বান্ধুবীর আমাকে সেটা পরা দেখলেই নাকি এই মুভিটার কথা মনে পড়ত। আর আপনার অসাধারন লেখনি পড়ে মুভিটা দেখার আগ্রহ সৃষ্টি হচ্ছে। লেখা অনেক ভাল লাগল। ভালো থাকবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: রাতজাগা পাখিদের জন্য ছবি টা খুব মজার এবং উপভোগ্য।
ধন্যবাদ শুভকামনা।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

প্রিয়তমেষূ বলেছেন: হরর মুভি দেখার ট্রাই করবো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধু হরর নয়...সামাজিক...রোমান্টিক..সাসপেনশন।
দেখলে মজা পাবেন না দেখলে পস্তাবেন।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: আমার কাছে এতো একটা ভাল লাগে নাই :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.