নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মায়াবতি-চ্যাপ্টার-২

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২



সেদিন ২৫শে বৈশাখ।ছায়ানটে কবিগুরুর জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সঙ্গীতের আয়োজন করা হয়েছে।তখন আমার অফিস ঝিগাতলায়।অফিস শেষে রিকশায় ছায়ানটে গিয়ে বুঝলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে।কবিগুরুর গান অসাধারণ।রোমান্টিক গান গুলো মনে অপার আনন্দ দেয়।তার শেষের কবিতা পড়তে পড়তে একসময় অমিত হয়ে যেতাম কল্পনায় মননে।তখন অন্তরে লাবণ্যর অভাব অনুভব করতে শুরু করি।কবিগুরুর অমর সৃষ্টি লাবণ্য তখন শয়নে স্বপনে আধোজাগরণে।সেই কবিগুরুর স্মরণে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই মায়াবতীর সঙ্গে আমার প্রথম দেখা ।কবিগুরুর জন্মদিনে আমার আর তার প্রথম সাক্ষাৎ।এযেন কবি গুরুর দান।মাযাবতী নীল রঙের শাড়িতে নীল পরীটি সেজে রিকশা থেকে নামলো।তার কাছে খুচরা টাকা নেই।রিকশাওয়ালাও বড় নোট ভাঙ্গিয়ে দিতে পারবে না।কেউ খুচরা দিচ্ছে না।সবাই হয়তো উৎসাহ নিয়ে মায়াবতীর বিড়ম্বণা উপভোগ করছে।আমার কাছেও খুচরা নাই।তবে রিকশাভাড়ার বিশ টাকা আছে। তাই দিয়ে মায়াবতিকে আপদমুক্ত করলাম।



তার আগমন হেতু জেনে পুলকিত হলাম।তিনিও রবীন্দ্রসঙ্গিত ভক্ত।আমার করা ক্ষুদ্র উপকারের বিনিময়ে তার পাশে বসে অনুষ্ঠান দেখার অমূল্য সুযোগ পেলাম।পাপিয়া সারোয়ার গাচ্ছিলেন‍

"সেদিন দুজনে দুলেছিনো বনে ফুলডোরে বাধা ঝুলনা.......।"

গান টা মায়াবতীর উপস্থিতিতে স্বর্গীয় আবেশ তৈরী করে। কবি গুরুর গানটি কিন্তু রোমান্টিক ট্রাজেডি। গানের শুরুটা রুমাঞ্চ দিয়ে।

"সেদিন আকাশে ছিলো তুমি জানো আমার মনেরও প্রলাপ জড়ানো .....পূর্ণিমা রাতে চাঁদ ওঠেছিলো গগণে দেখা হয়েছিলো তোমাতে আমাতে কিজানি কি মহালগনে"



অসাধারণ লিরিকস। কিন্তু ‌‍"এখন আমার বেলা নাহি আর বহিব একাকি বিরহের ভার" দিয়ে নিপুন দক্ষতায় বিরহ ঢুকিয়ে দিয়েছেন।একাকিত্বের যন্ত্রণা দিয়েছেন।তবে যে দিনটিতে মায়াবতীর সঙ্গে আমার দেখা সেটাকে আমি মহালগনই বলবো। আর মায়াবতীর বর্ননা দিলে কবি গুরুর গানের কথায় বলতে হবে আমার ও পরাণ যাহা চায় তুমি তাই তাইগো তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো ।গুরুদেব হয়তো মায়াবতি কে দেখেই ঐ্ গান খানি লিখেছিলেন!অনেক আনন্দমাখা সময় দ্রুতই ফুরিয়ে যায়।দেখতে দেখতে বেলা শেষ হলো বিদায়ের মুহূর্ত হাজির। মায়াবতির উপস্থিতি শিশির বিন্দুর মতোই ক্ষণস্থায়ি।তার গায়ের কাঠালচাপা ঘ্রাণ,নিষ্পাপ চেহারা আর কোকিলকন্ঠি সুর আমার হৃদয়ে স্থায়ী আসন নিল।বিদায় মুহূর্তে আমার এক খানি ভিজিটিং কার্ড তার কাছে দিলাম।মায়াবতি একটু সম্মতিসূচক অনুমতি পেলে আমি তাকে বাসায় পৌছে দিতাম।সে সুযোগটিও হলো না।ওকে বিদায় দিতে খারাপ লাগছিলো। কারণ রাজধানীর বুকে লক্ষ মানুষ আর শত ব্যস্ততার ভিড়ে তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ আর নাই বললেই চলে।



তার কাছে যে কনটাক্ট নাম্বার চাইবো সেটাও তিনি কিভাবে নেন তাই আর সাহস

করলাম না। ব্যাপারটা অনধিকার চর্চার মতো মনে হলো। মায়াবতি অনুষ্ঠান চলাকালে আমার দিকে বেশ কয়েকবার খেয়াল করেছে সেটি কিন্তু আমার দৃষ্টি এড়ায় নাই ।তবু ধরে নিতে হয় এ দেখাই শেষ দেখা। রিকশাভাড়ার টাকাটা কিভাবে দিবে বলাতে সেই সুযোগে নিজের ভিজিটিং কার্ডখানি তাকে দেওয়ার সুযোগ পাই। যদিও তা দিতে পেরে আমি ধন্যই হয়েছি ।



বার বার মনে আসছিলো শেষে কবিতার শেষ চরণ



'তোমায় যা দিয়েছিনো সে তোমরই দান

গ্রহণ করেছে যত ঋণি করেছ তত আমায়

হে বন্ধু বিদায়।' চলবে

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল লাগা রইলো, মায়াবতী-উপাখ্যান চলুক ...

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রাতজাগাপাখি বলেছেন: mayaboti ke niye 3 ta lekhai ek nisshashe porlam... sundor... 2nd bhalo laga roilo.

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: রাতজাগা পাখি আমার একটু পাগলাটে স্বভাব আছে যাদেরকে খুব শ্রদ্ধা করি কাছের মনে করি তাদের সঙ্গে পাগলাটে ধরণের কথা বলি ।কেউ কিন্তু আমাকে অপছন্দ করে না।যারা আমাকে বুঝতে পারে।


শুভকামনা । ভালো থাকবেন সবসময়।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

লোনলিফাইটার বলেছেন: +++ :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ । শুভকামনা থাকলো।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাল লাগল ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা্

মহান ব্লগার লিনকিন পার্ক
ভালো থাকবেন সবসময়।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি এখনো ধরতে পারছিনা সত্যি ঘটনা অবলম্বনে নাকি কল্পনা ।
নীল শারি পরা মায়াবতীকে যেন আমি দেখতে পাচ্ছিলাম ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি যখন মায়বতি লিখি তখন কিন্ত নিজেকে তার সত্যিকারের প্রেমিক ভাবি এবং লিখি।


ঘটনা সত্য না মিখ্যা পরে বলব। :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আগের একটা শিরোনামে মনে হয় ভুল আছে সেখানে শেষ পর্ব লেখা আছে মনে হয় একটু দেখবেন কি ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই শেষ ধরে নিতে পারেন।গল্প বা বই পড়ার আমার ফর্মূলা এই রকম কেন যেন শেষ অংশটা আগে পড়ে ফেলি আমি।তাই্ আগেই পাঠকদের শেষের ইঙ্গিতটা দিয়ে দিলাম।এখন লিখে সেইরকম একটি শেষ টানবো।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

লাবনী আক্তার বলেছেন: আমার খুবই প্রিয় এই কয়েকটা লাইন

ওগো তুমি নিরূপম
হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়েছিনু
সে তোমারি দান ।
গ্রহণ করেছ যত
ঋণী তত করেছ আমায়
হে বন্ধু বিদায়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরুর ভক্ত যারা তারা কিন্তু সত্যিটা বের করে ফেলবে।ওটাও একটা ট্রিক্স।পরে ব্যাখ্যা করবো।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগল....... !:#P

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: ভাইয়া ভিজিটিং কার্ড তো দান করেছো তাতেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।:P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: দোয়া করবেন।
কাজ হলেই হলো। :)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেন, ছুটি কেন? :(

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমারে লওয়াও ছুটি অনন্ত এ ছুটাছুটি হতে।

কর্মবিরতি।সসামান্য সময়ের।মাত্র ২ মাস।লম্বা জীবনের তুলনায় তা নগণ্য।অতীব নগণ্য।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নো , চলবে বলে ছুটির দরখাস্ত মেনে নেয়া হবেনা ।




( আপনার অনেক লিখা আমার পড়ার বাকি, সবগুলোই পড়বো )

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কি যে বলেন।কোন এক ২৫ শে আমার জন্ম।তাই মনে হয় মাসের ২৫ তারিখ আমার জন্য বিশেষ কিছু ।কি বলেন হস্তরেখাবিশারদ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: চলুক পথ চলা,

পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থি
আমরা দুজন চলতি হাওয়ার পন্থি ।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: গল্প পাঠে ধন্যবাদ।
শুভকামনা থাকলো।

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শিপু ভাই বলেছেন:
বিয়ে করার পর থেকে এধরনের গল্প পড়লে বুকের ভিতর কেমন যেন হাহাকার লাগে!!!

সিরিজটা পরপর লিখা উচিত ছিল। আপনার লিখা সাবলিল ও কাব্যময়।
+++++++++++

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই কি যে বলেন ...টুকটাক লিখি...তবে মনে হয় বিয়ে না যদি না করি মখা সরি মহা উপন্নাসিক হয়ে যাব।


নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.