নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যে চাওয়া যৌক্তিক
তা কেন মৃত্যু ডেকে আনে?
যে চাওয়া সময়ের দাবী
তা কেন দুঃখ দানে ?
আমরা কি রাজনীতির খপ্পরে
ঘৃণ্য চক্রের আবর্তে ঘুরপাক খাচ্ছি
মরিচিকার মতন আলেয়ার পেছন ছুটছি
নাকি কারো ইচ্ছার পুতুল হয়ে চলছি।
মদের নেশায় বুদ হয়ে
বিবেকের মাথা খেয়ে
নিঠুর খেলা খেলছি;
নাকি সত্যি কথাই বলছি?
মারছি মানুষ মারছি
নিজেরাও মরছি
ধরি মাছ না ছুই পানির ঘৃণ্য খেলার
নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলার
কাঁটা হয়ে চলছি।
সরষেতেই কি ভুত
মানুষ মারার মন্ত্র নিয়ে
চোরাবালি গড়ছি;
বিভেদরেখা সৃজন করে
মারছি মানুষ
নিজেরাও মরছি।
--------------------------------------------------
উৎসর্গ: রাজীব সহ ২৮/১/১৩ তে নিহত ৬৩ জন বাংলাদেশী
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: thanks
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধ হোক মৃত্যুর মিছিল
নহে ঘৃণ্য অপতৎপরতা
দাঙ্গা গৃহযুদ্ধের নামান্তর
রক্তাক্ত কেন ? বাংলা আর স্বাধীনতা