নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসা চাইতাম না আমি
চাইতাম না তোমারে সই
অমাবস্যার আণ্ধারে আমি
একেলা কেমোনে রই?
পূর্নিমার ঐ চাঁদটা যখন
রূপালী আলো বিকিরনে
মনটা আমার কেমন করে
বিশাল শূন্যতায় তুমি বিহনে।
চৈত্রদিনের বিষন্ন বেলায়
তোমার স্মৃতি ঢেউ খেলে যায়
তোমার ঠোটের আলতো ছোয়াঁয়
স্বর্গসুখের ভাল লাগায় ;
প্রণয়দোলায় দোল খেলে যায়।
শীতের রাতে সাঁঝ প্রভাতে
তুমি তুমি তুমিই তাতে;
বর্ষাদিনের কদম ফুলে
সবভুলে যাই অবহেলে!
তোমায় পেলে ।
বসন্তেরই ফুলের মেলায়
রঙের বর্ষা নামলে ধরায়;
তুমি যদি না থাক তাতে
দিনের আলোয় আন্ধার রাইতে
জীবন কাটে ঘোর হতাশায়!
ভালোবাসা চাইতাম না আমি
চাইতাম না তোমারে সই
অমাবস্যার আণ্ধারে আমি
একেলা কেমোনে রই?
---------------------------------------------------
(উৎসর্গ রাধারমন (এ মাস্টারপিস)...এন্ড শাহ আব্দুল করিম এখন প্রত্যন্ত এলাকায়ও এফ এম রেডিও ......বাংলেশ কথার ছড়াছড়ি আমিও আধা ফকো কবেতে লিখেছি যেহুতু পল্লী ভাষা আমার পুরো দখলে নাই)
কই ফল বিড়ম্বনা
বাঙলা ভাষা সম্পূর্ণ সুস্থ ভাবে রওনা দেয় উত্তর বঙ্গ তথা মফিজ এলাকা থেকে।গাড়ীর ছাদে ওঠে সোজা ঢাকায় ।ঢাকাইয়া কোট্টিদের অত্যাচারে অসুস্থ হয়ে ভর্তি হয় কুমিল্লা হাসপাতালে ভালো চিকিৎসা না পাওয়ায় হেনি(ফেনি) হাসপাতালে কিন্তু আরো অসুস্থ হয়ে মারা যায় চিটাগাঙে এসে পরে তারে পুরাই কবর দেয়া হয় সিলেটের মাটিতে।
এখন আমার বাস হাকালুকি হাওড়ে বাংলাভাষার কবর এলাকায় কিতা কয় বউকা ,মাতুগগা,জাইতানিরে বাও, রিক্সাওয়ালারে ও ড্রাইভার ওবাও। আমরা বলি সাপ তারা বুঝে বাপ।বলি কাছে আসতে তারা দূরে চলে যায়।বলি কাজ করতে তারা হাত গুটায়।
অফিসের শির্ষস্থানীয় কর্তাব্যাক্তিরা আসলেন পরিদর্শনে ।কারন বিরাট পিটের মজুদ আবিষ্কার হয়েছে। এই কর্তা ব্যাক্তিরাই ১৯৮৩ তে ব্যর্থ হয়েছিলেন।নবীনের জয় হয়েছে । পিটের মজুদ আবিষ্কার উপলক্ষে বিশাল আয়োজন।ব্যাপক পার্টি আর রান্নার আয়োজন।সবচেয়ে নাম করা বাবুর্চি আনা হলো তিনি বিশাল রান্নার আয়োজন করলেন।একটা জিনিস আনা হয় নাই কই ফল।সেটা ছাড়া রান্না হবে না। আমরা গেলাম কিনতে। বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীতে এইরকম ফলের নাম শুনি নাই্ ।গরম মসলার স্টলে জিজ্ঞাসা করলাম তারা জানালো নাই।কোন টাতেই নাই ।কোথাও নাই!ভাবলাম এটা না হলেও চলবে।বাবুর্চি ঠিকই জিজ্ঞাসা করল।কই ফল কই?পরে আমরাও দৃঢ়তার সঙ্গে জবাব দিলাম সারা জুরী বাজার ,কুলাউড়ায় কই ফল নাই।বুড়া অবাক নয়নে তাকায় ।তার তাকানোতে রাজ্যের বিস্ময়!আমরা মনে মনে মরে যাই নিজের অযোগ্যতায়।বাবুর্চি বলেন পাপিতা।পাপিতা ফল লাগবো ছার।আমরা আত্ন সমর্পন করি।বলি যত দাম লাগবে দিব আপনি সংগ্রহ করেন।পরে বাংলোর কেয়ার টেকারকে বলামাত্র কই ফল নিয়ে আসলেন।নিজেকে আরও তুচ্ছ মনে হল।এত গুলো মানুষ আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলার করি গবেষনা ।সবাই ব্যর্থ হলাম।বাবুর্চি ডাকে কই ফল দেখার জন্য। ক্যামেরা নিয়ে হাজির কই ফল দেখবো আর তা ক্যামেরা বন্দি করবো !সে একটা ১০০ গ্রাম ওজনের কাঁচা পেপে দেখিযে বলল এটাই কই ফল,পাপিতা ফল।জুড়ীতে পেঁপে হয়েছে কই ফল ।বাংলা ভাষা মরে কবরে ঢুকেছে এই খানে।কবরের নিচের ভাষা কি বিড়ম্বনাই না ফেলল।কই ফল দিবে গোশত সিদ্ধ হওয়ার জন্য।বাবুর্চি ছিলো বুড়া।পরে তার এই অতি সিদ্ধ আর নরম প্রিতী আমাদের সকল প্রচেষ্টা বিড়ম্বনায় ফেলে দেয়। কপালের ফের কি আর করা আমরা সবাই খাইলাম ধরা। সেটা কি আর যায় শেয়ার করা?
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত..কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: অয়, কই ফল।
লেখা ভালা পাইছি।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: balika koi fol ato sosta jinish..jemon velki dekhailo jiboneu vulbo na
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: বাপরে!!
তোমার তো অনেক অভিজ্ঞতা হচ্ছে ভাইয়া।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ha shey daroon oviggota.....
mojadar oviggota
amar bloggey sushagotom suprio shaima apu
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: এত গুলো মানুষ আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলার করি গবেষনা ।সবাই ব্যর্থ হলাম।বাবুর্চি ডাকে কই ফল দেখার জন্য। ক্যামেরা নিয়ে হাজির কই ফল দেখবো আর তা ক্যামেরা বন্দি করবো !সে একটা ১০০ গ্রাম ওজনের কাঁচা পেপে দেখিযে বলল এটাই কই ফল,পাপিতা ফল.....
হাহাহা .......ভাইয়া চরম হইসে......
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: amar blogey
rohosyomoyeer agomon suvechchha shagotom
শুভকামনা থাকলো রহস্যময়ী কন্যা।
ভালো থাকবেন সবসময়।
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে ভালোলাগা।।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: apnakey sushagotom ....
শুভকমনা থাকলো নিরন্তর।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
অনীনদিতা বলেছেন: কোবতে ভালো হইছে
++++
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: onindita rommyo valo hoi nai........kobita kichhuta bangcholik vashai hoyechhey.....akho oita choley fm radio jodi chalatey parey taholey ami parbo na keno.....hawrey thekey ami kintu akhon pollikobi howar pothey digital pollikobi
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
মাক্স বলেছেন: ৫ম প্লাস!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: great max apni ke radharomoner শুনেছেন? প্রেমের বিরহগাথা সে কিন্তু শাহ আব্দুল করিমের মতই প্রসিদ্ধ। সিলেটে ফেমাস।হাসন রাজা, শাহ আব্দুল
করিম আর রাধারমন।ত্রিরত্ন বলা চলে।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭
তন্দ্রা বিলাস বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা ।ভালো থাকবেন সবসময়।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি।
মান ছাড় কিশোরী।
যাও যাও রসরাজ, এইখানে নাহি কাজ
যাওগি তোমার চন্দ্রাবলীর বাড়ি।
চন্দ্রাবলীর বাসরেতে সারারাত পোহাইলার রঙ্গে
এখন বুঝি আইছ আমার মন রাখিবারে।
ভাবিয়া রাধারমণ বলে দয়ানি করিবে মোরে
কেওড় খোলো রাধিকা সুন্দরী
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: kandary apney ganer vandar.......radhey romon hasan rajar prai shomoshamoik hobey...hasan rajar baritey gelam seikhaney radharomoner koyekta choron dekhlam shey rajar dorshon prarthi.......ami nostaljik hoyey jai...তাদের কথা ভেবে...হাসন রাজা কোরা পাখি শিকার করতেন...সেগুলো পোষতেন একেকটা কোরার একেক নাম সবগুলোর নাম তার জাদুঘরে লিপিবদ্ধ আছে।
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
ফালতু বালক বলেছেন: চরম হইছে।
কই ফল, হে হে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কই ফল কিন্তু দারুন বিড়ম্বনায় ফেলেছিলো আমাদের।
শুভকামনা থাকলো ফালতু সাহেব সরি বালক সাহেব..কি যে বলি
ভালো থাকবেন সবসময়।
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
পেন্সিল চোর বলেছেন: ভালো লাগা নাম্বার ৮ পেন্সিল চোরের তরফ থিক্কা
কবিতা অসাম হইচে
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad chor moshai....amar blogey sushagotom valo thakben shobshomoi
১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা অংশের ভালোলাগা জানিয়ে গেলাম।
বাকি টা পড়ে নেই।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: valo lagar kotha porer onsho..bastob oviggota.....কেবলা হযে গিয়েছিলামা।
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
লিন্কিন পার্ক বলেছেন:
ভাষার মধ্যে সিলেটি ভাষা শুনতে আমার সবচেয়ে মজা লাগে
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: na bujhley ar ke moja pabo bolen......tobey inara jokhon kaurey onek beshi somman korey tokhon boley aita bujhtey perechi....anek kichhui durboddho oi gula kaner vitorey jaina birey huchot khai
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
সায়েম মুন বলেছেন: এটা কবিতা না বলে গান বলা যায়। খুব সুন্দর লাগলো।
কই ফলের কাহিনী পড়তে গিয়া হাসতে হাসতে পেট ব্যথা।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: bolen ke kobi...bathar oshudh achheto naki? sei lawachara sei adda
aharey amio gan dhorchhilam lalon milon hobey koto diney..akhonow gitey ichchha korchhey....lawchharar adda chilo shoronio adda sharajibon money thakbey..ak jonomey koto moja loilam.
shuvokamona thaklo kobi
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
নুসরাতসুলতানা বলেছেন: কাচা পেপেই কই ফল -এটা এ ট্যুর এর আবিস্কার -----এভাবে পজেটিভলি দেখা যায়না?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: খুব যায় ।এইরকম আবিস্কার প্রতিদিনই করছি যেমন আমি বুয়ার হাতের রান্না পছন্দ করিনা...এখন আছি জুড়েতে বুয়া ছাড়া উপায় নাই..তিনি রান্না করেন আমি সে টা আবারগরম করি..আর ার নতুন কৌশল..তিনি আলু সিদ্ধ দিলে আমি ভর্তা করে আবার কড়াইয়তিয়ে সরিষার তেল দিয়ে তা ভেজে খাচ্ছি দারুন মজা পাচ্ছি।আমি যদি সেলিমস রেসিপি দিই অবাক না হওয়ার রিকোয়েস্ট করা গেল?
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খাইছে!!!!!!!! ভালুবাসার কপিতার মইদ্যে কই ফল সমাচার। বুঝলুম না। সেলিম ভাই কই থেইক্কা কই চইল্লা গেলেন।
যাউক্কা কোবতে ভালু পাইলাম। সাথে কই ফলের কাহিনীটাও।
কনচে ভাই কই মাছ ত পুকুরে পাওন যায়, কিন্তু কই ফলটা পাই কই???
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: এই গন্ডমূর্খ এটা গল্পনা সত্যি বুঝল্যা....কই ফল বুঝনা কেলা ?কই মাছ তো এখন ঘরের গামলায়ই আছে পুকুরে যাওয়া লাগপে কেনে? আর কই ফল জুড়ী ছাড়া আর কোথাও নাই এটা কি জুড়ী উপজেলার ভাষা কি না তা তো জানি না?অন্য জায়গায গেলে সেটা পেপে হয়ে যাবে।বুঝলা।
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল হইছে!!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: apne na kothao jan na sey kobey thekey aki kotha aj ami kothai jabo na..othocho protidine jan.....sara jibon ake kotha tarikh ullekh korlei hoi....aj na boley bolen 8 e মার্চ আমি কোথাও যাব না।
আসছেন ই যখন শুবকামনা থাকলো ।ভালো থাকবেন সবসময়।
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন:
ভালোবাসা চাইতাম না আমি
চাইতাম না তোমারে সই
অমাবস্যার আন্ধারে আমি
একেলা কেমোনে রই' ..........দারুন, দারুন!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: great rejuana welcome to the jungle.....kemon achhen apa....
amar blogey apnakey sushagotom.....valo thakon nirontor.
১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
আশিক মাসুম বলেছেন: ঝুমকু বলেছেন: সব এলাকার ভাষা নিয়ে একটা ডিকশেনারি থাকা উচিত।লেখা খুব সুন্দর হইছে।
সহমত ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমার ও তাই মনে হয়....দুবোধ্য ভাষা।বুঝা অনেক কঠিন।
ভালো থাকবেন ।শুভকামনা থাকলো।
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
স্বপনবাজ বলেছেন: ++++ নেন !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: ধইণ্যা অনেকদিন পর আপনার আগমন,,,সুভেচ্ছা স্বাগতম।
২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: মায়া ওগো মায়া
আজি ভালবাসা হয়ে,
হনিছ জগতে তবু,
সবই যাই সয়ে।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: ভাইজান সুস্বাগতম আমার ব্লগে ভালো থাকবেন সবসময়।
২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাই এটা কি? ভয় পেয়েছি এটা এত বড় কেন?
২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ আমাকে হেফাজত করে সৌর কলঙ্ক থেকে সবাই বলেন আমিন।
২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর হইছে। ++++++++++++++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তানিয়া হাসান খান
আমার ব্লগে সুস্বাগতম। ভালো বাকবেন।
নিরন্তর শুভকামনা থাকলো।
২৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪
বনলতা মুনিয়া বলেছেন: ++++++++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বনলতাসেন.
..নাটোর থেকে কবে এলেন?
দুদন্ড স্বস্তি কি মিলবে?
নাকি শাস্তি?
সুভকামনা ......নিরন্তর।
২৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাইস হৈছে পিলাসিত নিশঃন্দেহে.........
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা ।ভালোথাকবেন সব সময়
২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
টানিম বলেছেন: আপনার প্রো পিক টা ব্যাপক সোন্দুর্য । ভাল লাগা ।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: amar blogey sushagotom.....valo thakben sobshomoi
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
আদিত শরীফুল বলেছেন: লেখককে ধন্যবাদ।
http://www.pressbarta.com
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: apnakeo dhonnobad...valo thakben
২৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
নস্টালজিক বলেছেন:
চৈত্রদিনের বিষন্ন বেলায়
তোমার স্মৃতি ঢেউ খেলে যায়
তোমার ঠোটের আলতো ছুয়ায়
স্বর্গসুখের ভাল লাগায় ;
প্রণয়দোলায় দোল খেলে যায়।
শীতের রাতে সাঁঝ প্রভাতে
তুমি তুমি তুমিই তাতে;
বর্ষাদিনের কদম ফুলে
সবভুলে যাই অবহেলে!
তোমায় পেলে ।
ভালো লাগলো!
ছুয়ায়-টা ছোয়াঁয় করে দিয়েন!
শুভেচ্ছা নিরন্তর!
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: ছুয়ায়-টা ছোয়াঁয় করে দিয়েন!
শুভেচ্ছা নিরন্তর!
dekhi kora jai kina? valo thakben.......ar shuvo kamona nirontor
৩০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন হারায় আবার জেগে ওঠে
নতুন নতুন স্বপ্ন
পড়ন্ত সূর্যটা ডুবলেও ভোর হয়
সকাল সূর্য ওঠে
বেচে থাকি তাই নতুন কোন স্বপ্নে
সম্ভাবনার আলোক জ্বেলে দারুচিনি দ্বীপে
যাই ছুটে
যদিও নিত্য বাস দুর্বা ঘাসে
দুচোখ মেলে তাকিয়ে থাকি দূর আকাশে।
৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
সোমহেপি বলেছেন: লেখাটার প্রথম অংশে মুজিব পরদেশির একটা গানের প্রভাব আছে-ভালবাসা জানতাম না আমি/শিখাইলা তুমি/কোনবা দেশে প্রাণ রে বন্ধু....
পরের অংশে টোন কেটে গেছে।
সিলেটের ভাষাটা আমার কেমন যেনো লাগে।সিলেটি ভাষা আজকে বাংলায় লেখা হচ্ছে।এ ভাষার নিজস্ব স্বরলিপি আছে যদিও।আমার এক বড় ভাই বলেছিলো মেয়ে যত সুন্দরীই হোক কথা শুনলে নাকি সকল ভালোবাসা উবে যায়।
আসলে এগুলো ব্যাপার না।এ ভাষাটা আমাদের বৈচিত্রের অংশ।তবে সবথেকে মজা লাগে নোয়াখালীর ভাষা....
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বগতম. সুপ্রিয় ব্লগার.....মুজিব পরদেশী? বলেন কি?আমি একটা গান শুনেছিলাম,,,,আমি বন্দি কারাগারে......খুব মজা পেলুম....আমার লেখা কোবতে এখন গান হয়ে যাচ্ছে...পরের অংশটা কোন গীতিকারের সঙ্গে বসে পলিশ করে ফোলব....তবে গানটা শুনার করবো....তবে আমি মনে হয় পারবো আমাকে পারতেই হবে...আমার ভালো লাগে বাপ হালায় টাকা দিবার চাইছে মাগার মাস্টার হালাই .......ঢাকাইয়া কোট্টি.........শুভকামনা থাকলো নিরন্তর।
৩২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: ভাল লাগল লেখাটি।
+++++
অনুসরণ লিস্টে নিলাম।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad shornomrigo....amar blogey sushagotom........
valo thakben nirontor
৩৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: "কয়ফল" যাই হোক , কাউকে জিজ্ঞাসা না করলে খুজে পাবেন না এরকমটাই ভাবছিলাম ।
কবিতা ভাল লাগছে । আর "কয়ফল" দি গুস্ত বাল্লাখছে ?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: amar blogey suvokamona ...valothakben shobshomoi
৩৪| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ইসরা০০৭ বলেছেন: শীতের রাতে সাঁঝ প্রভাতে
তুমি তুমি তুমিই তাতে;
বর্ষাদিনের কদম ফুলে
সবভুলে যাই অবহেলে!
তোমায় পেলে ।
বেশ ভালোলাগা+
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnabad...shuvokamona thaklo..valo thakben sobshomoy
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ঝুমকু বলেছেন: সব এলাকার ভাষা নিয়ে একটা ডিকশেনারি থাকা উচিত।লেখা খুব সুন্দর হইছে।