নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার ছোট বেলা..বলতে গেলে কিছু মনে নাই।একটা ব্যপার মনে আছে।আমি মাছ ধরার নেশায আসক্ত ছিলাম।সহজ বাংলায় আমার জীবনের লক্ষ্য ছিলো জেলে হওয়া।জেলেদের আমি অবাক হয়ে দেখতাম।আর তাদের তেলেসমাতি উপভোগ করতাম । পানির নিচ থেকে তারা কিভাবে এত বড় বড় মাছ তুলে আনেন ! আমার দৃষ্টিতে তারাই ছিলো হিরু । আমাদের গ্রামের পুকুর বিল সেচা হলেই আমার ডাক পড়তো। মাছ ধরা হতো বন্ধের দিনে মানে আমার স্কুল যখন বণ্ধ থাকবে সেই রকম সময়ে।তারপর মাছ ধরার সময় আমাকে সুযোগ দেযা হতো বড় মাছটা ধরার। দেখা গেলো পুকুরে ৫টি বড় শোল মাছ ধরা পড়লো তার সবগুলো আমার হাত দিযেই ধরা হতো আর আমাকে পায় কে?গর্ব নিয়ে সবার কাছে গল্প দিতাম সবচেয়ে বড় ৫টা মাছের সবগুলোই আমার হাতে ধরা!আমাদের পুকুরের বিশেষত্ব হলো এই যে পুকুরটাতে সবচেয়ে বেশি শিং মাগুর আর কই মাছ পাওয়া যেত। বিশাল আকৃতির শিং আর মাগুর। মাগুর ধরতে গিয়ে হাত ফেরে গেছে,,শিং মাছ কাটা দিয়েছে ,কই মাছ চাপা দিয়ে চামড়া তুলে ফেলেছে আরও কত ঘটনা।মাছের উপর আমার পি এচ ডি করা হয়ে গেছে ছোট বেলাতেই। কেন যেন আমি ইলিশ মাছ খেতাম না। ওটার গন্ধ আমি পছন্দ করতাম না। আর এখন ইলিশ মাছ পাই না।
চ্যাক ম্যাকা মাছ
শিং মাছের সঙ্গে শত্রুতা
শিং মাছের কাটা খাওয়ার পর কেঁদেছি অনেকবার।তারপরও মাছ ধরার নেশা আমায় ছাড়ে না । বড়শিতে কই শিং পুটি মাগুর মাছ ধরেছি । গ্রমের বাড়ী গেলেই বড়শি বানিয়ে ছিপ ফেলতাম পুকুরে । আর আমার বাল্যবন্ধুরা যারা গ্রামে থাকতো
তারা জানতো আমার গ্রামে যাওয়া মানেই নতুন বড়শি নতুন ছিপ আর মৎস স্বীকার।একবার পুকুরে প্রচুর শিং মাছ পাওয়া যেতে থাকলো । পুকুরের গর্তে নাকি মেগা
সাইজ সব শিংমাছ পাওয়া যায় । একেক গর্তে ১৫ / ২০ টা পর্যন্ত শিং মাছ।সেগুলো ধরা হয় হাতে গামছা পেঁচিয়ে।বাসায় বসে হাতে গামছা পেঁচানো প্র্যাক্টিস করতে থাকি।গাছে কাঁঠাল গোঁফে তেল আরকি? আমার জেলে মন চলে যায় পুকুরে খালে বিলে।পড়া লেখায় মন বসেনা।বাবা আমাকে গ্রামের বাড়ী নিয়ে গেলেন।হাতে গামছা পেঁচিয়ে গর্তে ঢুকিয়ে দিলাম কিন্তু কোন ভাবেই মাছ ধরতে পারলাম না।অন্যরা গামছা দিয়ে বড় বড় শিং মাছ ধরে ফেলেছে ।
পরে অনেকটা গোস্বা নিয়ে খালি হাত গর্তে ঢুকিয়ে দিলাম । শিং মাছের খনি পেয়ে গেলাম ।খালি হতে একফুট লম্বা শিং মাছ তুলতে থাকলাম । এমন কি হাতে কাটা বিধানো অবস্থায় মাছ ডাঙায় তুললাম। ব্যথায় হাত টনটন করতে থাকলো । দাদীমা আমাকে তার সাধ্যমত ব্যথা তাড়ানোর দাওয়া দিতে থাকলেন । কিন্তু ব্যথা কমছিল না । দাদীমার ব্যথার তাড়ানোর অপারগতায় আমি খুব বিরক্ত হচ্ছিলাম আর কাঁদছিলাম।ভাব খানা এমন এই সামান্য কাটা ব্যথা সারাতে পার না তুমি কেমন দাদীমা হয়েছো।কিছু পার না।আমার চেয়ে দাদী বেশি কান্না করছিলেন।তারপরও আমার শিংমাছ ধরা থামে নি।
সবচেয়ে তীব্র কাঁটার আঘাত পাই পিচ্ছি একটা শিং মাছ থেকে। সেটির সাইজ হবে সর্বোচ্চ ৩ ইঞ্ছি গর্তে হাত দিলাম গর্তের তুলনায় সেটি ছিল অনেক ছোট।সহজেই বডি মুভ করতে পারছিল।সুন্দর করে ঘুরে কাঁটার আলতো ছোঁয়া দিয়ে গেল।সঙ্গে সঙ্গে ব্যথায় ভরে গেল হাত,মাথার মধ্যে পিন মারার মতন হিট করতে থাকলো আর আমার গাঁয়ে জ্বর এসে গেলো।ক্যাচিরা জিওলের(ছোট্ট শিং মাছ) কত বিষ সেদিন হাড়ে হাড়ে টের পেলাম।এই রকম ভয়নক কাটা আর জীবনে ও খাইনি । প্রতিটা শিং মাছের কাটায় আমার বিরত্ব গাঁথা ছিলো।
কই মাছ আমার প্রিয় । শুধু কই ভাজা খেতে মজা এই জন্য নয় । কইমাছ শিং মাছ একসঙ্গে রাখলে একরাতে শিং মাছ মরে শেষ।কইয়ের চাপার দাপটে শিংমাছ অসহায়। কইমাছের ক্ষমতায় আমি মুগ্ধ বিমোহিত ।আর কই মাছের প্রাণ অনুপ্রাণিত করার মত।
সবশেষ শিংমাছের কাটা খেলাম আজ।এখানে বীরত্বের লেশ মাত্র নেই।শিংমাছ কিনে রিকশায় বাজার থেকে ফিরছি।রিকশা ঢাল দিয়ে নামার সময় শিংমাছের ব্যাগ থেকে সবগুলো শিং মাছ বেড়িয়ে গেল।পরলো রাস্তায় ধূলায়।সেগুলো তুলে ব্যাগে রাখবো।মাছগুলোর প্রতি অনেক দয়া হলো ।রিকশা সেগুলোর উপরদিয়ে গেলে নির্ঘাত মারা যাবে । সেইরকম তাজা মাছ! সহজে ধরা যাচ্ছিল না। একটা বড় শিং পুরো সন্ত্রাসি কায়দায় ডান হাতের অনামিকায় কাটা চালন দিলো ।আঙ্গুল থেকে রক্ত পড়তে থাকলো ।কমছে কম ২০ ফোটা রক্ত পরেছে। ওভাবেই গন্তব্যে পৌছে প্যারাসিটামল খেলাম, গরমপানি, ঠান্ডা পানির চ্যাকা দিলাম.. সবশেষে মরিচ আর লবন মিশিয়ে হাতের আঙ্গুলে দিলাম।তারপরও আঙুর ফুলে নীল হয়ে আছে।
শিংমাছ গুলোর উপর ব্যাপক ক্ষুব্ধ হলাম । সেগুলো জিইয়ে রাখার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম । তাদের সবগুলোকে লাল একটা বালতিতে নিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের অনুকরণে ১০০ গ্রাম লবন ছেড়ে দিলাম...ছটফট করতে করতে সেগুলোর মৃত্যু হলো । বাজার থেকে বাত্তি তিতা করলা এনে সেগুলো রান্নার আয়োজন রেডি । তিতা লবণ দিয়ে মেরেছি এখন মরার পরেও সেগুলোকে তিক্ত সিদ্ধকরণ করে ইচ্ছে মতন চিবিয়ে খাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করেছি । এটা হলো দৃষ্টান্ত মূলক রান্না যাতে শিংমাছগুলো এমন অনৈতিক কান্ড ভবিষ্যতে ঘটাতে সাহস না করে।
______________________
বিঃদ্র: আমার সেজু মামা শিং মাছের কাটা খেয়েছিলেন।যে মাছটি তাকে কাটা দেয় সেটি ধরে তিনি দা দিয়ে কুচি কুচি করে কেটেছিলেন আর সারদিন কাঁদছিলেন।এই ঘটনা আম্মুর মুখে অনেকবার শনেছি।
আমার জীবনে প্রথম মাছ ধরা হলো একটা কই মাছ।তখন আমি সাতারও জানতামনা ।বয়স ৫ এর বেশি হবে না।পায়ের তলে পড়ল একটা কই মাছ সেটা হাত দিয়ে ধরে ওঠালাম।মাছটি নানাকে দেখাতে গিয়ে কইয়ের খামছি খেয়ে পানিতেই ছেড়ে দিই।মনের আনন্দ নিমিষেই বেদনায় পরিণত হয়।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: একট ইলিশ মাছ দাম চাইলো মাত্র ১৪০০ টাকা.....
২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছে এই চ্যাক ম্যাকা মাছ আমি জীবনেও দেখি নাইরে ভাই।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী দেখেন পরাণ ভইরা দেখেন......ভাবছি হরর কাহিনি লিখলে এইডারে মডেল বানাবো...
৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
সাদা রং- বলেছেন: তাহলে শিং মাছের বিষের কথা এখনো মনে রেখেছেন?
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: rakhbona maney shei katar jonnoi to money achhey akdin ami jeley chhilam...
৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
বিডি আইডল বলেছেন: কাহিনী হইলো আইজক্যা এক নতুন গ্রোসারীর দোকানে গেছিলাম...দেখি থাই শিং মাছ...বৌ টিপা টিপি করতেছিলো কিনার জন্য....আমি ৩টা দেশী ইলিশ কিনা চইলা আসছি
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আর বলিয়েন না ভাই মাছের বাজারে থাই কৈ শিং আর আফ্রিকান মাগুরের ছড়াছড়ি..ভবিস্যতে এই দেশ মনে হয় থাই মানুষ সরি বিদেশি মানুষ দিয়া ভরে যাবে..সরকারী দলের চ্যাঙরা এমপির বৌরা সব বিদেশী...প্রসেস অলরেডি শুরুয়াত হোগা.....
৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
আহলান বলেছেন: সিং মাছের কি ঐ দেশে ভাত নাই, যে এই দেশে আসছে ধ্যুর! @আইডল। ভালো পোষ্ট, কাঁদার মধ্যে বুক পর্যন্ত গেড়ে গেলেও মাছ ধরার আশ মেটে না ....
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি একবার বাইম মাছ মনে করে ঢোড়া সাপ ধরার অভিজ্ঞতা আছে..লেজ ধরে টেনে বেড় করি দেখি সাপ এইবার বুঝেন
৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
সায়েম মুন বলেছেন: চ্যাক ম্যাকা মাছ আবার কি? ভাল নাম কি ওটার? পটকা মাছ নয় তো। তবে চেহারা দেখতে তো দৈত্যের মত।
ছোট কালে আমিও দেশী মাছ ধরছি। ট্যাঙরা, মাগুর, শিং সব মাছের গুতা খাওয়ার অভিজ্ঞতা আছে। এর মধ্যে শিং এর গুতা আজব গুতা। সহজে যায় না ব্যথা।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি পটকা তো নিরীহ মাছ...ঐটা বিপজ্জনক পিঠে কাটা আছে একবার ঢুকলে বাবার নাম ভুলে যাওয়ার চান্স আছে ..শিং বলতে ক্যাচিরা জিওয়ল..মারা যাওয়ার চান্স আছে !
৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: মেছো গল্প ভালা পাইলাম। আমি মাছ ভালা পাই। তয় চ্যাকাচ্যাকা মাছ খাইনাই। পোস্টের শুরুতে যে ছবিটা দিসেন তার তাৎপর্য কী?
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমিও খাই নাই তবে দেখেছি বা দেখলাম চাতলার বিলে..বর্ষাকালে ওখানে নাকি ১০০ কেজি ওজনের মাছ পাওয়া যায়।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সব দেখি কাঁটাযুক্ত মাছ।
যে ভালো মাছ ধরে সে ভালো কবিতাও লেখে!!!
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: যত কাটা তত মজা....
হাতে আমার এখনো ব্যথার অনুভূতি
তার কাটা দেয়ার দৃশ্যটা এখনো চোখে ভাসছে
৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
শায়েরী বলেছেন: চ্যাক ম্যাকা মাছ!
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: দেখেন চ্যাকম্যাকা মাছ....এই মাছের কোন রেসিপি আছে কি না? থাকলে পোস্ট দিবার পারেন
শুভকামনা থাকলো।
১০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন স্মৃতি গাঁথা++++++++++++++
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়..আজকে শিং মাছে গুতো না খেলে সব ভুলেই গিয়েছিলাম..একগুতায় এই পোস্ট.বেদনা মাখা পোস্ট বাম হাত দিয়ে ঠাইপ করেছি..তখনো ডাণ হাত তীব্র যন্ত্রণায়
১১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
বিডি আমিনুর বলেছেন: উফ......শিং মাছের কাটা কত খাইছি মনে নাই , সে যে কি বিষ ।
আর আপনি যে চ্যাক ম্যাকা মাছের কথা বলছেন ঐ তা কে বাগেরহাটের আঞ্চলিক ভাষায় জ্ঞানগেইনা বলা হয় ।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: দেখছেন মাছের নাম কতসুন্দর চ্যকম্যাকা জ্ঞান গেইনা নাম মুনলেই মানুষ ভাববে কোন হরর মুভির ক্যারেকটার
১২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন:
ভয় পাওয়ার কিছু নাই..চ্যাকমা্যাকা মাছে মানুষ খায় না তয় মানুষে চ্যাকম্যাকা মাছ খায়।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: মিয়া কাবতা লেইখা ভাব লও..শিংমাছের কাটা খাইয়াও একটা পোস্ট দিয়া বইছো.........তোমগো জন্যই দেশের এই অবস্থা
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
অহন_৮০ বলেছেন: অসাধারন স্মৃতি গাঁথা
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়
মুভকানা থাকলো।
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন:
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
মাক্স বলেছেন: আমিও একবার খাইসিলাম শিং মাছের কাঁটা
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: ভয়নক অবস্থা তাই না?সবচেয়ে সুস্বাদু খাবার শিং মাছের কাটা নাকি মিছা কইলাম
১৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাছ থিকা দুরে থাকি। অখন তো আরো দুরে থাকুম!
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? ধূরে থাকলে হবে কেমতে?শিং অতীব উৎকৃষ্ট মৎস।করলাদিয়ে শিং মাছের ঝোল অত্যন্ত উপাদেয় খাদ্য।
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
মেহেরুন বলেছেন: শিং মাছের কাটার ব্যাপক যন্ত্রণা ++++ ৩য় ভালোলাগা রইলো।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা বিরল প্রজাতির মাছ..বিলুপ্ত প্রায়..সেই বিচেনায় এটি অতীব গুরুত্বপূর্ণ ।
১৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
শের শায়রী বলেছেন: আমার নানু বাড়ী, দাদু বারী মোরেলগঞ্জ। ছোট খাল বাধ দিয়ে সেই পিচ্ছিকালে মামাদের চাচাদের সাথে প্রচুর মাছ ধরছি। তোমার লেখায় সেই শৈশবে ফিরে গেলাম।
আচ্ছা এই চ্যাগা ব্যাগা কি খালের পাড়ে লাফিয়ে চলে?
আর পোষ্টের শুরুতে ওই ছবি দেবার কারন টা কি জানতে পারি?
ভাল লাগা জানিয়ে গেলাম ভাই
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শোবন ভাই আমার আঙ্গুলে মরিচ লাগানো আপনি দেখেছেন?আহত হয়েই তো এটা লিখলাম......মাছটা মনে হয় পানিতে থাকে..চেহারাই যেমন বদ আর ভয়ঙ্কর তার চলাফেরা নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হবে..মেয়ে ব্লগাররা অজ্ঞান হওয়ার চান্স আছে।
১৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬
অনীনদিতা বলেছেন: চ্যাক ম্যাকা মাছ
শিং মাছ দারুন কাজ করেছে
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: অনীনদিতা চ্যকম্যাকা মাছ বিরল প্রজাতির মাছ......চক্ষু ছানাবড়া হওয়াই স্বাভাবিক..............এটা আপনি কি বললেন..আমার জান যায় ব্যথায়..আমিও করলা দি;য়ে খেয়েছি যদিও সিলেক্ট করতে ব্যর্থ হয়েছি কে এই কাটা কর্মসূচী পালন করেছে..ভেবেছিলাম বিরুধীদলীয় নেত্রীর উপর দায় চাপাবো আর মির্জ সাহেবেরে জেলে ভরবো......
২০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
জেমস বন্ড বলেছেন: অনেকদিন হয় আমি শিং মাছ খাঁই নাই ।
চেক চেকা মাছ এর অন্য নাম কি "কটোকডি" মাছ নাকি ? আমি ছুডু থাকতে খাইছিলাম ।
শিং মাছের কাডার গুতা খাওনের লাইগ্যা আফনের অভিনন্দন
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কাডা খা্ইয়া জান শেষ..শুধু শোককে শক্তিতে পরিণত করেছি এইটা একটা বিশাল গুণ কাটা খাইয়া পোস্ট দিলাম কি মনে করছেন।
২১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯
মধুমিতা বলেছেন: +++++ আমারও মাছ ধরার শখ আছে। কিন্তু এখন ছিপ দিয়ে মাছ ধরতে ধৈর্য্য রাখতে পারিনা। তবে আপনার লেখাটি আমাকে বাল্যকালে নিয়ে গেল।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: যাক অনেকেকেই ছেলে বেলায় নেয়া গেছে আমি স্বার্থক.....শুভকামনা থাকলো
২২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
মৈত্রী বলেছেন:
সামু ব্লগে সহব্লগার হিসেবে একজন জেলেকে পেয়ে আমরা ধন্য...
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: মৈত্রী আমার স্বপ্ন ফূরণ হই না্ই....জেলেবেলা শেষ হয়ে গেছে..আপনাদের ধন্য করতে পারলাম না।
২৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার জীবনে প্রথম মাছ ধরা হলো একটা কই মাছ।তখন আমি সাতারও জানতামনা ।বয়স ৫ এর বেশি হবে না।পায়ের তলে পড়ল একটা কই মাছ সেটা হাত দিয়ে ধরে ওঠালাম।মাছটি নানাকে দেখাতে গিয়ে কইয়ের খামছি খেয়ে পানিতেই ছেড়ে দিই।মনের আনন্দ নিমিষেই বেদনায় পরিণত হয়
মজা পাইলাম /
চ্যাকম্যাকা মাছ এই প্রথম দেখলাম ভাইয়া আপনার ব্লগে....
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: এইটা একটা বিরল প্রজাতির মাছ..এই মাছ দেখলেই পয়সা ওসুল..টিকিট কেটে দেখার মত জিনিস..শুভকামনা থাকলো ।
২৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
গ্রামের মানুষ বলেছেন:
ভাইজান মাফ ও দোয়া উভয়ই চাই, মাছ ধরাধরির মধ্যে আমি নাই। তবে সুন্দর ঝোল ঝোল কইরা কেউ রাইন্ধা দিলে খাইয়া কন্ট্রিবিউট করতাম পারি।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: খাওয়ার লোকের অভাব হইছে..মিয়া বিরল প্রজাতির চ্যাকম্যাকা ফিস..সাতরাজার কপাল যার তার ভাগ্যে জুটবে বুঝছেন?
পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো ।
২৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
গ্রামের মানুষ বলেছেন:
ইয়াক! চ্যাকাম্যাকা না, আমি শিং, মাগুর আর কৈ এর কথা ভাবতেছিলাম.............
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো সাদা মাটা খাবার..এচ্ছে করলেই খেতে পারবেন......এই মওসুমে শিং মাছে নাকি পোকা থাকে..বাট আমার বিশ্বাস হয় না।
২৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই চ্যাক ম্যাকা মাছ দেইখা শইল ঘিন ঘিন করতাছে ! কোই পাইলেন এইট আজব মাছটা ?
অইটা কার প্রফাইলে আছেন ভাই ?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চাতলা বিলে..হাকালুকিতে..স্বর্ণার প্রোফাইল....
কেমন আছেন ঘুড্ডির পাইলট?
শুভকামনা থাকলো ।
২৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও একবার খাইসিলাম শিং মাছের কাঁটা
'' কি যাতনা বিষে
বুঝিবে সে কিসে ?
কবু আশীবিষে
দংশেনি যারে । ''
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত লিটন ভা্ই....চ্যাকম্যাকা মাচের প্রদর্শণী করলাম কেমন হলো..যদিও টিকেটের ব্যবস্থা করি নাই
২৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাছের এলাকায়ই থাকি বলতে গেলে , তবে চ্যাকা ম্যাকা মাছের নাম জিন্দেগীতেও শুনি নাই ।
তবে শিং মাছের কাটা একবার খাইছিলাম ভাই , উফ সে কি ব্যাথা । ব্যাথার চোটে জ্বর চলে এসেছিলো আমার ।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: মন্ত্যী মহোদয় কি যে বলেন আপনি দেখতে চান বলেই তো বিনা টিকিটে চ্যাকম্যাকা মাছ দেখাচ্ছি..একেবারে জ্যান্ত চ্যকম্যাকা
শুভকামনা থাকলো..আগামী নির্বচনে মনে হয় পাশ করবার পারবেন না।
শুভকামনা থাকলো।
২৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
আরজু পনি বলেছেন:
লবণ দিয়ে শিং মাছ হত্যা কেন যেন আমার কাছে নির্দয় মনে হয়!
আপনার পোস্টের প্রথম ছবিটা এই মাছ পোস্টের সাথে কিভাবে রিলেটেড ঠিক বোধগম্য হলো না! একটু বলবেন কি?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার অনামিকায় দেখেন কাটা আঘাত নিরাময়ে মরিচ লবন গুলা মাখানো..ব্যাথা কমানোর জন্য.....ওখানে শিং মাছ কাটা দিয়েছে
সুপ্রিয় ব্লগার শুভকামনা থাকলো নিরন্তর।
৩০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১
একজন আরমান বলেছেন:
স্বর্ণার প্রোফাইলে কি?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণার প্রোফা্ইলে আমার কাটাবিদ্ধ অনামিকা
৩১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩
একজন আরমান বলেছেন:
স্বর্ণা, কাঁটাবিদ্ধ, অনামিকা !
গতিবিধি সন্দেহজনক
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন:
৩২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫
এ্যাপোলো৯০ বলেছেন: ফোলা আঙ্গুলের ছবি কই????
আমি কোনো মাছ খাই না। মাছ ভালা পাই না।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন:
৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
এ্যাপোলো৯০ বলেছেন: কিছু কি লাগাইছো আঙুলে?? সুন্দর লাগতেছে
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: মরিচ +হলুদ+লবণ এর মিক্সার
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
চলতি নিয়ম বলেছেন: উফ......শিং মাছের কাটা, যে না খাইছে তারে বোঝানো যাবে না সে কি যন্ত্রণা।
কেন যেন আমি ইলিশ মাছ খেতাম না। ওটার গন্ধ আমি পছন্দ করতাম না। গ্লাসে পানি পর্যন্ত খাওয়া যেত না, ইলিশ মাছের গন্ধে!! আর এখন ইলিশ মাছ পাই না