নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার দেখা সেরা ছবি।এটা একটা যুদ্ধ চলচ্চিত্র।এটি পরিচালনা করেছেন জীন জ্যাকিস এনড।ছবিটিতে অভিনয় করেছেন জুডি ল,জোসেফ ফাইনেস,রাসেল ওয়েস,বব হসকিন ইডি হ্যাবিস প্রমুখ।ছবিটি ২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা ব্যাটল অব স্ট্যালিনগ্রেড গল্প অবলম্বনে নির্মিত।
ছবিটির নামকরণ করা হয় উইলিয়াম ক্রেইডোর ননফিকশন বই ১৯৭৩ Enemy at the Gates এর নাম থেকে।দি ব্যাটল অব স্ট্যালিন গ্রাড রাশিয়ান স্নিপার ভ্যাসিলি জেইটসেস এবং জার্মান মেজর এরউইন কিং এর মরনপন দ্বৈরথ এর লোমহর্ষক ঘটনার উপর কেন্দ্র করে থ্রিলিং একশন মুভি।
পটভূমি
১৯৪২ সালে ২য় বিশ্বযুদ্ধে ঝাপিয়ে পরে ইউরাল পর্বতের একজন শেফার্ড বা মেষ পালক ।নাম তার ভ্যাসিলি।দক্ষতার কারণে সে রেড আর্মির একজন প্রথম সারির সদস্য।সহজ বাংলায় আত্নঘাতি স্কোয়াডের দূর্দান্ত সাহসী এক যোদ্ধা।যিনি অব্যর্থ লক্ষ্যভেদি ।তার পিতামহের কাছ থেকে এই ক্ষেত্রে দীক্ষা নিয়েছেন।আত্মরক্ষার তাগিদে এবং কমিসার ড্যানিলভকে বাঁচাতে।নায়ক সামান্য শুটার থেকে বিশষ অবদানের জন্য জাতীয় বীরে পরিণত হন।
এর মধ্যেই তানিয়ার আবির্ভাব।ড্যানিলভ যাকে বিয়ের পয়গাম পাঠায় ভ্যাসিলির মাধ্যমে। সম্পর্কের জটিল রসায়নে ত্রিভুজ প্রেমের অবতারণা।তানিয়া ভালবাসে ভ্যাসিলিকেই।
ভ্যাসিলি মাথা ব্যথার কারণ হয়ে দাড়ায় হিটলার বাহীনির।একের পর এক সফল অভিযানে জার্মান বাহীনি ব্যাকফুটে।তাকে হত্যা করতেই নিয়োগ করা হয় আরেক বিখ্যাত শ্যুটার এরউইন কনিগকে ।মেজর এড়উইন কনিগ।যিনি ভ্যাসিলিয়াবধে একে পর এক অভিযান চালাতে থাকেন। ভ্যাসিলিও শত্রু জিঘাংসায় মেতে উঠেন।দুইজনের জিঘাংসার দ্বৈরথ এই ছবির মূল আকর্ষন।দুই লক্ষভেদীর চরম লড়াইয়ের মধ্যেই ভ্যাসিলি -ড্যানিলভ -তানিয়ার ত্রিভুজ প্রেম দারুণ উপভোগ্য করেছে ছবিটি।
ভ্যাসিলিকে তানিয়া জিজ্ঞাসা করেন তার জীবণের লক্ষ্য কি?যুদ্ধশেষে তিনি কি করবেন?তার সরল উত্তর তিনি মিল কারখানার শ্রমিক হিসেবে যোগদান করবেন।তানিয়া অবাক হন।পরে এটিও বলে দেন সে এমনই পরিশ্রম করবে যে একদিন একটা কারখানার মালিক হবেন।কি অসামান্য হিরো।লক্ষভেদী শ্যুটার তার স্বপ্ন কত সুন্দর ।এ জন্যই ভিসেলি ক্যরাক্টার আমার অন্যতম পছন্দের ক্যারেক্টার আর জুডি ল আমার অন্যতম প্রিয় হিরু।
শত্রু যখন দরজায় কেমন থ্রিল সহজেই বুঝা যায়।আর যারা গানফাইট পছন্দ করেন তারা ও দারুণ উপভোগ করবেন ছবিটি।জুডি ল ভিসেলি চরিত্রে অনবদ্য।তার দারুণ ভেলকিতে কিভাবে একজন হাই প্রফেশানলকে পরাস্ত করেন তা সবারই ভালো লাগবে। এরউইন কনিক চরিত্রে ইডি হ্যারিস চমৎকার অভিনয় করেছেন।যারা রোমান্টিক একশন টাইপ মুভির ভক্ত তাদের ছবিটি ভালো লাগবে।বা অলরেডি ভালো লেগেছে । দেখে থাকলে আরেকবার দেখতে পারেন মুভিটি।
ছবি-নেট
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত.১ম কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
ভাল্লুক আকবর বলেছেন: আমারও বেশ পছেন্দের ১টা মুভি। কিন্তু আপনি তো মুভির প্রায় পুরা গল্পই বলে দিলেন। যাই হোক আপনি saving private ryan দেখতে পারেন কঠিন যুদ্ধের মুভি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভালুক আকবর..সেই কবে প্রথম ছবিটা দেখি তারপর কয়েকবার দেখলাম...কাহিনি জানার পরও ভাল লাগা কমে নাই।আবারও সময় পেলে দেখবো।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
রোমেন রুমি বলেছেন:
মুভি গুলো কোথায় পাব
সেলিম ভাই ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: যাক নিচের কমেন্টে সুপ্রিয় ব্লগার লিংক দিয়েছেন সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন।শুভকানা থাকলো নিরন্তর।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ভালো রিভিউ লিখেছেন, আমি একটা লিনক দিয়েছিলাম আগে
Click This Link
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ।শুভকামনা রইলো নিরন্তর।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
টানিম বলেছেন: হুম । দেখার আগ্রহ পেলাম।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন।দারুণ উপভোগ্য ছবি।
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভিসেলর জন্য ছবিটা দেখার ইচ্ছা করছে, যদিও যুদ্ধের ছবি দেখে তেমন একটা আরাম পাই না
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো ।
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
মেটাল বলেছেন: সেভিং প্রাইভেট রায়ান এর পর , আমার দেখা এটি যুদ্ধের সেরা মুভি ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সেভিং প্রাইভেট রায়ান ছবিটা সময় করে দেখবো।
৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেখি নাই। আপনার পোস্টপড়ে দেখতে ইচ্ছা হচ্ছে। ++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন,,দারুণ উপভোগ্য ছবি।
৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
বাউন্ডুলে শিকু বলেছেন: চরম একটা ছবি ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত..শুবকামনা থাকলো নিরন্তর।
১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
পেন্সিল স্কেচ বলেছেন: দেখতে হবে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন...সুন্দর ছবি....ভঅল থাকবেন সবসময়।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
বাংলার হাসান বলেছেন: ++++++++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
বাদল১৩১০ বলেছেন: খুবই ভাল মুভি .
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ধন্যবাদ।
১৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯
আর কতো বলেছেন: অসাধারন মুভি। আর রাশান স্নাইপারে নাম ভ্যাসিলি জাইতসেভ হবে। ভদ্রলকের প্রোফাইলটা পইড়া দেখেন। মাথা নষ্ট।
উইকিপিডিয়া লিংক
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
১৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: মুভিটারে ভালা পাই।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন:
১৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮
সাগর৭৫ বলেছেন: বার বার দেখার মত ছবি। আমার আরেকটা পছন্দের ছবি হচ্ছে Behind Enemy Lines... দেখতে পারেন...
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১
কালোপরী বলেছেন: যুদ্ধ যুদ্ধ ছবি আমি দেখি না
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: এই ছবিটা খুব ভাললাভাগার সম্ভাবনা আছে।
১৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
বিডি আইডল বলেছেন: এটা একটা গভীর ভাবাবোধের সিনেমা...
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত.....
১৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
রিফাত হোসেন বলেছেন: + দিলাম হেব্বী ভাল লাগছে, কড এ স্নাইপার হইতাম কঠিন , মুভি দেখছি ৩ বার +
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: মুভিটা অনেকেই স্লো বলে থাকেন।আমার কাছে তা মনে হয়নি।
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১
জ্ঞাতিবৈর বলেছেন: movie আসলেই জোস। এই মুভিটার একটা পছন্দের ডায়ালগ হল 'Give them hope.......' (পুরা ডায়ালগটা-মুখাস্ত নাই)
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত আমারও মনে নাই
২০| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় একটি মুভি।
পোস্টে ++++
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
২১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
দি সুফি বলেছেন: মুভিটা ভালো লেগেছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো কিছু মুভি দেখতে পারেনঃ
১) সেইভিং প্রাইভেট রায়ান
২) দ্যা পিয়ানিস্ট
৩) লেটার্স ফ্রম আইও জিমা
৪) শিন্ডলার্স লিস্ট (Schindler’s List)
৫) ইনগ্লোরিয়াস বাসটার্ডস্
৬) দ্যা থীন রেড লাইন
৭) ভ্যালকাইর
৮) দ্যা বয় ইন দ্যা স্ট্রীপড্ পাজামাস্
৯) হার্টস্ ওয়ার
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সময় হলে দেখার চেষ্টা করবো।
২২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দেখা হয়নি, ডাউনলোড দিলাম।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দেখেন মজা পাবেন।
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।
প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে
নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন
~ প্রজন্ম কানাডা
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ।
২৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
শব্দহীন জোছনা বলেছেন:
দেখতে হবে
++
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন।
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
মেহেদী হাসান মানিক বলেছেন: মুভিটা দেখা হয় নাই। তবে রিভিউ ভাল লাগছে।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আবেগাপ্লুত হলাম।
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লোডাইলাম, বাসায় গিয়া দেখুমনে
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আশা করি ছবিটি উপভোগ্য হবে
২৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
বইয়ের পোকা বলেছেন: দি সুফি বলেছেন: মুভিটা ভালো লেগেছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো কিছু মুভি দেখতে পারেনঃ
১) সেইভিং প্রাইভেট রায়ান
২) দ্যা পিয়ানিস্ট
৩) লেটার্স ফ্রম আইও জিমা
৪) শিন্ডলার্স লিস্ট (Schindler’s List)
৫) ইনগ্লোরিয়াস বাসটার্ডস্
৬) দ্যা থীন রেড লাইন
৭) ভ্যালকাইর
৮) দ্যা বয় ইন দ্যা স্ট্রীপড্ পাজামাস্
৯) হার্টস্ ওয়া
প্রতেকটা মুভিই এপিক। সবগুলাই দেখেছি।
রিভিউ ভালো লেগেছে, তবে, আরো একটু বড় করতে পারতেন।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: লম্বা তালিকা!!!
সবগুলো দেখতে পারবো তো।
২৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
ঘুড্ডির পাইলট বলেছেন: একশুন লুমান্তিক মুভি ভালো লাগে ।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: চলমে.....সেইলকম
২৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
ভালোলাগা মুভিটি নিয়ে লেখা পোষ্টে +++++++++++++
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।
৩০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
জুন বলেছেন: যুদ্ধের ছবি দেখলে মন খারাপ হয়
১২ নং প্লাস।
অটঃপোষ্ট দিলাম আপনাদের কথায় বাট ভালোলাগবে কি না জানি না
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: লাগবে লাগবে লাগতেই হবে
ছবি দেখে ভাললেগেছে বলতেই হবে।
৩১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
বোকামন বলেছেন: রিভিউ ভালো লিখেছেন .....
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
৩২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা মুভি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত...বারবার দেখার মতন।
৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
মুশাসি বলেছেন: অসাধারন একটা মুভি
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত......ছবিটা শিক্ষনীয়ও বটে।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত......ছবিটা শিক্ষনীয়ও বটে।
৩৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
সাকিব বাপি বলেছেন: প্রিয় অভিনেতাদের মধ্য জুড ল প্রথম দিকে থাকবেন। আর ওয়ার মুভি সব সময়ই পছন্দ করি।
এই মুভিটার বেশ কিছু দৃশ্য কল অফ ডিউটিতে আছে।
চমৎকার মুভি। রিভিউতে +++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভিলেইনটাকে হত্যা করা সিকোয়েন্স চরম নাটকিয়.......দারুণ.....মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮
রিফাত হোসেন বলেছেন: যারা বলে থাকে তারা মনে হয় একে ৪৭ দিয়ে স্নাইপার চিনে! নয়তো রেম্বো মুভি ভক্ত! হাহাহ
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: রেম্বো মুবি ছোট বেলায় পছন্দ করতাম।
৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১
আমি তুমি আমরা বলেছেন: দেখতে হবে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটি উপভোগ্য হবে। কমেন্টে ধন্যবাদ।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬
আরজু পনি বলেছেন:
আপনারা যখন সিনেমাগুলি দেইখা পুরান কইরা ফেলাইবেন তখন হয়তো কয়েক বছর পর আমি দেখতে পারি। কুয়ার ব্যাঙ কি না!
শেষ কবে নেট থেইক্কা নামাইয়া ম্যুভি দেখছি, ভুইলাই গেছি।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ভাললাগা ভালথাকবেন সবসময়।
৩৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছবি দেখি ... কিন্তু আমি ছবির নাম মনে রাখতে পারিনা... ছবিটি দেখিনাই... দেখব অবশ্যই... শুভকামনা আর ধন্যবাদ...........
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে হয়ত দেখে ফেলেছেন
৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
স্পাইসিস্পাই001 বলেছেন: বেশ কয়েকবার দেখেছি .....অনেক ভাল লাগে
ধন্যবাদ ... ভাল থাকবেন...
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
৪০| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ইখতামিন বলেছেন:
ভালো লাগা দিলাম
দেখতে হবে
কেমন আছেন.?
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাল আছি
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯
পেন্সিল চোর বলেছেন: ছবিটা আসলেই জোস