নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিগুরু

০৮ ই মে, ২০১৩ রাত ৯:২১



ছবি-নেট

হে গুরুদেব

শ্রদ্ধার্ঘ তোমায়

পুলকিত মনে

রাজ্যের বিস্ময়ে।





কেমন করে সৃজিলে তুমি

এমন ই কাব্য ধারা

অবাক হয়ে ভাবি

ভেবে হই দিশেহারা।



কেমন করে সৃজিলে তুমি,এত বিরহের গান!

তোমার মনে ও কি ছিল ব্যথা পর্বত সমান।



কেমন করে সৃজিলে তুমি গদ্যে পদ্যরাগ

বিস্ময়ে এ শির নত হয়ে আসে চিত্তে অনুরাগ ।



তুমি যে গুরু অজস্র কবির, বাংলা ভাষার প্রাণ

সবকিছুতে গেয়ে ওঠি যেন তোমারই লেখা গান ।



তোমার কবিতা নিক্কন আনে, তোমারই গানে প্রেম আনন্দ দানে

হতাশারে তুমি দিয়েছো সরিয়ে, গানের সুরে কাব্য করে ।



হে গুরুদেব স্মরি তোমারে

পরম শ্রদ্ধায় গর্ব ভরে।



অমরকীর্তি গড়েছো তুমি

হয়েছো সুমহান;

তোমায় নিয়ে গর্বে আমি

সদাই নত প্রাণ।



এই বাংলার শ্রেষ্ঠ তুমি চির উন্নত এক শির

যুগ যুগ ধরে জেগে আছ তুমি বিজয়ী যুধিষ্ঠীর।

-----------------------------

উৎসর্গ ঃ-প্রিয় কবি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর



মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

হে গুরুদেব স্মরি তোমারে
পরম শ্রদ্ধায় প্রনাম করে।

অমরকীর্তি গড়েছো তুমি
হয়েছো সুমহান;
তোমায় নিয়ে গর্বে আমি
সদাই নত প্রাণ।



১ম ভাললাগা রইলো কবি।


০৮ ই মে, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। কবিগুরুকে নিয়ে কেউ কবিতা রিখেনি তাই রাত্রে ই লিখে ফেললাম কবিতা খানি।

২| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন কবি।
টাইপো: গর্ভ>গর্ব

০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। ঠিক করে দিলাম।

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কেমন করে গান করো হে গুনী,
আমি অবাক হয়ে শুনি কেবল শুনি।।


ভালো লিখেছে্ন।

০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। কমেন্টে । ভাল থাকবেন সবসময়।

৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫০

কালোপরী বলেছেন: খটমটে কবিতা

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ??!!

৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: কালোপরী বলেছেন: খটমটে কবিতা =p~ =p~ =p~

কেমন করে সৃজিলে তুমি
এমন ই কাব্য ধারা
অবাক হয়ে ভাবি
ভেবে হই দিশেহারা।



আমিও ভাবতেসি এই কবিতা পড়ে;)
+++++++++++++++++

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:০৯

একজন আরমান বলেছেন:
গুরুর ভাষা ব্যাবহারে লেখা কবিতা ভাল লাগলো।

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
রবি ঠাকুর একজন ছিলেন তিনি আর ফিরে আসবেন না

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।বিশ্বকবি তোমায় শ্রদ্ধার্ঘ

৮| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শের শায়রী বলেছেন: আমাদের মননশীলতা উনি অন্যভাবে চিন্তা করতে শিখিয়েছেন।

তোমার কবিতায় আমারো শ্রদ্ধার্ঘ উনাকে।

০৯ ই মে, ২০১৩ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: কাবতা পাঠে ধন্যবাদ শোভন ভাই ।নিরন্তর শুভকামনা থাকলো।

৯| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:০৬

জুন বলেছেন: রবীন্দ্রনাথের কবিতা, ছোট গল্প, গান, উপন্যাস সবই অসাধারণ মনমুগ্ধকর এবং বিস্ময় উদ্রেক করে আমার। কি করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এত বৈচিত্রময় ভাষা আর বাক্যের ব্যবহার।তাকে নিয়ে অবশ্য ভারতের কোন চ্যানেল কে কিছু বলতে শুনি নি। শুধু আমার আপনার মত কিছু গুনমুগ্ধ পাঠক কাব্য রচনা করছে।তাই মনে হয় উনি লিখে গেছেন ..।.।.।।

আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি..

আপনার কবিতাটিও বেশ শ্রদ্ধাভরা নিবেদন কবির প্রতি।
+

১০ ই মে, ২০১৩ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সুন্দর কমেন্টে ধন্যবাদ। কবিগুরু বাঙলা ভাষার জন্যআশীর্বাদ সরূপ।তাই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা ।করলাম্ ।

১০| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

বোকামন বলেছেন:



চমৎকার !!
ভালো লাগলো কবি
শ্রদ্ধা ভরে স্মরণে থাকুক কবিগুরু

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.