নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজকের এই দিনে তুমি জন্মেছিলে!!!! ( শুভ জন্মদিন শেখ রাসেল)

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৩



আমি মায়ের কাছে যাবো..
আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন..
তার কোন আবদার রাখা হয়নি সেদিন
তপ্ত বুলেটের আঘাতে হৃদয় বিদারক পরিণতি
কতৈনা নিষ্ঠুর নিয়তি কতিপয় বিপথগামী সৈনিকের জিঘাংসায় ইতিহাসের নিষ্ঠুর তম হত্যা যজ্ঞ
শেখ রাসেল বঙ্গবন্ধুর স্নেহাস্পদ কনিষ্ঠ পুত্র
নিষ্পাপ ফুলের মতই পূতপবিত্র শিশু
অনন্ত সম্ভাবনা নিয়ে বঙ্গবন্ধুর ঘর আলো করে
এদিনেই জন্ম তার পরাধীন বাংলায়।
মেধাবী দূরন্ত শিশু সাইকেলে চড়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির প্রাণভ্রমরা যেন
বাবার আদরে মায়ের স্নেহে
ভাইবোনের কতনা যতনে আদরে
নিরন্তর ভালোবাসা শেখ রাসেল শুধু ই তোমারে
আজকের এই দিনে।

তুমি যেন লাভ করো
বেহেশতের বাগিচা এই দোয়া আমাদের অন্তরে
বাংলাদেশের ঘরে ঘরে এই প্রার্থনা
আজকের এই দিনে
তুমি যেন নির্মম বেদনা অকাল প্রয়াণে
ইতিহাসের নিষ্ঠুরতম হত্যা যজ্ঞের স্বীকার হয়ে।

এখনও যেন বাংলার বুক বিদীর্ণ করে বেজে ওঠে
তোমার সেই অসহায় মিনতি বেঁচে থাকার স্পৃহা
আমি মায়ের কাছে যাবো..
আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন..

কী দোষ ছিল তোমার সেই প্রশ্ন বারবার
ধ্বণিত হয় বাংলার আকাশে বাতাসে নদীর কল্লোলে
আজকের এই দিনে তুমি জন্মিছিলে
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি আলোকিত করে..

ছবি: নেট থেকে নেয়া


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


এটাই ছিলো দেশ-প্রেমিক মিলটারীর ক্যু, বেচারা ছোট রাসেল, কিছুই বুঝতে পারেনি।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: 'তুই তো গল্পের বই, খেলনা নিয়ে/ সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি!/ তবুও পৃথিবী আজ এমন পিশাচী হলো/ শিশুরক্তপানে গ্লানি নেই?/ সর্বনাশী, আমার ধিক্কার নে!/ যত নামহীন শিশু যেখানেই ঝরে যায়/ আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই।'
দুই বাংলার প্রখ্যাত কবি ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার 'শিশুরক্ত' কবিতায় এভাবেই যে শিশুটির নৃশংস হত্যাকাণ্ডের মর্মন্তুদ বিবরণ তুলে এনেছিলেন, বেঁচে থাকলে আজ সেই শিশু ৫৮ বছরে পা দিতেন। হতে পারতেন বাঙালি জাতির মুক্তির দিশারি, আরেক পথনির্দেশক। কিন্তু ঘাতক চক্র পরিবারের সদস্যদের সঙ্গে মাত্র ১০ বছর বয়সী শিশুটির কচি বুকটাকেও বুলেটে বিদীর্ণ করেছিল পৈশাচিক উল্লাসে। সংগৃহীত

২| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: ছোট একটা বাচ্চাকে নির্মম ভাবে হত্যা যা জঘন্য অপরাধ।

কবিতা আবেগময় হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শেখ রাসেল দিবসে শেখ রাসেলের রূহের মাগফিরাত কামনা করি।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি আমার মায়ের কাছে যাবো...

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সন্তানের কাছে মায়ের চেয়ে বেশি নিরাপদ স্থান হতে পারে না......আসন্ন বিপদে যেমন স্রষ্টার কাছে প্রার্থনা খুজে মানুষ সন্তান খুজে তার জননী স্নেহময়ী মমতা ময়ীর আশ্রয় ।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: তুরস্কের তিন বছরের ছেলেটি আল্লাহের কাছে নালিশ করেছিল।
রাসেলের মৃত্যু দানবীয় শক্তিকেও হার মানায়।কি নির্মম এই হত্যাকাণ্ড...

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: বাংলার ইতিহাসে বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়া ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড। শিশু রাসেলে বুলেট বিদ্ধ দেহ তাতে বেদনার নতুন মাত্রা দিয়েছে এতে কোন সন্দেহ নেই। ১৫ আগষ্টের হত্যাকারীদের বিচারে জাতি একটা অভিশাপ থেকে মুক্তি লাভ করেছে ।

শেখ রাসেল দিবস সফল হোক । সুন্দর কমেন্টে ধন্যবাদ।

৫| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: ঘাতকের গুলিতে নিষ্পাপ শিশুর বক্ষ বিদীর্ণ হয়, এর চেয়ে নির্মম ও বিভৎস দৃশ্য আর কিছু হতে পারে না।
কবিতা ভালো হয়েছে, বিশেষ করে "আমি মায়ের কাছে যাব" আবেদনটি পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।
কবিতায় প্রথম প্লাসটি রেখে গেলাম।

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.