নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হায়ারোগ্লিফিক্স হয় না....

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১০



ভালোবাসার বুদ বুদ এতোটাই নির্বোধ
এতোটাই স্বচ্ছ প্রকাশ হয়ে পড়ে—তা
কুয়াশা ধূলট ধূয়াশা ভেদ করে
হাওয়ায় মিশে যায়— স্পর্শ কামনায়
লুকিয়ে রাখি তারে স্পর্শের বাহিরে
তবুও সে যে প্রকাশ্য দিবালোকের মতো
কালের স্বাক্ষী হয়ে —কালোত্তীর্ণ ।

যদিও সতত প্রবাহমান অস্থিতে মজ্জায়
এসো হে অনন্ত যৌবনা
এসো হে দগ দগে সুপ্রিয় দহন;
মনোলোভা লাভা হাড়কাঁপানো শীতে
এই সুপ্রিয় সুন্দর ক্ষত তোমাতেই হইবে প্রশমন।

আনমনে ভ্রমরের গুঞ্জনে তাই কয়ে যাই
হে সুপ্রিয় অভিপ্রায়, লাউয়ের ডগার মতো
বেড়ে যায় প্রেম বসন্ত যে আগতপ্রায়,
হলুদ সরষে ফুল কানামাছি খেলে তাই
গায়ের মেঠোপথ গোধূলির আলো মেখে
রাতের আঁধারে ডোবে যায় নশ্বর দুচোখে
তবু প্রেমতো হারায় না
ডুবে না অস্তররি মতো
তা চিরন্তন সুন্দর শাশ্বত ।

শব্দের আভরণে ঢেকে দিলে
মুড়ে দিলেই ঘুণে ধরা বিবেকের মতো
কখনো কী অবোধ্য হায়ারোগ্লিফিক্স হয়ে যায়?
হয় না।

বরঞ্চ দিনে দিনে তা আরও হয় প্রগাঢ়
ডালপালা ছড়িয়ে ক্রমাগত প্রশস্ততরো
বহুকাঙিক্ষত শারদ পূর্ণিমা যেন
যেখানে রুপোলি আলোয় আঁধারের মৃত্যু অনিবার্য।





মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে বেশ ভাবনাময় প্রকাশ কবি দা

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব,

তবু প্রেমতো হারায় না
ডুবে না অস্তররি মতো
তা চিরন্তন সুন্দর শাশ্বত ।

খুব ভালো লেগেছে।

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

জুল ভার্ন বলেছেন: কী সুন্দর করে লিখেছেন!
ধন্যবাদ কবি। +

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: beauty lies in the eyes of the beholder

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লিখা

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: beauty lies in the eyes of the beholder

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০২

ডঃ এম এ আলী বলেছেন:




বিখ্যাত মিশরীয় হায়ারোগ্লিফিকস গুলি (চিত্রলিপি) অন্য অনেক প্রাচীন সংস্কৃতির চিত্র লেখায়
ব্যবহৃত হয়েছিল , কেউ কেউ তাদের হায়ারোগ্লিফগুলি পাথরে খোদাই করেছিলেন-

অন্যরা কাদামাটির মধ্যে লেখা চাপতে বা কাগজের মতো উপকরণগুলিতে লিখেছিলেন,
আপনি তা সুন্দর করে কাব্যকারে গায়ে চলার পথে দেখা সর্ষে ফুলের ক্ষেত্রটি সাথে নিয়ে
সামুর পাতায় আঁকলেন , তবে তা কেন হায়ারোগ্লিফিক্স হবেনা??
সুখপাঠ্য কবিতাটি পাঠে ভাল লাগল।

শুভেচ্ছা রইল

২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা। এখানো হায়ারোগ্লিফিক্স দুর্বোধ্যতা বুঝানের চেষটা করা হয়েছে। ভালবাসার মানুষ ভালবাসা সহজে অনুধাবন করতে পারে। তা দুর্বোধ্য নয় কখনই ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
অসাধারণ! অসাধারণ!


যদিও সতত প্রবাহমান অস্থিতে মজ্জায়
এসো হে অনন্ত যৌবনা
এসো হে দগ দগে সুপ্রিয় দহন;
মনোলোভা লাভা হাড়কাঁপানো শীতে
এই সুপ্রিয় সুন্দর ক্ষত তোমাতেই হইবে প্রশমন।

২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৯

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতো চিন্তার খোড়াক প্রিয় ভ্রাতা :)
জটিলবাদ।

৮| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লেই আমার আফসোস হয়। আমি কেন কবিতা লিখতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.