নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এমন মেঘলা দিনে—
ভাবি বসে আনমনে—
ঘেমে যায় তন ।
স্বান্তনা পাই মনে ভেবে অশ্বস্তি ক্ষণ শেষে
এই বুঝি এসে যায়
পদছাপ রেখে যায়.
এইতো বহে হাওয়া এখন।
হবে কী তবে পাওয়া?
অন্ধকার হয়ে আসে
এখনই আসবে বোধ হয়,
এইতো চলে এলো ধরাতে
রিমঝিম সঙ্গীতে এই বর্ষাতে
বৃষ্টি যে এমন করেই হয়।
. .মনময়ূরী নাচে তাই
আনন্দে আহলাদে
তোমার ঐ উদাসী মন
মনে মনে আমাকেই যেন কাছে চায়,
এমন বাদল দিনে ভাবছি বসে অনুক্ষণে
তোমার আমার মিলন অভিপ্রায়
প্রেমের অনুরাগে।
এখন মন উচাটন
রিমঝিম রিমঝিম শন শন
ভিজে যায় ভিজে যায় তনুমন
যেন তোমার মন পাওয়াতে..
২০ শে জুন, ২০২২ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
২| ২০ শে জুন, ২০২২ বিকাল ৫:০২
সোনাগাজী বলেছেন:
সিলেটের পানি কোন পথে নামার কথা, কোন কোন এলাকা হয়ে নামার কথা, কোথায় কোথায় বাধা পাচ্ছে, সেটা নিয়ে কোন ম্যাপ আছে আপনার কাছে? কিংবা সংগ্রহ করতে পারবেন আপনাদের ডিভিশন থেকে?
২০ শে জুন, ২০২২ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমার কাছে ম্যাপ নেই। তবে সুনাম গঞ্জে ফ্লাসফ্লাড আর্লি ওয়ার্নিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার অছে। আমরা কয়েকটি ডিভাইস বসিয়েছিলাম সুরমা নদীতে যেগুলো থেকে পানির লেয়ার সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। পানি বের হওয়ার পথ নদী নালা খাল বিল নিম্নভূমি এসব। এখন যদি কোন অবকাঠামো বা রাস্তা নির্মাণ করা হয় তাহলে সেগুলো নীচে যথেষ্ট পরিমান ফাকা রাখতে হবে। মনে রাখতে হবে বন্যার পানি শুধু নদী নয় নিম্নভূমি বিল জলাশয় উপচে পড়ে সাগরের দিকে ছুটে। সেখানে বাঁধা পরলেই বন্যা হয় । প্রলম্বিত বন্যা হয় । এখন দেখতে হবে প্রাকৃতিক ভূমির কতটুকু আর্টিফিসিয়ালি ফিলিং হয়েছে .... ।
৩| ২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
২১ শে জুন, ২০২২ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
৪| ২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
মনিরা সুলতানা বলেছেন: আহা আহা বর্ষার উদাসী কাব্য !
২১ শে জুন, ২০২২ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
৫| ২০ শে জুন, ২০২২ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে জুন, ২০২২ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
৬| ২০ শে জুন, ২০২২ রাত ১১:৪৯
লেখার খাতা বলেছেন: কবিতায় বাদল দিনের কথা গুলা সুন্ডর!
২১ শে জুন, ২০২২ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
৭| ২১ শে জুন, ২০২২ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২১ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬
মিরোরডডল বলেছেন:
কবিতাটা পড়ে প্রিয় ব্লগাপুটাকে মিস করছি ।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আমারও তার আগমন প্রত্যাশি।
৯| ২২ শে জুন, ২০২২ রাত ১২:২৬
ঢুকিচেপা বলেছেন: বাদল দিনে উচাটন মন ভিজে যাক রিমঝিম বৃষ্টিতে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।