নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কখন থামবে বৃষ্টি?

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭



কখন থামবে বৃষ্টি?
কখন যে মিলবে মুক্তি!
এই বন্দী দশা থেকে—
ক—তো কাজ পড়ে আছে
আমার, ঘরের বাহিরে
তাই অপেক্ষায় আছি।

আকাশ আঁধার কালো
অঘোর বৃষ্টি চলছে অবিরাম
খুব সহসা বোধ হয়
থামবে না আর এবার
ঘরে আটকা পড়ে
ভাবছি বসে বসে
কাতো কাজ যে পড়ে আছে
কেন যে বিধি বাম ।

আগে বৃষ্টি হলে
পড়তো তোমায় মনে
ভিজে ভিজে মনের ময়ূর মহলে
তোমায় খুঁজে পেতাম।

এখন কোথায় আছো কে জানে
তখন কিন্তু বন্ধু
ঠিকই ধরে নিতাম,
তুমি আমায় বাসলে ভালো কেবল
বৃষ্টি হতে পারে— এমন অবিরাম।

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি রাজ্যের অনাসৃষ্টি
তবুওতো এতো কাজের ভীড়ে মনের মাঝে—
তোমায় খুঁজে পেলাম ।


মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু আমি তো চাই প্রতিদিন বৃষ্টিময় হোক।চারদিক সবসময় সবুজ হয়ে থাকুক।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কখন থামবে বৃষ্টি?
কখন মিলবে মুক্তি?
কখন যাবো কাজে
ঘরের বাহিরে..

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




কোথায় পেলেন অমন বৃষ্টি যে থামছেই না? আমি তো বৃষ্টির প্রতীক্ষায় বসে থাকি এই ভ্যাপসা গরমে কিন্তু কয়েক ফোঁটা পড়েই সে যে উধা্ও। :(

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এ্খানে গত কয়েকদিন ভালই বৃষ্টি হলো তবু গরম ছাড়ছে না । তবে বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটায় ।

ভাল থাকবেন সবসময় ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬

ইসিয়াক বলেছেন: যশোরে কাঠ ফাটা রোদ আর প্যাঁচপ্যাঁচে গরমে অতীষ্ট প্রিয় কবি। কি যে দূর্গতি.... অনেকদিন পরে আজ একটু মুষলধারে বৃষ্টি হলো।আরও হোক বৃষ্টি, না হলে যে ফসল হবে না, পানির স্তর নেমে গেলে ইরি/ বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হবে।
বৃষ্টি হোক কবি।

কবিতা ভালো হয়েছে।

শুভকামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ দুটোই হট টপিক। এসব নিয়ে জ্ঞান চর্চা আর গবেষণার উৎসব চলছে ।
।আমাদের গ্রামে নিচু জমি গুলো মাটি কাটার ফলে স্থায়ী জলাধারে পরিণত হয়েছে। বলতে গেলে বারোমাস পানি থাকে সেগুলোতে কৃষিকাজ হয় না ।মাছ চাষ হয় । মাছ চাষীরা এখন বর্ষাকালে পুরো জলাভূমি নিজেদের ভূমি দাবী করে সাধারণ মানুষদের মাছ ধরা ব্যহত করে। অদ্ভুত একটা দেশ। মাটি খেকো মাটি খেয়েছে। আর মাৎজীবী বলতে গেলে মানুষের জমি দখল করে বসে আছে। তাদের ছেড়ে দেয়া মাছ যেখানেই বিচরণ করুক বিচরণ ক্ষেত্র যেন তাদের মালিকানায় ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ দুটোই হট টপিক। এসব নিয়ে জ্ঞান চর্চা আর গবেষণার উৎসব চলছে ।
।আমাদের গ্রামে নিচু জমি গুলো মাটি কাটার ফলে স্থায়ী জলাধারে পরিণত হয়েছে। বলতে গেলে বারোমাস পানি থাকে সেগুলোতে কৃষিকাজ হয় না ।মাছ চাষ হয় । মাছ চাষীরা এখন বর্ষাকালে পুরো জলাভূমি নিজেদের ভূমি দাবী করে সাধারণ মানুষদের মাছ ধরা ব্যহত করে। অদ্ভুত একটা দেশ। মাটি খেকো মাটি খেয়েছে। আর মাৎজীবী বলতে গেলে মানুষের জমি দখল করে বসে আছে। তাদের ছেড়ে দেয়া মাছ যেখানেই বিচরণ করুক বিচরণ ক্ষেত্র যেন তাদের মালিকানায় ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই,
অনেক দিনের পরে আজি বৃষ্টি এলো,
শুরু না হতেই তাজে থামিয়ে দিতে চান কেনো?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দরকার ছিলো যে

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭

জ্যাকেল বলেছেন: এমন যদি হতো বাবুই পাখির মতো ........... :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.