![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তার উদাত্ত আহবানে আগ্নেয়গিরির জ্বালামুখ যেন গোটা দেশ
মুক্তিপাগল বীরজনতা যেন উত্তপ্ত লাভা
বিক্ষোভে ফেটে পড়ে লাভার উদগীরণ সন্নিকটে
যেন এখনই হবে উদগীরণ আগ্নেয়গিরির মতন
শোষণ নিপীড়ণ দুঃশাসন গুড়িয়ে দিতে বদ্ধ পরিকর।
একটা তর্জণী বজ্রকন্ঠস্বর যেন দিয়শলাইয়ের কাঠি
আমি যদি হুকুম দিবার নাও পারি
সিংহের গর্জন বজ্রনিনাদ টর্নেডো সাইক্লোন
আর আমাদের দাবায়ে রাখতে পারবা না
রেসকোর্স ময়দান জনসমুদ্র
সুনামির ঢেউ যেন উত্তাল উদ্যম
কবিতার মন্ত্রে উজ্জীবিত সবে
রক্তযখন দিয়েছি আরও রক্ত দিবো
তবুও এদেশের মানুষদের মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার
মোরা সবাই পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্ত বিহঙ্গ দূরন্ত দূর্বার
বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো..জয় বাংলা!!!
ছবি -নেট থেকে
০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মনের কথা কারো শেখানো বুলি নয়। কবিতা আমার মনের কথা। মন থেকেই লেখা। কত কিছু বদলায় কবিতা হলো সত্যের পথে চলা।
২| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারি কয়েকটি ভাষনের অন্যতম সেরা ভাষণ -
১৯৭১ এর উত্তাল বিকেলে একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল।
কিন্তু খুনি জিয়া ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ মার্চের ভাষণ ‘নিষিদ্ধ করেছিল’।
এবং ২১ বছর পর্যন্ত মিডিয়াতে নিষিদ্ধ ছিল বঙ্গবন্ধু, জয় বাংলা, ও ৭ই মার্চের ভাষন।
হত্যাকারি চক্র সুধু মুজিবকেই হত্যা করেনি, ইতিহাসকেও হত্যা করেছিল।।
৭ মার্চের ভাষণ নিয়ে আমার একটি পুরোনো লেখা সময় থাকলে পড়ে দেখবেন।
ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারি কয়েকটি ভাষনের অন্যতম সেরা ভাষণ
০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সময় করে দেখতে হবে । কমেন্টে ও শেয়ারে ধন্যবাদ হাসান কালবৈশাখী ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৩
সোনাগাজী বলেছেন:
আপনিযাঁকে সিংহ ডাকছেন, তাঁকে যেই গন্ডার হত্যা করেছে, সেই গন্ডারের স্তুতি আমি শুনেছি আপনার কবিতায়।