নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিনম্র শ্রদ্ধা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর!!!!

০৮ ই মে, ২০২৩ রাত ১২:০১

কতো সহজ করে করলে প্রকাশ
মানব মনের অব্যক্ত অজানা মনোভাব।
প্রস্ফুটিত ফুলের মতই সুবাসিত যেন তা
মনোলোভা এক পোস্টার ।
রহস্যময়ী রমণী হৃদয়ের কথা
ছোট গল্প অজস্র কবিতা
তোমার কলমের আঁচড়ে পেয়েছে নতুন মাত্রা ।
তোমার সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ আমরা সবাই,
তুমি যেন বিশ্বের বিস্ময় অনন্ত এক প্রতিভা।
তোমার লেখা আজও যে ঘুরে বেড়ায়
প্রিয়তমার তৃষিত ঠোঁটে , মুগ্ধ পাঠে
রাজনীতির মঞ্চে নাটকে সিনেমায় গানে
বাংলার আকাশে বাতাসে
ষড় ঋতু পরিক্রমায়,
পাল তোলা নৌকায় উত্তাল সাগরে অরণ্যে নগরে
গগণে গরজে মেঘ ঘন ঘোর বর্ষায়
শরতের সাদা মেঘ পালতোলা নৌকায়
হাড়কাঁপানো শীতে হলুদ বসন্তে
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা অবাক করা ছন্দে
মনের আনন্দে
তুমি যেন লিখে গেলে গোটা এক পৃথিবী।
রবির তেজ নিয়ে তুমি যেন রবি তাই
বাংলার মধ্য গগণে
শত বৎসরের ও পরে
তুমি আছো বেঁচে অপার মহিমায়
তুমি রবে আরও যুগ যুগ ধরে সোনার বাংলায়।
বিনম্র শ্রদ্ধা তোমায় তাই আজিকার এই দিনে।









মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৩ রাত ২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

২| ০৮ ই মে, ২০২৩ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই মে, ২০২৩ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: একটা ব্যাপার খেয়াল করলাম ২৫শে বৈশাখ গেলো কবি গুরু কে নিয়ে বাংলাদেশের কোথাও কোন আয়জন নাই । বোঝা যাচ্ছে দেশে পাইক্কাদের ভুত ভালই খেল দেখাচ্ছে।

০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: পাক চামচিকারা নিজেদের আবার স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে। কবি গুরুর সৃষ্টি ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ । বাংলা সাহিত্যের সরববৃহৎ মাইল ফলক হলেন আমাদের রবীন্দ্র নাথ।

৪| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.