নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি কালো ছেলে দারুন ভালো খেলে
তার বয়স মোটে বাইশ তিনি যে ভিনি পেলে ।
খেলার মাঠে বার বার তিনি ফাউলের শিকার
ভালো খেলেন বলেই থামাতে হয় যে তাকে
তার গতি আর দক্ষতার জুড়ি মেলা ভার ।
গোল অথবা এসিস্ট দুটোতেই তিনি সমান দক্ষ
তারে নিয়ে তাই সদা দুশ্চিন্তায় থাকে প্রতিপক্ষ
ফুটবল বিশ্বের তিনি একজন দামী খেলোয়াড়।
দুঃখের বিষয় এই আধুনিক এই পৃথিবীতে
তিনি কেন খেলার মাঠে ঘৃণ্য বর্ণ বাদের শিকার।
ধিক্কার জানাই ঘৃণা জানাই করছি এর প্রতিবাদ
বন্ধ করো হে ঘৃণ্য মাদ্রিদ তোমার বর্ণবাদ ।
ভিনি পেলে দারুণ খেলে দ্বিমত নেই যে কারো
দুঃখের বিষয় মানুষে মানুষে চামড়া ভেদে
কেন এতো ভেদাভেদ রয়ে গেছে আজ ও।
তার ও যে আছে মানুষের মত সমান অধিকার।
কোথায় আছে দাঁড়িয়ে আজ বিশ্ব মানবতা
বন্ধ করো ধ্বংস করো এই আদিম বর্বরতা।
ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই সমান
সবারই যে আছে তাই সমান অধিকার
তবুও কেন ফুটবল বিশ্বে এমন অবিচার?
ঘৃণা জানাই ধিক্কার জানাই করছি প্রতিবাদ
ঘৃণ্য মাদ্রিদ নির্বিচারে বন্ধ করো ঘৃণ্য বর্ণবাদ।
ছন্দময় ফুটবল আজও কেন সৌন্দর্য হারায়
আদিম বর্বর বর্ণবাদ এর কবলে পড়ে
শত ধিক ঘৃণ্য মাদ্রিদ হে শত ধিক তোমারে।
এগিয়ে চলো ভিনি পেলে আমরা আছি
তোমার সাথে আছে মানবতা
বৈষম্য হীন পৃথিবী চাই মোরা এটাই সাফ কথা।
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: খেলা আমার পছন্দ। তবে এখানে বর্ণবৈষম্যের বিষয়টিই প্রধান ।
কমেন্টে ধন্যবাদ।
২| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:১৭
অর্ক বলেছেন: এই খেলোয়াড়েরও বাড়াবাড়ি আছে। বেশি কথা বলে। আচরণ ভদ্র, সভ্য নয়। শিষ্টাচারের অভাব। প্রেস কনফারেন্স, সাক্ষাৎকারে বিভিন্ন সময় দেখেছি। এখনও অনেককিছু শেখার আছে ওর। ভালো খেলোয়াড় নিঃসন্দেহে। নিজেকে শোধরানোর বিস্তর সুযোগ আছে। আরও পরিণত আচরণ করতে হবে। ওরই স্বদেশী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো এই স্পেনে খেলেই নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। সে কিন্তু এসব নিয়ে মোটেও এভাবে উচ্চবাচ্য করেনি। বরং নিজের খেলা খেলে গেছে। গ্যালারির দর্শকদের সঙ্গে ওভাবে গালিগালাজ, হাতাহাতিতে জড়ানো হাস্যকর, অতিশয় ছেলেমানুষী। এভয়েড করা যেতো। সিংহভাগই করে থাকে। এ উল্টো ওদেরকে উসকে দেয়। ভালো কাউন্সিলিং দরকার।
বর্ণবাদ তো সুদূর, গ্যালারির দর্শকদের কোনওরকমেরই অভদ্র, অসভ্য আচরণ সমর্থন করি না। স্পেন, ইতালির ফুটবল ফেডারেশনের এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে। অতি উৎসাহী দুয়েকটাকে শনাক্ত করে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ফিফাকেও এসব নিয়ে নড়েচড়ে বসতে হবে।
ধন্যবাদ।
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই বলে বর্ণবৈষম্য কারো কাম্য নয় ।
কমেন্টে ধন্যবাদ ।
৩| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: পৃথিবী থেকে বৈষম্য চিরতরে দূর হোক।
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
৪| ২৮ শে মে, ২০২৩ রাত ১১:২৪
কলাবাগান১ বলেছেন: "তোমার সাথে আছে মানবতা
বৈষম্য হীন পৃথিবী চাই মোরা এটাই সাফ কথা"
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক। বৈষম্যহীন পৃথিবী চাই ।
৫| ২৯ শে মে, ২০২৩ রাত ১:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: পৃথিবী থেকে বৈষম্য চিরতরে দূর হোক।
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সেটাই সবার কাম্য হওয়া উচিৎ ।
সবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
৬| ২৯ শে মে, ২০২৩ সকাল ১০:১৫
কিরকুট বলেছেন: সাদা কালো বৈষম্য আজীবন থাকবে ।
২৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বর্ণবৈষম্য নিপাত জাক।
৭| ২৯ শে মে, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: ফুটবল অসম্ভব প্রিয় খেলা। ছোটবেলায় অনেক ফুটবল খেলেছি। এখন পারিই না। বয়স বাড়ছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ফুটবলার নিয়ে লিখেছেন
খেলা এত পছন্দ করেন
সুন্দর হইছে