নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একবার দেখি,
বারবার দেখি,
সে যে মোর সোনা পাখি!
সে যেন মোর যক্ষের ধন
বুকে আগলে রাখি, তারে ছেড়ে
দূরে একলা কমনে যে থাকি ?
আহা থাকতো যদি মোর দুটি ডানা
এক পলকে যেতাম উড়ে
তারে লয়ে কোলে করতাম আদর!
সে যেন মোর বুকের ভেতর
সুখের পরশ মণি সুখ পাখি
কমনে একেলা থাকি।
শূণ্য অর্থহীন লাগে সব ই তারে ছাড়া
তারে একবার দেখি
বারবার দেখি তার অবয়ব
অভিমানী ঠোঁট আহা কত যে দুর্লভ লাগে প্রাণে
দেখে দেখে তৃষ্ণা মেটে মোর চাতক এই প্রাণের
সে যেন মোর একটা পৃথিবী।
মুগ্ধ হয়ে দেখি প্রত্যাশার দীপ জ্বেলে,
তারে যেন সযত্নে আগলে রাখি মোর এই বুকে।
...
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৩
স্প্যানকড বলেছেন: এহন মেট্রোরেল আছে। নতুন নতুন সড়ক ব্রীজ আছে। খালি যাওয়ার ইচ্ছে থাকা চাই। পাখা নাই তাতে কি? হা হা হা ভালো থাকবেন খুব
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: যাওয়ার ইচ্ছে ও আছে । ধন্যবাদ কমেন্টে ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:১০
ডঃ এম এ আলী বলেছেন:
কবিদের সারাটা জীবনেই থাকে যেন না পাওয়ার এক আক্ষেপ। এই কবিতাটি পাঠে মনে বাজে
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ কবিতার কথা ।
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখ নি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তা'রে
যে-পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ,
সহজ বিশ্বাসে সে যে
করে তা'রে চিরসমুজ্জল।
বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু,
এই নিয়ে তাহার গৌরব।
লোকে তা'রে বলে বিড়ম্বিত।
সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।
কিছুতে পারে না তা'রে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভান্ডারে।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার।
(রবিন্দ্রনাথের 'শেষলেখা' কাব্যগ্রন্থের শেষ কবিতা এটি)
তেমনি করেই এ কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ ধরে বলা যায় যথা
শুন্য অর্থহীন লাগে সব ই তারে ছাড়া
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তারে যেন সযত্নে আগলে রাখি মোর এই বুকে
এমনতর অনুভুতির সহজ সরল প্রকাশই এনে দিবে শেষ পুরস্কার এ কবিতার কবিকে ।
ধন্যবাদ, ভাল লাগল আপনার সে যে মোর কবিতাটি পাঠে ।
কামনা করি এমনতর পুরস্কারের বলে বলিয়ান হয়ে সুদির্ঘকাল ধরে
অপনি লিখে চলুন এমন ধারার সুন্দর সুন্দর কবিতা ।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা ।
শেষের কবিতার অমিত আর লাবণ্য সত্যি অসাধারণ । সুন্দর ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১০
খায়রুল আহসান বলেছেন: স্বপ্নীল ভাবনার কবিতাটি ভালো লাগল। + +
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। সবার কমেন্টের জবাব দেয়া হবে সময় করে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫
বিজন রয় বলেছেন: বার বার দেখতে থাকুন কবি! তবেই না আসবে নতুন নতুন কবিতা!