নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
না দেখেই যুক্তি সংগত মুগ্ধ হওয়ার মতো
সেই একজনই আছে যেন ধরাতে ।
মুখে যেন তার ছোটে হাসির ফোয়ারা
নদীর কলকল ছলছল ধ্বনিতে
দুচোখে খুশির ঝিলিক তাতে দিক্বিদিক
জ্ঞানশূন্য প্রেমিক আমি ।
দুঃখে আমার দুচোখে তার যেন বহে শ্রাবণ ধারা
তিনি এক নিমগ্ন শিল্পী রং তুলি হাতে।
পৃথিবী জয়ের দীপ্তি তার চোখে মুখে লেগে থাকে
কিন্নরী কন্ঠে তার, অপরাজিতার প্রতিশ্রুতি
রবীন্দ্র নজরুলগীতি যেন সুর লহরী
ধিনত ধিনতা নাচে প্রণয়ের বীণটা মোর বাজে
সঙ্গম রচনায় দৃঢ় প্রতিশ্রুতি লয়ে।
রান্নাঘরে রন্ধন শিল্পে পাঠশালায় কাব্য হাতে
তার মতো এমন নিপুণ রাঁধুনি আমার জানা নেই
এমন আর একজন ও যেন নেই এই ধরাতে।
কোথাও আর পাবে না খুঁজে এর একটি ও
এমন প্রেম লয়ে বুকে মত্ত অপ্রেমের খেলাতে।
এমন মেয়ের প্রেমে পড়া বারণ যেন চিরো নিষিদ্ধ
গন্দমের মতো অকারণ অনিবার্য চিরো ধ্বংসযজ্ঞ
তা ডেকে আনতে পারে ধরাতে ,
যেমন করে মরে পোকা আগুনে।
এমন গুণবতীর প্রেমে পড়া যে নামুঙ্কিম ফাগুনের আগুনে।
সে এমনই উচ্ছ্বল একজন যে প্রেমে মরা
অবলা এক মনে
ঢেলে দিয়েছে কবিতার ঐশ্বর্য
হাতে তুলে দিতে পারে প্রেম বীণা যৌবনের অনুরাগে
সে বেমালুম ভুলিয়ে দিতে পারে
সব অতীত রক্ত ক্ষরণ এই ভগ্নহৃদয় হতে
যেন এক নিমেষে ।
সেই নিঠুরিয়া যে চির অভিমানী, প্রতীক্ষীত
প্রেমিক হৃদয় তার সব জেনেও বার বার
করে সীমা লংঘন,
তা যেন ভীষণ দরকারি
এমন অপ্রেমে তা টনিকের মতো কাজ করে।
অভিমানী দূরে থেকে বার বার টেনে তুলে
নিমজ্জিত প্রেমিকের হাত অসীম প্রেমে
তা যেন এক মায়াবতীর প্রণয়ের দ্বার খুলে ।
২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮
সোনাগাজী বলেছেন:
কবিতাকে কি হৃদয়ের ভাবকে প্রকাশ করতে পারে?
২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কি মনে হয় ।
আমার মনে হয় পারে।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
হ্যা.... জীবনে একজনই থাকে তীব্র আকাঙ্খার কিন্তু তাকে রাখতে হয় গন্ধমের মতোই নিষিদ্ধতার আবরনে।
আপনার কবিতার দিন দিন উন্নতি হচ্ছে কিন্তু।
২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
কবিতা কবি আর কবিতা মিথোস্ক্রীয়া ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: আপনি যে পরিমান কবিতা লেখেন, সেই পরিমান কবিতা পড়েন?
এই কবিতাটির বিষয়বস্তু অনেক বড় করে তুলে ধরেছেন।
কিন্তু কবিতাটি ছান্দসিক হয়েছে কি?
একটু দেখবেন।
২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে
সেই সহজ অংশে ছন্দপতন শুধু প্রেমের কারণে।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন দাদা।