নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য আমরা করি..

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩




দেশের জন্য আমরা করি সারারাত জেগে থেকে;
তন্য তন্য করে . অন্বেষণ করি
প্রচন্ড শীত লু হাওয়া সহ্য করে
বৈরী হাওয়ায়, দূরে রেখে
পরিবার পরিজন বসতবাড়ি সুদীর্ঘ সময়
আমরা যে চিরোনিবেদিত প্রাণ
দেশের তরে দশের তরে
খনিজ সম্পদে সৃমৃদ্ধ বাংলাদেশ
গড়বো মোরা, এই করেছি পণ।
একাত্তরে চেতনায় উদ্বুদ্ধ হয়ে
নিরলস সাধানায় ভাষা আন্দোলনের মাসে
আমরা যে আছি খোলা আকাশের নীচে
সঙ্গী ছিলো মোদের ঘন কুয়াশা বৈরী প্রকৃতি
প্রতন্ত এলাকায়, ধান শালিকের এই দেশে,
শিশির ভেজা দূর্বাঘাসে আমরা হেরি
অমিত সম্ভাবনার দ্বার; প্রভাত ফেরি।
যতটুকু সাধ্য আছে দেশের তরে দশের তরে
মোদের ঘামে মেধা শ্রমে নিরলস সাধনায়
যদি পারি শোধিতে কিছুটা ঋণ, মহান একাত্তরে
লাখো শহীদের জীবন দানের,
যদি পারি খনিজ সম্পদে সমৃদ্ধ স্বদেশ গড়ে
আমরা প্রার্থনা করি— স্রষ্টার দরবারে
আমরা গবেষণা করি মানবতার কল্যাণে
খনিজ সম্পদে সমৃদ্ধ স্বদেশ ব্রত মোদের
সারারাত খোলা আকাশের নীচে জেগে থেকে
পূর্ণিমা চাঁদের আলো মাঠের ধূলো গায়ে মেখে
প্রত্যন্ত এলাকায় পীরগঞ্জে কাশিমপুরে
নিরলস সাধনা যে— আমরা করি।
শীত শেষেই ফাগুন আসে
পলাশ শিমুল আমের বনে ঘ্রাণে
আমাদের এই কর্মযজ্ঞ
স্মার্ট বাংলাদেশ গড়ার পথে যেন আশার প্রদীপ
দৃপ্ত পদক্ষেপ— দেশকে অপার ভালোবেসে।


মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মেঘবৃষ্টির গল্প বলেছেন: স্যালুট আপনাকে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেঘবৃষ্টির গল্প । যদিও এখন শুধু শিশির কুষাশার শীতের গল্প চলছে। আপনার গল্প শুনতে বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

নয়ন বড়ুয়া বলেছেন: ছবিতে আপনি নাকি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আমি। কমেন্টে ধন্যবাদ। শুভকামনা ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

এম ডি মুসা বলেছেন: নিরলস সাধানায় ভাষা আন্দোলনের মাসে আমরা যে আছি খোলা আকাশের নীচে সঙ্গী ছিলো মোদের ঘন কুয়াশা বৈরী প্রকৃতি প্রতন্ত এলাকায়, ধান শালিকের এই দেশে, শিশির ভেজা দূর্বাঘাসে আমরা হেরি শুভ সন্ধা সেলিম সাহবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সন্ধ্যা । নিরন্তর শুভকামনা্ ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



মাটির নীচে পানির লেভেলের কি অবস্হা?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনি হয়তো দেশের পানির লেভেল নিয়ে জানতে চেয়েছেন । বর্তমান কাজে আমরা পানি কিয়ে কাজ করছিনা লোহা কপার কঠিন পদার্থ খুজছি। তবে বাংলাদেশ ভূূআভ্যন্তরীণ পানি সম্পদে সমৃদ্ধ হলেও । চাষের সময় শুষ্ক মৌসুমে পানির স্তর অনেক নিচে নেমে যায় । মানুষের কর্মকান্ডের কারণে এসব পানি আশংকাজনক ভাবে দূষিত হচ্ছে। আর সীমান্ত নদীপথ প্রতিবেশী রাষ্ট্র বাধ দেয়ায় পানির লেয়ার নীচে নেমে যাচ্ছে। নদীগুলোর দূষণ ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিৎ করতে না পারলে দেশের অবস্থা আশংকা জনক ।
ঢাকা মহানগরীতে পানির লেয়ার নীচে নেমে গেছে অনেক খানি। আগে আপার ডুপিটিলা থেকে পানি সংগ্রহ ও সরবরাহ করতে ঢাকা ওয়াশা। আর এখন লোয়ার ডুপিটিলা থেকে এমন কি কিছু এলাকা নদীর পানি বিশোধন করে থেকে সরবরাহ করা হয় ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



চট্গ্রামে অনেক দুষ্ট কলকারখানা ভুগর্ভের পানি তুলছে অকারণে; তারা নদী থেকে পানি আনলে লাভে কম হবে; এরা জাতিকে বিপদের মাঝে টেনে নিয়েছে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেকার সমস্যার সমাধান না হলে স্মার্ট বাংলাদেশ হবে না।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: পানির কথা পড়ে তুরাগ নদীর কথা মনে পরে গেল। এই নদী এখন দেখলে মন খারাপ হয়ে যায়। কি সুন্দর ,স্বচ্ছ পরিষ্কার পানি ছিল। আমার কৈশরে এই নদীর পানি খেয়েছি আমি। একটু পর পর শুশুক দেখা যেত। সেই নদী দূষণ দখলে নালায় পরিণত হয়েছে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশাত্মবোধক কবিতা ভালো হয়েছে। ঢাকা শহরের নদীর পানিতো দূষিত এমনকি বৃষ্টির পানিও দূষিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।



৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: গ্রেট কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.