নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভ্যবসা গরমে মনে পড়ে!!!!

২২ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৮

ভ্যবসা গরমে মনে পড়ে
তপ্ত মরুর বুকে প্রিয় নবীর
কসরত মোজাহেদা, আরবের ঘরে ঘরে
দরজার কড়া নেড়ে দ্বীনের দাওয়াতে
তিনি দিতেন দ্বীনের আলো
অজ্ঞতার আঁধার দূরে ঠেলে
তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন
কোমল ব্যবহার উন্নত চরিত্রের সমন্বয়
তবু যারা অহেতুক অঞ্জতার বশে
উল্টা পাল্টা প্রলাপ বকে
তারা কি জানে না?
নূহ নবীর দাওয়াত কবুল করে গোটা কয়েকজন
যারা বেঁচেছিলেন বাকিরা হয়েছিলো প্লাবণ আজাবে ধ্বংস।
যদি দশজন কাফেরের কল্লা কেটে আল্লাহর ‘আযাবে
ধ্বংস প্রাপ্ত মানুষ সব পেতো মাফ ধ্বংসযজ্ঞ থেকে
তবে কী হতোনা এই কতল হিতকর?
মানুষের জন চির কল্যাণকরার।
যদি স্রাষ্টার আদেশে করা হয়
তা তো অলংঘনীয় মুসলমানের জন্য।
সাফ কথা শেষ নবী ছিলেন মহানুভব
জাহান্নামের অগ্নি থেকে যেন মানুষ
রক্ষা পায় সেজন্য সহস্র বিনিদ্ররাত
কেঁদেছেন প্রার্থনায় , মঙ্গল কামনায়।।
পরকালে রোজ হাশরের দিনে
তিনি বলবেন ইয়া উম্মাতি! ইয়া উম্মাতি!!
যখন তুমি আমি সকলে ইয়া নাফসি! ইয়া নাফসি !!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কি ধৈর্য আর কত?
আয় বৃষ্টি আয়
চাই না আর দাবদাহ
আল্লাহ তুমি রহম কর-----------

ভাল থাকবেন কবি দা

২| ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:




অসাধারন হয়েছে কবিতা ।
প্রতিটি ছত্রে রয়েছে নবি প্রসংসা ।
শুনেছি পাপ যায় আল্লাহর প্রসংসা
আর নবি নাম গেয়ে।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.