নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিজে বাঁচো— আমাদেরও বাঁচাও ।

২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২০



ষোলকোটি মানুষের জন্য
যারা যোগাড় করে অন্ন
তাদের কথা ভাবি
তাদেরও যে আছে দাবি
ভালোভাবে বেঁচে থাকার জন্য ।
উজানে আন্তনদী সংযোগে
ও নিত্য নতুন বাঁধ বিনির্মাণে
বদলে যায় নদী প্রবাহ— বাড়ে যে দূর্গতি।
উত্তর বঙ্গের চাষীরা এখন ভীষণ সংকটে
সংকটে সব নদী।
সংকটে গোটা স্বদেশ- এই উপমহাদেশ
সতত তাই বিপন্ন প্রকৃতি; নদীর চলার পথে
কিংবা বৃষ্টিপাত জলবায়ুতে
পড়ছে তার বিরূপ প্রভাব।
যাদের কারণে আসছে নেমে
চরম দূর্গতি —ধিক্কার জানাই তাদের
তারা যে ধ্বংস ডেকে আনে মানব— সভ্যতার
তারা গড়ে মরণফাঁদ, ভূতাত্ত্বিক জ্ঞানের অভাবে
অবিবেচকের মতন, তার নির্মম পরিহাস
তারা হত্যা করছে নদী— তারা ধ্বংস করছে প্রকৃতি
এখনই যে সময়, ঘুরে দাঁড়াবার।
আমাদেরও আছে যে অধিকার
বেঁচে থাকার, পদ্মা—ব্রহ্মপুত্র —সুরমা— কুশিয়ারার..
ধিক্কার জানাই তাদের
যাদের কারণে আজ বিপন্ন— মানবজাতি।
এখনই যে সময় বদলে দাও! বদলে যাও!!
ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক
সঠিক ভূতাত্ত্বিক জ্ঞানের প্রয়োগে
নিজে বাঁচো— আমাদেরও বাঁচাও ।

বি: দ্র:
ব্লগার একজন নিরুদ্দেশ পথিকের করা পোস্ট নজর কেড়েছে। আমরা নদীগুলো মেরে ফেলছি। মনে রাখতে হবে বাংলাদেশ নদী মাতৃক দেশ । আন্ত সীমান্ত নদীগুলো উভয় দেশের কল্যাণে নিবেদিত। প্রতিটি রাষ্ট্রের অধিকার রয়েছে তাতে। বেঙ্গল ডেল্টা নদী বাহিত পলি দিয়ে গঠিত আর এ অঞ্চলের চাষবাস নদীর উপর নির্ভর শীল। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বরেন্দ্র অঞ্চলে নদী ভূগর্ভস্থ জলাধারে পানি দেয় না বরঞ্চ সেখান থেকে নদীতে পানি আসে। দেশের অনেক জায়গায় এ অবস্থা হতে পারে। বিষয়টি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। এ অবস্থা চলতে থাকলে আগামী ত্রিশ বছরে দেশের কি অবস্থা হবে? নদীর স্বাভাবিক অবাধ প্রবাহ প্রকৃতির দাবি। পরিবেশ ও প্রকৃতি বিপন্ন করে কোন পরিকল্পনা গ্রহণ হিতে বিপরীত হতে পারে। প্রিয় ব্লগারকে ধন্যবাদ । ছবিও সেখান থেকে কিঞ্চি মডিফাই করা।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ কিছুক্ষণ আগে পাঠ করা একটা পোষ্ট দেখে চমৎকার এই লেখাটা লিখেফেলেছেন !!!
ঐ লেখায় আপনার মন্তব্য ভালো হয়েছে।

২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা মিশে গেছে— আমার রক্তে
জানিনা কোন শর্তে,
কবিতাও নাকি এখন আমার
প্রেমে পড়ে গেছে
তাই লিখে ফেলি হরদম কম আর বেশি


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শরীরটা বেশি ভালো নেই। মানুষ কদিন বাঁচে তবুও যে করেছি পণ বাসযোগ্য করে যাবো এই পৃথিবী আমার সন্তানদের জন্য ওরাই যে দেশ আর জাতি ভবিষ্যৎ ।

২| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: "এখনই যে সময়, ঘুরে দাঁড়াবার...."!

২৬ শে মে, ২০২৪ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

করুণাধারা বলেছেন: আমাদেরও আছে যে অধিকার
বেঁচে থাকার, পদ্মা- ব্রহ্মপুত্র- সুরমা- কুশিয়ারার...


খুব ভালো বলেছেন। আমাদের অধিকার আদায় করে নিতে হবে।

কবিতা, সাথের ছবি এবং শেষের ব্যাখ্যা, সবকিছুই খুব ভালো লেগেছে।

২৬ শে মে, ২০২৪ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা হতে হবে আর্তর্জাতিক নিয়ম মেনে ।

৪| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে মে, ২০২৪ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে মে, ২০২৪ সকাল ১১:২১

শেরজা তপন বলেছেন: ভাল লাগল ভাই

২৬ শে মে, ২০২৪ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.