নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেমানটিক

রাকি২০১১

.................

রাকি২০১১ › বিস্তারিত পোস্টঃ

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে র পদার্থবিজ্ঞান পরীক্ষায় নীচের প্রশ্নটা এসেছিল।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

“একটি ব্যারোমিটারের সাহায্যে কিভাবে একটি গগণচুম্বী বহুতল ভবনের উচ্চতা নির্ণয় করা যায় বর্ণনা কর।”



একজন ছাত্র উত্তর দিল-

“আমাদেরকে ব্যারোমিটারের মাথায় একটা দড়ি বাধতে হবে। এরপর ব্যারোমিটারটিকে ভবনের ছাদ থেকে নীচে নামিয়ে মাটি পর্যন্ত নিতে হবে।তাহলে ব্যারোমিটারের দৈঘ্য আর দড়ির দৈঘ্য যোগ করলেই ভবনের উচ্চতা পাওয়াযাবে।”



এরকম সোজাসাপটা উত্তর পরীক্ষককে এমন রাগিয়ে দিল যে তিনি ততক্ষণাত ছাত্রটিকে ফেল করিয়ে দিলেন। এরপর ছাত্রটি যখন বিশ্ববিদ্যালয়ে র কাছে আবেদন করল যে তার উত্তরটি সম্পূর্ণ ঠিক ছিল, তখন বিশ্ববিদ্যালয় একজন নিরপেক্ষ বিচারক নিয়োগ করলেন ব্যাপারটা মীমাংসা করার জন্য।



বিচারক দেখলেন, উত্তরটি সম্পূর্ণ ঠিক, কিন্তু পদার্থবিজ্ঞানের কোন উল্লেখযোগ্য জ্ঞান উত্তটির মাঝে অনুপস্থিত। তাই তিনি ব্যাপারটির মীমাংসা করার জন্য ঠিক করলেন, ছাত্রটিকে ডাকবেন এবং তাকে ছয় মিনিটসময় দিবেন। এই ছয় মিনিটের মধ্যে ছাত্রটিকে মৌখিকভাবে প্রশ্নটির এমন উত্তর দিতে হবে যার সাথে পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলির নূন্যতম সম্পর্ক আছে।



ছাত্র আসল। এসে চুপচাপ পাচ মিনিট ধরেকপাল কুচকে বসে বসে চিন্তা করতে লাগল। বিচারক তাকে সতর্ক করে দিলেন যে তার সময় শেষ হয়ে যাচ্ছে। ছাত্রটি বলল, তার কাছে কয়েকটি যথাযোগ্য উত্তর আছে, কিন্তু সে ঠিক করতে পারছে না যে কোনটা সে বলবে। বিচারক তাকে তাড়াতাড়ি করতে বললে ছাত্রটি যে উত্তরগুলি দিলঃ



“প্রথমত আপনি ব্যারোমিটারটা নিয়ে ছাদে উঠবেন, এরপর ছাদের সীমানা থেকে ব্যারোমিটারটা ছেড়ে দিবেন এবং হিসাব করবেন মাটিতে পড়তে ব্যারোমিটারটির কতটুকু সময় লাগল। এরপর h=(0.5)*g*(t)^2 সূত্রটির সাহায্যে আপনি ভবনের উচ্চতা মেপে ফেলতে পারবেন। কিন্তু ব্যারোমিটারটার দফারফা হয়ে যাবে।”



“অথবা যদি রোদ থাকে তাহলে ব্যারোমিটারটার দৈঘ্য মাপবেন। এরপর ব্যারোমিটারটাকে দাড়া করিয়ে এর ছায়ার দৈঘ্য মাপবেন। এরপর ভবনের ছায়ার দৈঘ্য মাপবেন। এবং এরপর অনুপাতের ধারণা ব্যাবহার করে কিছুটা হিসাব কষলেই ভবনের উচ্চতা পেয়ে যাবেন।”



“কিন্তু আপনি যদি এ ব্যাপারে বাড়াবাড়ি রকমের বিজ্ঞানমুখী হতে চান তাহলে আপনি ব্যারোমিটারের মাথায় ছোট একটা সুতা বেধে প্রথমে মাটিতে এরপরে ভবনের ছাদে পেন্ডুলামের মত দোলাবেন এবং এইক্ষেত্রে অভিকর্ষ বলের সংরক্ষণশীলতার কারনে T=2*π*sqrt(l/ g) সূত্র থেকে ভবনের উচ্চতা বের করতেপারবেন।”



“অথবা যদি ভবনটির কোন বহিঃস্থ জরুরী নির্গমন সিড়ি থাকে তাহলে আপনি সেখানে যেয়ে ব্যারোমিটারের দৈঘ্য অনুযায়ী ব্যারোমিটার দিয়ে মেপে মেপে ভবনের উচ্চতা বের করে ফেলতে পারেন।”



“আর আপনি যদি একান্তই প্রথাগত এবং বিরক্তিকর পথ অনুসরণ করতে চান তাহলে, প্রথমে ব্যারোমিটারটা দিয়ে ছাদের উপর বায়ুচাপ এবং এরপর মাটিতে বায়ুচাপ মাপবেন। এরপর বায়ুচাপের পার্থক্যকে মিলিবার থেকে ফিটে পরিনত করলেই ভবনের উচ্চতা পেয়ে যাবেন।”



“কিন্তু যেহেতু আমাদের সবসময় চিন্তাশক্তির ব্যাবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের উপর জোর দেওয়া হয়, সেহেতু নিঃসন্দেহে সবচেয়ে ভাল পদ্ধতি হবে ভবনের রক্ষণাবেক্ষনের দায়িত্বপালনকার ীর কাছে যাওয়া এবং তাকে বলা, “যদি আপনি নতুন একটি সুন্দর ব্যারোমিটার পেতে চান, তাহলে আমি আপনাকে এই ব্যারোমিটারটি দিব, কিন্তু সে জন্য আপনাকে বলতে হবে এই বহুতল ভবনটির উচ্চতা কত।”



এই ছাত্রটি ছিল নীলস বোর, পদার্থবিজ্ঞানের নোবেল পুরষ্কারজয়ী প্রথম ডেনিশ বিজ্ঞানী।...... ..."

bY ..Arifin Rahman



ফেস বুক থেকে সংকলিত।

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

একজন ঘূণপোকা বলেছেন: অনেক জোশ। +++++++++

২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ফিজিক্সে পড়ার খুব শখ ছিল! কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার পর আব্বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন নি। :( এখনো ফিজিক্স আমার সবচেয়ে পছন্দের সাব্জেক্ট! পোস্টটা খুব ভাল লাগলো!

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রাকি২০১১ বলেছেন: ডাক্তার হলে তো আরো ভালো।

৩| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) মজা পাইলুম

৪| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অউফ, ভয়ঙ্কর মজার! আক্ষরিক অর্থেই আমি হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ভয়ানক হাসির ভাই, শেয়ার করার জন্য ধইন্যা লন!

অনেক দিন পর এত মজার কিছু পড়লাম!

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

রাকি২০১১ বলেছেন: হ ভাই, একের পর এক যে সব উদ্ভট উত্তর দেওয়া শুরু করছিলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

জাহিদুল হোসেন বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/137836/small/?token_id=3cfe7caeffec0809c86d9ef7d389fdfc
মজা পাইলুম :)

৬| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

হায়রে দুনিয়া বলেছেন: ভাল
বাট পুরান

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

রাকি২০১১ বলেছেন: পুরান তো অবশ্যই- তা না হলে আমি পেলাম কোত্থেকে।
কিন্তু বিষয়টা মজারু।

৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

আলাপচারী বলেছেন: দারুণ।
জানেন আমি খুব পচাঁ ছাত্র। কিন্তু ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট। সবসময়ে ফিজিক্সে প্রথম ডিভিশন মার্ক পেতাম।
পেটের তাড়নায় পরে বানিজ্য অনুষদ থেকে মার্ষ্টাস হয়ে চাকর-গিরি করছি।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

রাকি২০১১ বলেছেন: ভাই, আমাদের দেশের শিক্ষা পদ্ধতি এবং মুল্যায়ন কোনটাই ভাল না। আমার এক চাচাত ভাই পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে ৩ বছর একাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন- কত দু:খজনক বিষয়। পরে অবশ্য ইন্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন।

৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

লজিক মানুষ বলেছেন: চরম লজিক্যাল।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১১

রাকি২০১১ বলেছেন: আপনিওতো লজিক্যাল মানুষ।

৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

লজিক মানুষ বলেছেন: :) :) :)

১০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

ঘুড়িবাবা বলেছেন: চাচা একটা জিনিস ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.