![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড. মুহাম্মদ ইউনূস রাজনীতির পোশাক পড়বেন না— অথচ রাজনীতি করবেন এটাই তার অন্যায়। তিনি অত্যন্ত কৌশলী—তিনি রাজনীতিবিদের পোশাকটা পড়তে চান না, উনি রাজনীতিবিদ নন কিন্তু রাজনীতিবিদের মতো কাজ করেন। এখন তিনি যা করছেন তা একান্ত রাজনীতিবিদের কাজ। - এরকম মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
রাজনীতি না করলেই কি দেশের ভাল-মন্দ নিয়ে ড. ইউনুস কথা বলতে পারবেন না? আমরাও কি পারব না?
সরকার কিভাবে চলে?
২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১
সেমিবস বলেছেন: অবশ্যই দেশটা আমাদের, কারো বাপের সমপত্তি না।
২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
রুদ্রাক্ষী বলেছেন: তথা কথিত রাজনীতি বিদ দের জানানো দরকার যে দেশটা আমাদের জনগনের কারো বাপের সমপত্তি না।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: শালা মালেরে দুইটা থাপরা দিতে পরলে মনটা অনেক শন্তি পাইত
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩
মোমেরমানুষ৭১ বলেছেন: মাল সাহেব টাল হয়ে গেছেন নাকি?
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
ঢাকাবাসী বলেছেন: মালের তো কবরে যাওনের টাইম হইসে তাই কোন কিছুই হাসিনার পছন্দ না হলে তার তো হবেইনা হবেনা!
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
বাগসবানি বলেছেন: কারও লুংগি ধইরে টানাটানি কইরে ল্যাংটা না করা পর্যন্ত তো শান্তি নাই আমাদের
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫
মদন বলেছেন: রাজনীতি কি মালের বাপের সম্পত্তি?
৮| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
ওহ বলেছেন: ্কিছুই বুঝতাছিনা
৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭
স্বাধীকার বলেছেন:
দেশের নাগরিক হিসাবে তার চিন্তার বলার লেখার স্বাধীনতা সব সময়ই আছে। কিন্তু বাকশালীদের ডিকশনারীতে ভিন্নমতের কেউ দেশে থাকতে পারবেনা। ড. ইউনুসের মতো ব্যক্তিরা রাজনীতিতে থাকলে বটতলার উকিলরা আমাদের চেতনার গান শুনাতে পারবেনা-সেটা তাদের ভাল লাগবেনা। ইউনুস সাহেবের জনপ্রিয়তাকে আম্লীগ এতটাই ভয় পায় যে, সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে তারা সারাক্ষণ তার চরিত্রহননের পর্যায়ে নিয়ে গিয়েছে। আমাদের মাল সাহেবরা এরশাদের সময় স্বৈরাচারী আচরণকে সমর্থন দিয়ে মন্ত্রীত্ব নিয়েছেন, আম্লীগের ছাতার তলে এসেও সেরকমই করছেন। আম্লীগের টপ টু বটম দিনমান ইউনুসের বদনামের ভিতর দিয়ে সওয়াব কামাতে চায়!!!
ইউনুসের কমিটমেন্ট, সততা, সাধনা, ব্যক্তিত্ব, অর্জনের ধারে কাছে যেতে যাদের দ্বিতীয়বার জন্মবার প্রয়োজন হতে পারে-তারাও এই সংগঠককে নির্মম সমালোচনা করছে। প্রতিহিংসা আম্লীগের জন্য আগামী নির্বাচনে অশ্বডিম্ব বয়ে আনবে, মুখে ছিটাবে থুতু।
ভন্ড ক্ষমতালোভী বাকশালী স্বেরাচারী রাজনীতিবিদদের কাছে বাংলাদেশকে লিজ দেওয়া হয়নি যে, এখানে কেউ কথা বলতে পারবেনা। আমরা কারো জমিদারীতে রায়তও নই-দেশের ভালো মন্দ নিয়ে কথা বলায় মালদের দেখলে-সন্দেহ জাগে তাদের মতলব নিয়ে। কি অবদান আছে মালদের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে? মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে শেয়ার বাজার হতে অর্থ চুরির চোরদের মুখে ইউনুসের সমালোচনা শুনলে এদের মুখে জুতা মারা সচেতন নাগরিকদের দায়িত্ব হয়ে পড়ে।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
রুদ্রাক্ষী বলেছেন: তথা কথিত রাজনীতি বিদ দের জানানো দরকার যে দেশটা আমাদের জনগনের কারো বাপের সমপত্তি না।