![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মত আরো যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ভক্ত আছেন সবার জন্যে সুখবর..... আর ১৬মাস অপেক্ষা করুন কারণ এর চতুর্থ পর্বের ঘোষণা হয়ে গিয়েছে
সব ঠিক থাকলে আগামী বছর মে মাসে রিলিজ পাবে "Pirates of the Caribbean: On Stranger Tides"
এবারের কাহিনী আবর্তিত হবে "আইল্যান্ড অফ ইয়ুথ" খোঁজার মধ্য দিয়ে৷ জ্যাক স্প্যারো নাকি বারবোসা কে আগে খুঁজে পায় সেটা নিয়েই এই সিনেমাটি। অভিনয়ে জ্যাক চরিত্রে তিনি থাকছেন যাকে ছাড়া জ্যাক চরিত্রটি অসম্পূর্ণ , জনি ডেপ৷
আগের তিনটি পর্বের মত এবারও বারবোসা চরিত্রে থাকছেন জিওফ্রে রাশ, তবে বিদায় নিচ্ছেন ২ জন মূল অভিনেতা: কেইরা নাইটলি এবং অরল্যান্ডো ব্লুম। ছবিটি পরিচালনাতেও থাকছেন না ট্রিলজি'টির পরিচালক গোর ভারবিনস্কি, তার বদলে এবার আসছেন "নাইন" এর পরিচালক রব মার্শাল
সাউন্ডট্রাক কিংবা মুভিটার ট্রেইলার পেলাম না, যা আছে অফিসিয়াল না......ফ্যানদের বানানো
সিনেমাটার বেশী কিছু মনে হয়নি এখনো রিলিজ পায়নি...যা পেলাম তাই শেয়ার করি:
টিজার ট্রেইলার:
টিজার ট্রেইলার ডাউনলোড লিংক: Download Link
সাউন্ডট্রাক:
নিউজটা বোধহয় অনেক পুরাতন তবে আজ ইয়াহু'র হোমপেজে নিউজটা দেখে শেয়ার করলাম আবার৷ কমন পড়লে মার্জনীয়৷
ফেসবুকে ফ্যান পেজ খুলেছি একটা এই সিনেমাটা নিয়ে৷ রেগুলার আপডেট হবে পেজটা সবরকম ট্রেইলার ও ওয়ালপেপার নিয়ে আশাকরি৷ আপনারা চাইলে যোগ দিতে পারেন:
"ফ্যান ক্লাব: পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান- অন স্ট্রেঞ্জার টাইডস"
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
সিউল রায়হান বলেছেন: বস অফ অল বস
২| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৮
বিডি আইডল বলেছেন: এটা নিয়ে আমার ব্লগে একটা পোষ্ট দিয়েছিলাম আমার এখানকার ব্যান কালীন সময়ে...
টিজার ট্রেইলারটা ২ নম্বরি মনে হলো...ভুল না হলে বেশ কিছু দৃশ্য প্রিন্স অব পারসিয়া মুভির ট্রেইলার থেকে নেওয়া
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪
সিউল রায়হান বলেছেন: অবশ্যই দুই নম্বর আমি সেটা পোস্টে লিখেছিও..... অফিসিয়াল ট্রেইলার আসছে কি ???
লিংক পেলে পোস্টে ও ফ্যান ক্লাবে দিয়ে দিব....... ভাইয়া ফ্যান ক্লাবে যোগ দেন, তাহলে আপনার হেল্প নিয়ে অনেক ভালমত পেজটাকে সাজানো যাবে আমার মুভি নিয়ে নলেজ কম,তাই চাইলেও সেরকম একটা অ্যাপ্লিকেশন বানিয়ে পেজটাকে আকর্ষনীয় করতে পারছি না
৩| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
জামাল ঊদ্দিন বলেছেন: আরো ১৬ মাস !!! ইসস রে !! জানেন প্রতিটা পর্ব আমি ৩/৪ বার করে দেখেছি ... তারপরও মাঝে মাঝে সময় পেলেই দেখতে বসে যাই ...
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৭
সিউল রায়হান বলেছেন: আসলেই এটা বারবার দেখার মতই সিনেমা...... স্প্যারোর এন্ট্রিটাই তো সেইরকম জিনিস একটা
৪| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৫
ধূসর মানচিত্র বলেছেন: অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য। পোস্টের জন্য ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২০
সিউল রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমিও অপেক্ষায় আছি
৫| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২২
রাজিব খান০০৭ বলেছেন: কিরা থাকবে?
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯
সিউল রায়হান বলেছেন: নাহ...... থাকবে না
ও বলছে: " It was a completely fantastic experience, and it was an amazingly large portion of my life, but I don't think I need to go there again. I think that it's done."
৬| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: খাইছে! নাইন এর পরিচালক! নাইন মুভিটা কেন জানি বোরিং লাগছে অনেক!
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩০
সিউল রায়হান বলেছেন: আমার তো ভালই লেগেছিল
আরে সমস্যা নাই..... জনি বস থাকলেই হবে
৭| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আরো আপচুচ, কেরা নাইটলিরে সিরাম ভালু পাইতাম!
প্রাইড প্রিজুডিস দেখার পর ওর ফ্যান হৈয়া গেছি
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
সিউল রায়হান বলেছেন: ইংরেজী সিনেমায় আমার প্রিয় নায়িকা কেইরা নাইটলি৷ আমার পিসিতে গুগলে সার্চ দিয়ে ওর যতগুলি ছবি পাওয়া যায় তার অন্ততপক্ষে ৯০% সেভ করা আছে
প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেইরকম কাহিনী আর সেইরকম অভিনয় এর একটা সিনেমা..... খুবই ভাল লেগেছিল
৮| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
কায়কোবাদ বলেছেন: আরও ১৬ মাস!!!!
অরলান্ডো ব্লুম নাই কোনো অসুবিধা নাই.........কিন্তু কেইরা নাইটলি নাই ক্যান???
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮
সিউল রায়হান বলেছেন: ওরা আসলে ২য় আর ৩য় পার্ট করে টায়ার্ড মনে হয়.... ওগুলিতে বেশীরভাগ সময়ই ওরা বুঝতো না ওরা কোন পার্টের জন্যে অভিনয় করছে
৯| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৪
গরম কফি বলেছেন: কি দারুন খবর দিলেন!!!
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২১
সিউল রায়হান বলেছেন: :#> :#>
১০| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
মুভি পাগল বলেছেন:
যাক তাইলে তো ব্লু রে ডিস্কে কেনা যাবে মনে হচ্ছে।
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২২
সিউল রায়হান বলেছেন: হতে পারে..... অতদিনে হয়তোবা ব্লু রে সবখানে ছড়িয়ে পড়বে...
আপনার আশা সত্যি হোক
১১| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৮
লালসালু বলেছেন: মিস করুম না
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫১
সিউল রায়হান বলেছেন: আমিও :!> :#> :!>
১২| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ। ++
অপেক্ষায় আছি....
তবে ভালো প্রিন্ট না পেলে দেখবোনা. সেক্ষেত্রে অপেক্ষা করাই শ্রেয়!
____________________________________________
অ.ট. আপনার বাড়ি কি রংপুরে? আমার বাড়ি কিন্তু রংপুরের ৩৫ কিলোমিটারের মধ্যে... তবে জেলাটা উত্তরের
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২২
সিউল রায়হান বলেছেন: ভাইয়া, একদম ঠিক ধরেছেন...... আমি পিওর রংপুরিয়ান
আপনি লালমনিরহাট নিশ্চয়ই ??? ওখানে মিশন রোডে আমার ফুপুরা থাকে
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
অক্টোপাস বলেছেন: ম্যাপ সম্পর্কে ভালো ধারণা না থাকায় তথ্য ভুল হয়েছে। আসলে হতো - পশ্চিমের জেলা...
দিনাজপুর
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
সিউল রায়হান বলেছেন: দিনাজপুরটাই ঘোরা হইলো না আমার সেই পিচ্চিকালে একবার কান্তজি'র মন্দির গেলাম, ওটাই শেষ...... আর যাওয়া হয়নাই
দিনাজপুর নিয়া একটা পোস্ট দেন ঘুরতে গেলে যাতে কাজে লাগে
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: kiera নাই দেইখা খুশি হইছি!!! আরো বহুত নায়িকা আছে দুনিয়ায়!!
অনেক দিন ধরে এই খবর শুনতে চাইতেছিলাম ।
আহ জনি ডেপ!!
আহ!
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪
সিউল রায়হান বলেছেন: কেইরা নাই দেইখা খুশী ?? তোমারে মাইনাস
আমি কেইরা'র সেইরকম ফ্যান :#> :#>
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
অপ্রয়োজন বলেছেন: টার্মিনেটর এর মতন অবস্থা না হয় ...
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
সিউল রায়হান বলেছেন: জনি ডেপ থাকতে টেনশন নাই
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
আকাশচুরি বলেছেন: আহ! জনি ডেপ!!