নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুলকে ভালবাসি

িজল্লুর রহমান সবুজ

আমি একজন আত্বতৃপ্ত মানুষ।

িজল্লুর রহমান সবুজ › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তানকে সাতার শিখান

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪২




আজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। এ রছররে শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে পানিতে ডুবে মারা গেছে ৫৮২ জন। এর শতকরা ৯৯ শতাংশই ১৮ বছরেরে কম বয়সী শিশু ও কিশোর। অপঘাতে মৃত শিশুর অর্ধেকই পানিতে ডুবে মারা যায়। গত বছরও ঠিক একই সময়ে এই পানিতে ডুবে মারা যাওয়ার সংখা ছিল ৫৭৭ জন।
( তথ্যসূত্র: কালের কন্ঠ -২৫।০৭।২০২২)

এখন বাস্তবতা হল এই যে, আমাদের সন্তানরা এখন আর কেউ সাতার জানে না। সাতার যে একটা শেখার জিনিষ, এটা এখনকার ছেলেমেয়েরা কেউ মাথায়ই নেয় না। আমরাও তাদেরকে এই শিক্ষাটা দিতে পারছি না। চৌবাচ্চায় বেড়ে ওঠা বাচ্চাগুলা শিখবেই বা কিভাবে। যার ফলে অল্প পানিতে পড়েও নূন্যতম সাতার না জানার কারনে প্রান হারাচ্ছে। আগে গ্রামে অধিকাংশ এবং শহরেরও অনেক ছেলেমেয়েরােই প্রয়োজনীয় সাতারটুকু জানত। পানিতে পড়লে অন্ততঃ সাতরিয়ে বাচার চেষ্টাটা করতে পারত। এখন যেটা বিনা বাধায় প্রন হারাচ্ছে।

তাই আমাদের এখন জরুরী হচ্ছে বাচ্চাদের সাতার শেখাতে হবে। তা যে কোন মুল্যে। এটা একটা মানুষের সারা জীবনের চলার পাথেয়। আমরা যেভাবে হাটতে চলতে খাইতে পড়তে শিখি তেমনি সাতারও শিখতে হবে বা শিখাতে হবে। সাতার নাকি একবার শিখলে আর কেউ ভোলে না। তাই একবার শিখে নিলে সারাজীবন কাজ দেবে। সাতারের বিকল্প নাই।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



গ্রামের বাচ্ছারা আজাকাল নাকি সাতার জানে না, কারণ কি?

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২০

িজল্লুর রহমান সবুজ বলেছেন: আজাকাল গ্রামেও শহুরে বাতাশ বয়।

২| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৭

রানার ব্লগ বলেছেন: জীবনে কিছু জিনিস শেখা অবশ্য পালনীয়ঃ

১ সাইকেল চালানো

২ সাতার শেখা

৩ গাছে চড়া

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২২

িজল্লুর রহমান সবুজ বলেছেন: প্রথম ২ টা বটেই

৩| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আমাদের শহরগুলো তে সাঁতার শিখার কোন ব্যবস্থা নেই, তাহলে ছেলে মেয়েরা কি ভাবে সাঁতার শিখবে শুধু অট্টালিকা আর অট্টালিকা তৈরি করছে একবারো ভাবে না যে সাঁতার শিখার ব্যবস্থা প্রয়োজন; গ্রামে গিয়ে সময় থাকে না, সাঁতার শিখতে কম পক্ষে ১ মাস সময় লাগবে----------
আমাদের এখনি উচিত শহরগুলোতে সাঁতার শিখার ব্যবস্থা!

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫০

িজল্লুর রহমান সবুজ বলেছেন: ঠিক

৪| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪১

কামাল৮০ বলেছেন: সাঁতার শিখবেটা কোথায়?

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮

িজল্লুর রহমান সবুজ বলেছেন: খাল বিল পুকুর সব ভরাট হয়ে বাড়ি ঘর উঠেগেছে। তাই সরকারের বিভিন্ন স্থানে সাতার শিখার ( সুইমিং পুল) ব্যাবস্থা করা উচিৎ।

৫| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পানিতে ডুবে মারা গেছে যারা তাদের ৮০ ভাগ সম্ভবত সাঁতার শেখার বয়সী না।
জলাশয় সমৃদ্ধ এলাকার ছেলেরা সঠিক বয়সেই সাঁতার শিখে ফেলে। একটা সময় গ্রামে ১০ /১২ টা পুকুর থাকতো এখন নেই। পুকুর ভরাট করা হচ্ছে।
তারপর মোবাইলে আসক্তি হয়তো সাঁতারের উপর প্রভাব ফেলছে।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৩

িজল্লুর রহমান সবুজ বলেছেন: একমত

৬| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিই সাঁতার জানি না!
আশপাশে সুইমিংপুল থাকলে বাচ্চাদের শিখানো যেতো।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬

িজল্লুর রহমান সবুজ বলেছেন: অতি জরুরী একটা কাজ।

৭| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৯

নয়ন বিন বাহার বলেছেন: সাঁতার জানাও একটা জীবন দক্ষতা!

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

িজল্লুর রহমান সবুজ বলেছেন: হুম

৮| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৮

বিটপি বলেছেন: ঢাকায় সাঁতার শিখাতে মাসে মিনিমাম ৫ হাজার টাকা খরচ করে। এত খরচ করে শিখে সাঁতার কাটবে কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.