![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে ঠিক দু’বছর আগে মনের টানে কর্মজীবনে প্রবেশ করেছিলাম অনেকটা মনের টানে। মনের টানে কথাটা বলার কারণ হচ্ছে তখনও আমার কর্মের যোগ্যতা সম্পূর্ণ হয়নি ( মাস্টার্স তখনও বাকী ছিল)। তবে আমি বাল্যকাল থেকে অজ্ঞাত কারণেে আড্ডাবাজ প্রকৃতির, সে ধারা এখনও চলমান। কর্মস্হলেও আমি তার ব্যতিক্রম নই বরাবর।
অপরিপক্ষ অবস্হায় কর্মে প্রবেশ করার ফল যা হবার তা হল, কোথাও দীর্ঘ সময় স্হায়ী হতে পারলাম না, তবে সর্বক্ষেত্রে ছিলাম পরিশ্রমী এবং অনুগত যার পুরষ্কার বসের প্রিয়পাত্র হওয়া। এতক্ষণ যা বললাম তা অনেকে আমিত্ত্ব বন্দনা ভাবতে পারেন, তবে তা আসল গল্পে যাবার ভূমিকা মাত্র।
আমার সর্বশেষ কর্মস্হল হল এমন এক সংস্হায় যেখানে কর্মীকে কঠিন থেকে কটিনতর করার চেষ্টা থাকে অনবরত। দীর্ঘ সময় একস্হানে থাকার কোন অবকাশ নেই এখানে। এখানে সবাই ক্ষণিকের অতিথি। এই ক্ষণিকেও অনেকে সংশ্লিষ্ট কর্মীদের সাথে একধরনের আন্তরিক কর্মপরিবেশ তৈরি করে ফেলেন, তখন কর্মস্হল হয়ে উঠে কর্ম উপভোগের স্হান।
নতুন কর্মস্হলের অল্পদিনের মধ্যে তেমনি একজন উর্ধ্বতন কর্মকর্তা পেয়েছিলাম যিনি সর্বদা হাসিমুখ, কর্মীদের দক্ষ করে তোলায় ব্যস্ত থাকত। উপভোগ করতাম উনার হাসিমুখে প্রশিক্ষণ, বকাটাও কম উপভোগ্য ছিল না।
পূর্বেই বলেছি চাকরিটার ধর্মই হচ্ছে যতটা না দক্ষ কর্মী তৈরী করা তার চেয়ে অধিক কঠিন মানুষ তৈরী করা। চাকরির এই অল্পদিনেই তার একটা প্রশিক্ষণ হযে গেল। কয়েকদিন যাবত কথাটা শুনতেছিলাম যে কালবৈশাখী একটা আসতেছে, আজকে দেখলাম তার প্রলয়ঙ্কারী রুপ। আকাশে ছিল না কোন মেঘ, বিশ্বাস করোন গাছের একটা পাতাও ঝরেনি সে সময়। তবে ঝরেছিল বাদল ধারা, কেবর বাদলেই যে অনেক কিছু তছনছ করে দিতে পারে তা স্বচক্ষে দেখলাম।
ঐ যে বলেছিলাম ঝড়ের পূর্বাবাসের কথা, ঐ যে বলেছিলাম কঠিন মানুষ তৈরির প্রশিক্ষণের কথা, আজকে দেখলাম তার প্রমাণ্য চিত্র। আমার সেই উর্ধ্বতন কর্মকর্তার বদলির আদেশ আমার কাছে ছিল ঝড় সমতূল্য। আমি নিজে বিধ্বস্ত, বাদলে সিক্ত। ভূ-ভাঘে কোন ঝড় ছিল না তবে অতলে ছিল। জানি না ভবি বস কেমন হবে, হতে পারে তাঁরও অধিক, তবে বিশ্বাস করেন আপনার সমতূল্য নয়।
কর্মের খাতিরে সব মেনে নিতে হয়, আমিও তার ব্যতিক্রম হতে পারিনি। মেনে নিলাম কাল থেকে আপনি আর আমাদের অফিসে নেই, ভূল শোধরানোর জন্য আমাকে আর ডাকবেন না তাও মেনে নিলাম, তবে মানতে পারছিনা হাসিমুখের বকুনি আর নেই। যা পাওয়ার পর আমিও না হেসে পারতাম না(তবে আড়ালে)।
©somewhere in net ltd.