নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কোথাও হারিয়ে গেলে খুঁজ না আমায়

মদখোর

কিছু বলার মত খুঁজে পেলাম না

মদখোর › বিস্তারিত পোস্টঃ

তিন কাল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

আবারো কিছু কথা...

কিছুদিন হল মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি কি করতাম। তো বিষয়টা ভেবে বের করে ফেলেছি অবশেষে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি আমাদের পাঠ্যবই থেকে তিন 'কাল' এর এককাল উঠিয়ে দিতাম। মানে, অতীত কাল বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল এই তিন কাল থেকে ভবিষ্যৎ কালটা বাদ দিয়ে দিতাম।

এখন নিশ্চয়ই ভাবছেন এটা করলে লাভ কি? হ্যাঁ, লাভ তো অবশ্যই আছে... যেমন ধরুন, আপনি বিদ্যালয়ে যেতেন তখন আপনাকে সাধারণত কি জিগ্যেস করা হত? আমি বলছি, আপনাকে জিগ্যেস করা হত আপনি বড় হয়ে কি করতে চান... মানে ভবিষ্যৎ কাল... যার সম্পর্কে কারো কোনো ধারণা নেই। এটা শুধু মাত্র স্বপ্ন। তো স্বপ্ন বাস্তবায়নের জন্য কেও কি আপনাকে জিগ্যেস করেছে যে আজ আপনি কি করবেন? না তা করেনি। আর এই করাটা হয়নি বলেই আজ আমাদের এই তারুন্যে এতো ফাটল। আমরা কিছু ঘটতে দেখি আর বলি কাল করব। আমাদের এটা করতে হবে, আমাদের ওটা করতে হবে... ওই হবে পর্যন্তই... করেছি বা করছি আর বলা হয়ে উঠে না। কারন আমাদের শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ কালের উপর বেশি জোড় দেয়া হয়... বর্তমানে না... আমাদের যদি শুধু অতীত আর বর্তমান শিক্ষা দেয়া হত তাহলে আমরা অতীত দেখতাম আর বর্তমানে করতাম... বলতাম না যে করব...

আমরা তো ওই শিক্ষা ব্যবস্থায় মানুষ তো আমরা আর বদলাব না... আমরা ওই মুখে একটু হম্বি তম্বি করব এর বেশি কিছু না... তাই আসুন সবাই একটা কাজ করি, আমাদের পরবর্তী যুগের সবাইকে এই শিক্ষা দেই,

কাল দুই প্রকার...

অতীত কাল আর বর্তমান কাল...

প্রশ্ন আসতে পারে ভবিষ্যৎ কালের কি হবে?... উত্তর হল,

TO HEAR ABOUT SOMETHING,THAT'S INFORMATION

AND TO SEE SOMETHING THAT'S CONFIRMATION...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.