নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কোথাও হারিয়ে গেলে খুঁজ না আমায়

মদখোর

কিছু বলার মত খুঁজে পেলাম না

মদখোর › বিস্তারিত পোস্টঃ

সাধুর সাথে কথোপকথন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২১

আমি : সাধু, দেশে তো অভাবীদের সংখ্যা বেড়েই চলেছে...অভাব দূর করতে কিছু করছেন কি...?

সাধু : আরে আরে কি বল,অভাব দূরীকরণেই তো লেগে আছি...

আমি : বেশ বেশ...তা কি কি করছেন...বলুন তো শুনি...!!!

সাধু : তা মাইরি লক্ষ কোটি টাকা খরচ করে আগ্নেয়াস্ত্র গুলি বোমা বানিয়ে নিয়েছি...খরচ হচ্ছে তবে তা পুষিয়ে নিব...হে হে হে...

আমি : বলেন কি !!! ??? ... অভাবের সাথে গুলি বোমার সম্পর্ক কি ?...আর এত টাকা বাজে কাজে খরচ না করে টাকাগুলো ওদের দিলেও তো দু'বেলা দু'মুঠো খেতে পড়তে পারত...এই জঘন্য কাজে তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে...

সাধু : তুমি বাপু নাদান আছো এখনো...তুমি বললে অভাব দূর করতে কি করছি...তো আমি অভাব দূর করার কথাই তো বলছি...এখন টাকাগুলো ওদের দিলে খেয়ে পড়ে শেষ হবে...আবার অভাব হবে...তাই একসাথে অভাব অভাবী দুটোই শেষ করব...এগুলো অভাবী এলাকায় চালাবো মারব...অভাবী থাকবে না অভাবও থাকবে না...ক্ষমতায় গেলে অভাব থাকবে না দেশে এই প্রতিজ্ঞা যে আমার...প্রতিজ্ঞা কি আর রবি ঠাকুরের বানী যে করলাম আর ভাঙলাম...আমি দেশ চালাই...আমার প্রতিজ্ঞা রাখতেই এত কিছুর আয়োজন...হে হে হে...

আমি : সাধু আপনি মহান...আপনি মহান... দেশ এবার এগিয়ে যাবেই...আর থাকবে না অভাব এই দেশে...অভাব মুক্ত দেশের স্বপ্নে বিভোর মন...নাহয় কিছু মরল...গণমাধ্যম আছে...তাদের মারফতে বুক ভরা সহানুভূতি জানিয়ে দেব নাহয়...

সাধু : তা কি চিন্তা করছ হে... !!!

আমি : নাহ...ভাবছিলাম কি,সহানুভুতির সাথে ফুল দেয়াটা কি ঠিক হবে...নাকি শহীদ বলেই পত্রিকার কলাম লিখব ?...হেহেহেহে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

অরুদ্ধ সকাল বলেছেন:
দারুন ভাবনা ভ্রাতা

আপনার নিক নেমটি কিন্তুক অন্য কিছু করা যাইতো

২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৩

মদখোর বলেছেন: নামে কি বা আসে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.