![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙ্গালীরা একটা সমস্যায় ভুগছি বলে মনে হচ্ছে...আমরা পরচর্চা করি খুব বেশি... এমন একটা ভাব ধরি যেন আমরা যা করছি তাই ঠিক... আমরা সবসময়ই একটা মদ্ধম পন্থা অনুসরণ করছি বিধায় না পারছি আমারা সামনে এগোতে না পারছি পেছাতে...
দেখুন আপাত বিষয় এই ভালোবাসা দিবস ঘিরেই আমাদের কত সমস্যা...
এখানে কয়েকটা দল তৈরি হয়েছে...
এক দলের ভাষ্য এটা পশ্চিমা রীতি... আমার কথা হল,পশ্চিমারা যা করছে তা নিয়ে আপনাদের এতই যখন মাথা ব্যথা তো পশ্চিমাদের মতো উন্নত জীবন ব্যবস্থা তৈরি করে দেখান না...!! শুধু দোষ খোঁজেন কেন?...তাদের অনেক ভালো দিকও তো আছে...ওইগুলাও খোঁজেন... তা পারবেন না জানা কথা...পারবেন কার সংস্কৃতি কেমন...আমি এত দিনেও একটা বিদেশী পেলাম না যারা আমাদের সংস্কৃতি অবহেলা করছে...এদের খুব সম্ভব আমাদের মতো এত সময় নেই কার কি দোষ খোঁজে দেখার...
আরেকটা দলের কাজ যখন যে দিবস আসে ওরা সেটাই পালন করে...আমি বলবো এটা ওদের ব্যক্তিগত ব্যাপার...এখানে এদেরকে হ্যেয় প্রতিপন্ন করার তো কোন মানে নেই...তাই না?...সে যদি সময়ে ভোল পাল্টে চলতে পছন্দ করে তো এটা তার বিষয়... তাকে দোষারোপ না করে একবার নিজেকে দেখুন না...সে ভোল পাল্টায় আর আপনি যে তার বদনাম করছেন...এতে দোষটা আসলে কার বেশি হচ্ছে... ?
আর সব শেষ দলটার কোন কাজ নেই আসলে...এরা না বলে না করে...আমার মতে এই দলটাই ভালো...করতে পারছে না কিছু তো থাক চুপ করে...কারো বদনামও করছে না...নিজের মতো করেই আছে...
সহজ কথা হল,আপনি কিছু মানতে পারছেন না বা মানেন না তো চুপ থাকুন...এই যে মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে বা বিভিন্ন সংস্কৃতি নিয়ে কথা বলেন তাতে ক্ষতি কি হচ্ছে আর কার হচ্ছে...?...এটুক বুঝার চেষ্টা করুন...অনেক পরিবার দেশের বাইরে থাকে...ওরা ওদের সন্তানদের বাংলা শিক্ষা দেয়...ঐ বিদেশে বড় হওয়া দেশি বংশোদ্ভূত বিদেশী ছেলে মেয়েরা যখন এসব ভিন্ন মনোভাবের কথাবার্তা পড়বে তখন ওদের মনে নিজ দেশের প্রতি ঘৃণা তৈরি হবে...কারন এরা বিদেশে মানুষ আর এদের মানসিকতাও বিদেশীদের মতো...যখন সে জানবে তার নিজের দেশে বিদেশী একটা সংস্কৃতি নিয়ে নিজ দেশের মানুষ ভিন্নতা পোষণ করে তখন তারও তো লজ্জা হবে...তাই না?... আপনারা পড়াশোনা জানা লোক...আপনাদের মানসিকতা আরও উন্নত হওয়া উচিত...নিজে না বুঝলে কেউ বুঝাতে আসবে না...তাই বুঝতে শিখুন...সব কিছু গ্রহন না করতে পারেন অন্তত অপমান করবেন না...আর মানুষ হিসেবে সব সংস্কৃতি জানুন...ব্যবহার আপনার মতো করে করুন... তাহলেই তো হয়...
©somewhere in net ltd.