![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে শুরু হল,সবাই বিশ্বকাপ জ্বরে পুড়ে মরছে। কে কি করছে সেটা বড় কথা নয়। বড় কথা হল এই দূর দেশের এক খেলাকে কেন্দ্র করে যে নিজের দেশের মানুষরা যেভাবে একে অপরকে কথার বানে বিদ্ধ করছে কিনবা আঘাত করছে তা কি ঠিক হচ্ছে? কেন আমাদের দেশের মানুষের আবেগ এতটাই প্রখর যে অন্য কারো ব্যাপার নিয়ে এত মাথা ব্যথা। কেন আমরা এই আবেগটা নিজের দেশের খেটে খাওয়া মানুষগুলোর সেবায় লাগাচ্ছি না। আমরা এই সস্থা আবেগ নিয়ে এতটাই বিভোর যে আমাদের পাশের ঘরে খাবার আছে কিনা তার খোঁজ না নিয়ে নিজের সমর্থিত দেশ যাতে জেতে তার মঙ্গল কামনা করে মিলাদ করি, পূজা করাই ।
হায় আমার বাংলার মানুষ কবে তোমরা নিজেদের ভাল বুঝবে। কবে তোমরা বুঝতে শিখবে আনন্দ পাওয়ার জন্য কিছু করা আর ওই আনন্দকে বড় কোন বিষয় বানিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে ক্ষতি যে নিজেদেরই ।।।
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
মদখোর বলেছেন: তা ঠিক আছে। বুঝাতে চাচ্ছিলাম, একটা বিনোদনকে সহিংসতায় রূপান্তর করাটা তো ঠিক কাজ না। এতে ক্ষতি তো নিজ দেশের নিজ সম্পদের হচ্ছে।তাই নয় কি?
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬
জনতার রায় বলেছেন: আসল ব্যাপারটা হল ফুটবল নামের একটা অত্যন্ত সৃজনশীল খেলা আর তার সাথে মিশে থাকা বাঙালির ঐতিহ্যবাহী আবেগ।
কিছুদিন ফুটানি দেখানোর জন্য ক্রিকেট নামে একটা ফালতু খেলা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু নির্লজ্জ লবিঙয়ের মাধ্যমে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি আর তারপর ব্যর্থতার ধারাবাহিক নাটকের পর এই খেলা মানুষের মাঝে কেবল বিরক্তিই উৎপাদন করে।
এজন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে প্রকৃত সামর্থের খেলা ফুটবল দেখার জন্য।