![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন হল কি যে হয়েছে বুঝতে পারছি না। বার বার মনে হচ্ছে ভুল হয়ে গেছে। একটা বিদেশী মেয়ের প্রেমে হাবুডুবু খেতে খেতে তীরে যেই আসলাম সেই তখন থেকেই যেন মেয়েটাকে হারিয়ে ফেললাম। যাওয়ার বেলায় বলে গেল আমার মতো কারো সাথে সম্পর্ক রাখা যায় না। কথাটা ঠিক ভুল না অবশ্য। চলে গেছে তাতে সমস্যা কিছু না, সমস্যা হল আমি কেন আর কিভাবে নিজেকে হারিয়ে ফেললাম। কিভাবে ভিনদেশী মেয়ের রুপে মুগ্ধ হয়ে নিজেকে বিকিয়ে দিলাম। মদখোর নামটাও মাথায় এসেছিলো ঐ সময়তাতে।আমি বুঝতে পারছিলাম ভুল পথে হাঁটছি কিন্তু কেন যেন মনে হচ্ছিল হাত-পা বাঁধা আর আমি কারো ইচ্ছের গোলাম হয়ে গেছি। নিয়মিত মদ খাওয়া, ঐ মেয়েসহ আরও অনেকের সাথে পাল্লা দিয়ে বিদেশী হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া, ইচ্ছেমতো টাকা উড়ানো...কি না করেছি...!!!
মেয়ে গেল তো হুঁশ আসলো। যে আল্লাহকে বিগত এক দেড় বছরে ডাকি নি,সেই আল্লাহ্ যেন আজ আমাকে ঠাই দিলেন উনার ছায়ায়। যে স্নেহমমতা পূর্ণ সম্পর্কগুলোকে নিজে নিজে বারবার গলা টিপে মেরেছি,সেই স্নেহময় হাত আজ আমার আশীর্বাদ হয়ে মাথার উপর আছে। আমি ভুলতে পারছি না আমি কি করেছি ওদের সাথে অথচ কি শান্ত রুপে ওরা আমার দেখভাল করছেন...
একটা অমানুষকেও উনারা মানুষের মর্যাদায় রেখেছেন। ভুল তো আসলেই আমার হয়েছে। আমি হীরের টুকরোগুলোকে পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর পাথরগুলোকে চকচক করতে দেখে হীরে ভেবে বুকে তুলে রেখেছিলাম। উনারা আমাকে ক্ষমা করলেন কেন,একটা কিছু শাস্তি তো দিতে পারতেন।
ঐ মেয়ের প্রতি আমার ভালোবাসা হয়তো ছিল,কিন্তু ওর ছিল চাহিদা। আর এরা স্বার্থহীনভাবে ভালবাসছেন...প্রকৃত ভালোবাসার বোধোদয় হয় যখন জীবনে এমন একটা মুহূর্তের আবির্ভাব ঘটে...
এবার বদলে যাবো... নামটা মদখোর থাক...তাতে অন্তত বিগত কিছু কথা মনে থাকবে,আর নাহোক অন্তত আমার আপন কে আর পর কে তা মাথায় থাকবে...
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৫
মদখোর বলেছেন: ঠিক তা নয়, আমি বসে বসে নিজের পূর্বের ঘটনা মনে করছিলাম,কি পেয়েছি কি হারিয়েছি। আর তার থেকে অনুভব করতে পারলাম আমি আমার পথে নেই। তার থেকেই আল্লাহ্র প্রতি ভক্তি বলেন শ্রদ্ধা বলেন তার উৎপত্তি। যা হারিয়ে ফেলেছিলাম। সান্ত্বনার কিছুই দেখছি না এখানে,যেহেতু ভুল কি তা জানি আর তা বুঝতেও পারছি।
চামড়া সাদা দেখে চোখও সাদা হয়ে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি।
মেয়েটার সাফাই গাইছেন এতে খারাপ কিছু দেখছি না তবে মেয়েটার সাথে ঘুরে ঘুরে মদ দেখেছি, নগ্নতা দেখেছি। এটা ওদের সংস্কৃতি এটা মানি তবে এটাও মানতে পারছি না,সে আমাকে এগুলো থেকে দূরে রাখতে পারত কারন যেখানে সে নিজেই বুঝতে পেরেছিল আমি তার যোগ্য নই,তাই না?
মেয়েটার সাথে তার দেশীও সংস্কৃতি ছিল আর হ্যাঁ সে হিসেবে অবশ্যই তারটা আসল। তবে ঐ আসল আর নকলের ফারাক কিন্তু খুব বেশি না যা আমি বুঝেছি তার চলে যাওয়ার পরে সব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শান্ত মাথায় ভেবে ভেবে...
৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২০
হরিণা-১৯৭১ বলেছেন: সাদাদের নিজস্ব পৃথিবী আছে; এটা জানা কথা।
বাংগালী মেয়ের সাথে নিয়মিত ঘটছে ; সম্পর্ক না টিকলে সেখানে হঠাৎ আল্লাহের ভালোবাসা আবিস্কার করা শুধু নতুন সমস্যার কথা বলে।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২১
হরিণা-১৯৭১ বলেছেন: আরেকটা ব্যাপার, যারা বলে আল্লাহের ভালোবাসা পেয়েছে, ওরা মিথ্যুক।
৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৫
মদখোর বলেছেন: আল্লাহর ভালোবাসা কথাটার অন্য মানে বুঝে নিচ্ছেন আপনি। এই ভালোবাসা মানে হল আল্লাহ্ হেদায়াত দান করেছেন অথবা বিবেককে সামান্য জাগ্রত করে দিয়েছেন যাতে আগামীর চিন্তা করাটা সহজ হয়...
৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৮
মদখোর বলেছেন: আর বাঙ্গালী মেয়ে সম্পর্কে এটুকুই শুধু বলতে পারি, নিজের সত্ত্বা ভুলতে চেয়েছে যতজন তাদের সবাই তার মূল্য শোধ করেছে... আমার নিজেরও বোন আছে,তার তো এমন কোন সমস্যা হয়নি যেমনটা আপনি বাঙ্গালী মেয়ে নিয়ে বললেন...
৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫০
হরিণা-১৯৭১ বলেছেন: আপনার বোন মহামানবী; আপনার বোন ব্যতিত আরও ৪ কোটী তরুণী আছে বাংলাদেশে।
৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫২
হরিণা-১৯৭১ বলেছেন: আল্লাহ যদি বিবেককে কন্ট্রোল করতো সব মানুষ নবীর থেকেও ভালো হতো।
৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৯
মদখোর বলেছেন: আহাহহাহাহা মজা পাচ্ছি আপনার চিন্তা ভাবনা দেখে... আমার অনেক আত্মীয় বোন আছে, অনেক বান্ধবী আছে আর তারা ভালো আছে। কারন তাদের শিক্ষা টা সুন্দর কিছু থেকে পেয়েছে বলেই তো এমন হয়েছে,বুঝলেন?
সবার মা বাবা শিক্ষা দেন,কিন্তু কেউ সেই শিক্ষাটা কাজে লাগায় বলে ভালো থাকে আর অনেকে কাজে লাগায় না বলে খারাপ থাকে। তবে হ্যাঁ, অবশ্যই কিছু মেয়ে পরিস্থিতির শিকার হয়।তার জন্য সব মেয়েকে এক কাতারে দাড় না করানোটাই বোধ করি ভালো ...
১০| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৫
মদখোর বলেছেন: আল্লাহ্ কি কখনো বলেছেন নবীরা অন্য গ্রহের কেউ,নাকি এটা বলেছেন উনারা সর্বশ্রেষ্ঠ... উনি তো স্পষ্ট করে বলেছেন নবী আর সাধারণ মানুষদের মধ্যে তফাৎ শুধু এটুকুই যে উনারা মনোনীত হয়েছিলেন উনাদের আচারব্যবহার দিয়ে আর আমরা সাধারণরা ঐ ধরনের কাজগুলো থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করি। নবীরা না, সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ্ আর উনি ব্যতীত আর কেউ নন।
আল্লাহ্ অবশ্যই মানুষকে বিপদে সাহায্য করেন,আর ভুল করলে তা শুধরে নেয়ার সুযোগও দেন। আর এটা বুঝতে পারার নামই হল বিবেক জাগ্রত হওয়া।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯
হরিণা-১৯৭১ বলেছেন: "
মেয়ে গেল তো হুঁশ আসলো। যে আল্লাহকে বিগত এক দেড় বছরে ডাকি নি,সেই আল্লাহ্ যেন আজ আমাকে ঠাই দিলেন উনার ছায়ায়। যে স্নেহমমতা পূর্ণ সম্পর্কগুলোকে নিজে নিজে বারবার গলা টিপে মেরেছি,সেই স্নেহময় হাত আজ আমার আশীর্বাদ হয়ে মাথার উপর আছে। "
-মেয়েটার সাথে যা ছিল, ওটাই আসল; হয়তো সঠিক মেয়ের সাথে আপনার পরিচয় হয়নি; আল্লাহের সাঠে যে ভালোবাসার কথা বলছেন, ওটা হলো জেনে শুনে নিজকে মিথা শান্ত্বনা দিচ্ছেন।