![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দেশ বলুন আর সমাজ, তার জাতিগত ঐক্যে যদি ফাটল ধরে তবে এর থেকে মুক্তির উপায় হল অন্যের ভুল নিজের ভুল বলে বিবেচনা করা... যতদিন এক লোক অন্য লোক কে দেখিয়ে বলতে থাকবে, এই ব্যক্তির ভুলের কারনে আজ এই অবস্থা ততদিন ঐ জাতির কোন উন্নতিও হবে না...
১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩১
মদখোর বলেছেন: ধন্যবাদ ...
২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৭:২২
হরিণা-১৯৭১ বলেছেন: আপনি কি বাণী দিলেন?
আমাদের সমস্যা অর্থনৈতিক ও শিক্ষায়; কে কাকে কি বলছে ওগুলো কিছু না।
৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:০৩
মদখোর বলেছেন: আমাদের অর্থনীতি বা শিক্ষা দেয়ার যে মানুষগুলো তারাই তো মূর্খ...তাই আগে তো নিজেকে শিক্ষিত করতে হবে, আর এখানেই ঐ কথাটা এসে পরে,আগে নিজেকে ভুল ভাবুন তারপর অন্যের ভুল ধরা যাবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৫
অতঃপর জাহিদ বলেছেন: ভালোই বলেছেন!