![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ে পথ বেঁকে গেছে, সহজ কিছু আর সহজ মনে হয় না। বড় জটিল সময়ের হিসেব।
ভালোই তো ছিলাম, হাসতাম গাইতাম খেলতাম। দিন তো খারাপ কাটেনি। হ্যাঁ টাকার কষ্ট ছিল তাই বলে জীবনের প্রতি অনীহা আসেনি কোনদিন। জীবন ঠিকই ভালোবেসে কাটাচ্ছিলাম।
যত ব্যস্ততা বাড়ছে ততই যেন বাড়ছে বিতৃষ্ণা। ভালো লাগে না এই মরে মরে বেঁচে থাকা।
অনেক স্বপ্ন নিয়ে মানুষ বিদেশে আসে,আমিও এসেছিলাম। কি লাভ হল তাতে। যেই খারাপ ছিলাম সেই খারাপই তো আছি। মানে ভেবেছিলাম এবার বুঝি মানুষের মন পাবো, নিজে উপার্জন করবো, পড়াশোনা তো করিনি তো কাজ করবো আর তা যত ছোট কাজ হক,সবাইকে সুখে রাখব। চেষ্টা করেছিলাম। লাভ হল না।
দিতে দিতে সব দিয়ে দিচ্ছি তাও কেউ খুশি না। আরও চাই ওদের।
কেউ বুঝে না আমারও তো জীবন বলে কিছু আছে। কেউ বলে না তোর হলে পরে আমাকে দিস। কেমন স্বার্থপর পৃথিবী।
নিজের আপন মানুষেরাও কেমন পরের মতো আচরণ করে। কোথায় যাবো আর কার কাছেই বা নালিশ করবো।
বাঁচতে ইচ্ছে করে না মাঝে মাঝে, ভাবি শুধু এত লোক মরে আর দেখ উপরওয়ালার নজরে আমি পড়ি না।
বুঝি আজ, সবাই টাকা টাকা করে, বলে অর্থ ছাড়া মানুষ নাকি অভাবী। আরে,আমি জানি; প্রাণ থাকলেই বেঁচে থাকা বুঝায় না। আর অর্থ না থাকাকে অভাব বলে না। মনের শান্তি না থাকলে অর্থ দিয়ে কি সুখ কিনবো...কেন মানুষ বুঝে না ???
১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪৪
মদখোর বলেছেন: পরিকল্পনা করে যদি সব হয়ে যেত তাহলে তো হয়েছিলই... হয়না কিছুই, স্বপ্নপূরণ হয়না সবার। অধরাই থেকে যায়
২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
হরিণা-১৯৭১ বলেছেন: এবার ভাবেন, যার পরিকল্পনা নেই তার কি অবস্হা!
২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭
মদখোর বলেছেন: ভাবার কি আছে, আমাকে দেখলেই তো হয়ে যায় ...
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৬
হরিণা-১৯৭১ বলেছেন: প্রবাস জীবন কস্টকর; আশার সবটুকু পুরণ হওয়ার সম্ভাবনা কম, যেটুকু হয় সেইটুকু মেনে নেন।
প্ল্যান করুন, কিভাবে আপনি ভালো থাকতে পারেন সবার সাথে।