নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কোথাও হারিয়ে গেলে খুঁজ না আমায়

মদখোর

কিছু বলার মত খুঁজে পেলাম না

মদখোর › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়া জীবনের গল্প

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

সারারাত ঘুম হয়নি এক ফোঁটা... বারান্দায় বসে গান শুনেছি প্রিয় বন্ধু সিগারেটকে সাথে নিয়ে... এই দেশের রাতগুলো কেন জানি আমাদের দেশের মতো না... এদের রাত অনেক উদ্দাম...কোথায় সারাদিনের ক্লান্তি ঝরবে এমন একটু নিরিবিলি চায় তেমন পরিবেশ পাব তা না গান বাজনা চলছেই আর হৈ-হুল্লোড় তো আছেই...মাঝে মাঝে ভাবি একটু ভালো অবস্থা থাকলে দেশে থাকতে পারতাম... হ্যাঁ জানি কে কখন কাকে মারছে ঐ দেশে কেউ জানে না,তারপরও নিজের দেশ তো...বিদেশে আসলে এই টানটা বুঝা যায়... নারির টান...ভুলি কি করে...!!!

এই জীবনটা কর্পোরেট জীবন...বাসায় আসা হয় ঘুমানোর জন্য...সময় পেলে খাওয়াও হয়...মানে বাসায় আরকি...নিজের ভাই বোন মা বাবার সাথেও কথা হয় প্রয়োজনের কথা শুধু, এই যেমন, এই বিলটা দেয়া বাকি...কাজ চলছে ঠিক মতো?...এই সপ্তাহে কাজ কম করেছি টাকাও কম পাব...ইত্যাদি ইত্যাদি...কেউ কাউকে কেমন আছো এটা যে জিজ্ঞেস করব তারও সময় নেই...ব্যস্ত সবাই...শেষ কবে সবাই এক টেবিলে বসে একসাথে খাবার খেয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না...

মাঝে মাঝেই বন্ধুদের কল দেই, জিজ্ঞেস করি কি করছে ওরা...বলে টাকা নেই তারপরও এই জায়গায় যাওয়ার টাকা যোগাড় হয়ে গেছে,তুই থাকলেই ষোল কলা পূর্ণ হত...খারাপ লাগে...ভাবি,আমিও ঐ দলেই ছিলাম...বাবার এত টাকা নেই...নিজে এক আধটু খেলতাম বিভিন্ন পাড়ায় যাকে ক্ষেপ বলে,তার টাকা দিয়ে ওইসব আড্ডাবাজি করতাম...টাকা ছিল না তবু বাবাকেও কখনো চাপ দেইনি...যখন যা দিছেন তাই দিয়েই চলেছি...পড়াশুনা করা হয়ে উঠেনি...ঐ কারণটার জন্যই...যাকে ভালবাসতাম তার বাবা মা আমাকে পছন্দ করলেন না কারন টাকা নেই,বিদেশি পাসপোর্ট নেই... অনেক জায়গাতে কাজের চেষ্টা করেছি লাভ হয়নি...সময় হয়তো এক থাকে না সবসময়, তাই ভাগ্যের সহায়তায় আজ বিদেশে...কিন্তু লাভ কি হল... আগে টাকা ছিল না তবে সময় বয়ে গেছে হাসি আনন্দে...ভালবাসাটাও ছিল...এখন টাকা রুজি হচ্ছে কিন্তু সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে...কিছু তো অনেক আগেই হারিয়ে গেছে...

আমি ভাবি,প্রায় রাতেই একা জাগি...ইদানীং কখনো মদ খাচ্ছি...নাহ বলতে খারাপ লাগছে না...খাচ্ছি...ঘুম হয়না...কেমন যেন বন্ধ লাগে সব...তাই খাচ্ছি...এইতো আজ কাজ নেই,একা বসে আছি ঘরে নিজের রুমে...কোথাও যাওয়ার মতো নেই তা নয় তবে যাবো কার সাথে ?তেমন কোন বন্ধু তো নেই...চঞ্চল ছিলাম এটা কেউ বলতে পারবে না তবে হাসিখুশি ছিলাম...এখন কেমন যেন একঘেয়ে হয়ে গেছি,কথা না বলতে বলতে এখন কেমন রুক্ষ হয়ে গেছি...

মানুষ একে অন্যকে দোষারোপ করে,বলে তুই কর্পোরেট হয়ে গেছিস...আর আমি নিজেই নিজেকে বলি, শালা এটাও কি জীবন...কাজ বাসা ঘুম...এই ছকের বাইরে যেতেই পারছি না...এতটা কর্পোরেট জীবনে পড়ে গেলাম কি করে...ভালো লাগে না আমার...

কেন সম্পর্ক তৈরি হয়?... এভাবেই ভেঙ্গে যাবে বলেই কি...সম্পর্ক ভাঙ্গে তাতে দোষ নেই, দোষ তো এই মনের...ভাঙ্গে তবে আওয়াজ হয় না...কিন্তু ব্যথা করে ভীষণ...ঝাপসা হয়ে আসে চোখ...খুব ঝাপসা...এতোটাই যে, খুব সুন্দর রোদেও কিছু দেখতে পাই না...!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৩

মামুন ইসলাম বলেছেন: যদিও আমি যাইনী কখন তবে অনুভূতি হয় বিদেশের লাইভ সত্যিই অনেক কষ্ট কর । তবে মদ একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.