![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Right...what the hell kind of name is "Soap", eh? How'd a muppet like you pass selection?"
যদি আপনি বলতে পারেন এটি কোন গেমের উক্তি তবে আপনাকে স্বাগতম এই পোস্টটি পড়ার জন্য। হ্যা, এটি কল অব ডিউটি গেমের মডার্ন ওয়ারফেয়ার সিরিজের প্রথম গেমের সেই বিখ্যাত ক্যাপ্টেন প্রাইসের ডায়ালগ।
মাত্র দশ বছর আগেও কম্পিউটার গেমিং এতটা জনপ্রিয় ছিলনা বাংলাদেশে। তবে তখন কিছু ভিডিও গেমের দোকান দেখা যেত যেখানে আমরা স্কুল পালিয়ে ক্যাডিলাক্স এন্ড ডাইনোসর, ডাবল ড্রাগন, দ্যা কিং অব ফাইটার্স নামক বিখ্যাত গেমগুলো খেলতাম স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে। বাবাদের যদি বলতাম, বাবা একটা কম্পিউটার কিনে দাওনা গেম খেলার জন্য, তখন বাবারা চোখ কপালে তুলে বলতো, যাও বাইরে যাও, মাঠে গিয়ে ক্রিকেট খেলো। কিন্তু এখনকার বাবারা নিজেরাই গেম খেলে বাচ্চাদের সাথে।
একটা সময় যখন ইন্টারনেট এতটা সহজলভ্য ছিলনা তখন আমরা দোকান থেকে চড়া দামে গেমের সিডি কিনে খেলতাম। আর এখন নেট থেকে ডাউনলোড করে সহজেই যেকোন গেম খেলা যায়। কম্পিউটারের যন্ত্রাংশের দামও কমেছে অনেক। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে দিনদিন অরিজিনাল গেম কিনার ঝোঁক বাড়ছে। অনেক অনলাইন শপ এসেছে যারা পাইরেটেড গেমের পাশাপাশি অরিজিনাল গেমও বিক্রয় করে থাকে। এইরকমি একটি অনলাইন শপ হচ্ছে "Game On"।
ফেসবুকেও গেমারদের নিয়ে গড়ে উঠেছে অনেক কমিউনিটি। "World Cyber Games" সংক্ষেপে "WCG" প্রতিবছর তাদের বাছাইপর্বের স্থানীয় প্রতিযোগিতা আয়োজন করে থাকে। শখের বশে অনেকেই গেম ডেভেলপমেন্টের দিকে মনযোগ দিচ্ছে। সঠিক দিকনির্দেশনা আর অর্থায়ন করতে পারলে হয়তো এ দেশেও গেম তৈরি করা সম্ভব। বিশ্বের বড় বড় গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর বিভিন্ন গেম নির্মাণ করে প্রচুর অর্থ উপার্জন করে থাকে। হয়তো আমাদের দেশেও একদিন বিশ্বমানের গেম নির্মাণ হবে। সেদিন আর বেশী দূরে নয়।
সিঙ্গেল প্লেয়ার থেকেও মাল্টিপ্লেয়ার গেমের প্রতি গেমারদের নজর বেশী। কাউন্টার স্ট্রাইক, ডোটা, লল, রেইনবো সিক্স সিজ, গ্র্যান্ড থ্রেফট অটো ফাইভ, ফোর্টনাইট, পিইউবিজি ইত্যাদি বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন গেমস। তো আর দেরি কেন? আপনিও শুরু করুন গেমিং।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫
স্রাঞ্জি সে বলেছেন:
হ্যাপি ব্লগিং.....
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: স্বাগতম, শুভ ব্লগিং