নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন পাপ্পু

আমি শাহাদাত হোসেন।আমি ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে কম্পিউটার সাইন্স টেকনোলজিতে পড়ছি।

শাহাদাত হোসেন পাপ্পু › বিস্তারিত পোস্টঃ

আসুন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াই, শিশুশ্রম বন্ধ করি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৯



এই ছোট্ট শিশুরাও আপনার সন্তান,ছোটভাই বা বোনের মতো !! কিন্তু আপনার আর এদের মাঝে এতো দূরত্ব কেন?? আপনার সন্তান ঘুমায় নরম ফোমের বিছানায় আর এরা ঘুমায় রাস্তার পাশে একটা ইটের উপর মাথা রেখে !! কিন্তু কেন?? আপনি সকালের নাস্তায় আপনার সন্তানদের ব্রেড-জেলী,ডিম,কফি ইত্যাদি নানারকম মুখরোচক খাবার খাওয়ান আর এরা সকালবেলা কিছু না খেয়েই অথবা লবণ দিয়ে দু-মুঠো পান্তা ভাত খেয়ে কাজের সন্ধানে বের হয় !! কিন্তু কেন?? আপনার সন্তানেরা দুপরবেলায় স্কুলের টিফিনে বার্গার-রোল খায় আর এরা সারাবেলা টুকরো লোহা,প্লাস্টিকের বোতল,কাঁচের বোতল ইত্যাদি কুড়িয়ে দুপরবেলা কয়েকটুকরো আলু আর একটু ডাল দিয়ে একপ্লেট ভাত খায় !! কিন্তু কেন?? রাতের বেলা আপনার সন্তানদের আদর করে দুধ,ডিম,হরলিক্স আরও কত কি খাওয়ান আর এরা কোন-কোনওদিন না খেয়েই ঘুমিয়ে পড়ে !! কিন্তু কেন?? কোনদিন কি ভেবেছেন একটুও?? আজ যদি আপনার সন্তানদের অবস্থা ওদের মতো হতো তাহলে কি করতেন আপনি?? একটু ভাবুন !! নিজেকে প্রশ্ন করুন??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.