![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক শ্রমিক সংঘঠন(আই এল ও)-র হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট শিশুশ্রমিক প্রায় ৩২লাখ তাদের মধ্যে ৪লাখ ২০হাজার শিশু গৃহকর্মে নিয়োজিত।এদের মধ্যে রাজধানী ঢাকাতেই প্রায় দেড়লাখ শিশু গৃহকর্মে নিয়োজিত আছে।গৃহকর্মে নিয়োজিত এসব শিশুদের মধ্যে ৭৫ ভাগই হচ্ছে কন্যাশিশু।এসব শিশুদের অধিকাংশের বয়স ১৩-১৫ বছর।এসব শিশুরা কাজ করতে গিয়ে নানাধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে।যেমন-কাজের পরও পর্যাপ্ত খাবার না পাওয়া,অস্বাস্হ্যকর জায়গায় ঘুমাতে দেয়া,অসুস্থ হলে চিকিৎসার ব্যাবস্থা না করা ইত্যাদি।এছাড়াও এই শিশুদের জন্য কোনো শ্রমঘণ্টা নির্দিষ্ট নেই,নেই কোনো ছুটি বা নির্দিষ্ট বেতন(সর্বোচ্চ ৪০০-৫০০)।“উপরন্তু কখনও কখনও তারা শারীরিক নির্যাতনেরও শিকার হয়ে থাকে"।এছাড়া ।মেয়ে শিশুদের ক্ষেত্রে যৌন নির্যাতনের মতো ঘটনাও ঘটে থাকে।সাধারন শিশুদের মতো এই শিশুদের নেই কোনো দুরন্ত শৈশব।আনন্দহীন এই জীবনে তাদের সামনে রয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ।দিন দিন এভাবে চলতে থাকলে এ সমস্যাই হয়তো একদিন জাতির উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাড়াবে।তাই আসুন আমরা সবাই মিলে শিশুশ্রম বন্ধে সচেষ্ট হই এবং দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন
২| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
শাহাদাত হোসেন পাপ্পু বলেছেন: মানে কি বুঝলামনাতো?......চাঁদগাজী
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
কোন ভাবনা?