নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন পাপ্পু

আমি শাহাদাত হোসেন।আমি ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে কম্পিউটার সাইন্স টেকনোলজিতে পড়ছি।

শাহাদাত হোসেন পাপ্পু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩২

ছোট্ট একটি পুকুর।এই পুকুরে বাস করে অনেক ছোট-বড় মাছ।তারা বহু বছর আগ থেকেই এই পুকুরে শান্তিতে বসোবাস করে আসতেছে।কিন্তু এদের সেই শান্তি বেশিদিন থাকলোনা।হঠাৎ একদিন এদের মধ্য থেকে এক শোল মাছ তার কিছু সঙ্গীকে নিয়ে জোরপূর্বক পুকুরটি দখল করলো এবং সবার রাজা হয়ে গেলো।প্রথমে কেউ না মানলেও আস্তে আস্তে সবাই মেনে নিলো।কিছুদিন সবাই মোটামুটি শান্তিতেই ছিলো।আস্তে আস্তে শোল মাছের অত্যাচার বাড়তে লাগলো।কিছুদিন পর এক গজার মাছ শোল মাছের বিরোধিতা শুরু করলো।এরই মধ্যে পুকুরের কিছু অংশ শোল মাছের পক্ষ আবার কিছু অংশ গজার মাছের পক্ষ নিলো।শুরু হলো শোল-গজারের যুদ্ধ।কিন্তু দেখা গেলো এই যুদ্ধে শোল গজারের কিছুই হচ্ছেনা শুধু সাধারণ মাছগুলোই নিজেদের মধ্যে লড়াই করে নিজেরা মরছে।এর মধ্যে আবার কিছু বিজ্ঞ মাছ শোল গজারকে বোঝানোর চেষ্টা করছে,কিন্তু তাতে হিতে বিপরীতই হচ্ছে।উপরন্তু তাদেরকেও হয়রানি হতে হচ্ছে শোল গজারের হাতে।পুকুরটির এই অবস্থায় কি এদের মধ্য থেকে এমন কোন মাছ আবির্ভূত হবে যে শোল গজারের এই যুদ্ধ থামাতে পারবে??কবে বন্ধ হবে শোল গজারের এই বিধ্বংসী খেলা??কবে মুক্তি পাবে এই সাধারণ মাছগুলো??

[[বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবলম্বনে]]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.