নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুরে বেড়াতে ইচ্ছে করে। ঘুরে বেড়াতে চাই আর একটা মুক্তি...

সাদিকুর রহমান নয়ন

ঘুরে বেড়াতে ইচ্ছে করে। ঘুরে বেড়াতে চাই আর একটা মুক্তি...

সাদিকুর রহমান নয়ন › বিস্তারিত পোস্টঃ

নৃবিজ্ঞান যদি হয় মানুষের বিজ্ঞান…

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৪

নৃবিজ্ঞান…। আমরা বেশিরভাগ শিক্ষিত-আধা শিক্ষিত মানুষই এটিকে অ্যান্থ্রোপলজি হিসেবে চিনি।(কিন্তু নৃবিজ্ঞান বললে চিনিনা !!) সেটা বিষয় না। বিষয় হল নৃবিজ্ঞন কতটা মনুষের বিজ্ঞান। এই আলোচনাতেও একটু পরে আসছি। তার আগে চোখ বুলিয়ে নেই আসলে নৃবিজ্ঞানে কি কি হয় বা পড়ায়।

পড়ানোর শুরুতেই নৃবিজ্ঞানকে বলা হয় হলিস্টিক সাইন্স। কিছুদিন পর সেটি হয়ে যায় মনুষের বিজ্ঞান। তবে এ পর্যায়ে এসে অনেকেই আছেন যারা ভালো নৃবিজ্ঞান বোঝেন তারা এই মানুষ আর বিজ্ঞানের মধ্যে সমন্বয়টা করতে পারেন। সেজন্য তাদের সাধুবাদ।কিন্তু দুঃখের বিষয় সে সংখ্যা অনেক অনেক কম। আর এর বিপরীতে যারা থাকেন তারা কেউ হয়ে যান সুডো ফেমিনিস্ট আবার কেউ হয়ে যান সুডো পুরুষতান্ত্রিক(ক্ষমা চেয়ে নিচ্ছি এ বিষয়ে জ্ঞান কম)।

নৃবিজ্ঞান কোন অঞ্চলের মানুষকে(সংস্কৃতি থেকে শুরু করে সব অর্ন্তভূক্ত) অধ্যয়নের বেলায় কিংবা গবেষণার বেলায় বায়াষ্ট না হওয়ার দিক্ষা দেয়। দিক সেটাও প্রব্লেম না। কিন্তু সমস্যটা হলো সিস্টেমে(!!)। যে দিক্ষাটা দেয়া হয় সেটা অন্য কোন অঞ্চল থেকে ধার করা। যার মধ্যে বেশির ভাগই থাকে অন্য অঞ্চলের নৃবিজ্ঞানীদের তার নিজের অঞ্চলকে কেন্দ্র করে করা থিওরী। তাত্ত্বিক খোশগল্প থাক। চলেন এবার মূল কথাই যাই যে কথার প্রেক্ষাপট বাংলাদেশের নৃবিজ্ঞান ও ‘‘নৃবিজ্ঞান যদি হয় মানুষের বিজ্ঞান’’। বাংলাদেশ একটি স্থান বিবেচনায় নৃবিজ্ঞান পাঠ করে অর্জিত জ্ঞান যদি এ দেশের মানুষের বেলায় প্রয়োগের জন্য হয়, তাহলে ফুকো, দেরিদা, চমষ্কি সহ নাম না জানা আরো অনেকের কাছে থেকে যে জ্ঞান ধার করা হয় সেটা এদেশের মানুষের জন্য কতটা প্রায়োগিক বা ফলপ্রসু হবে? তাদের প্রবর্তন করা জ্ঞান ৭৫ ভাগ অশিক্ষিত-আধা শিক্ষিত মানুষের বেলায় কিভাবে কতটা প্রয়োগিক হবে?

মুকেশদা একবার বলেছিল, ‘‘আরে হবে তো। তুমি একটা কাজ করো…। একটা এনজিও খুলে ফেলো আর আমি থিওরি মুখস্ত করা কয়েকটা গর্দভ নৃবিজ্ঞানীকে তোমার ওখানে পাঠাচ্ছি। ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিও। মানুষকে অতো অধ্যয়ন বা বোঝার দরকার নাই। ওরা মুখস্ত করে ফেলতে পারবে!!’’

অর্জিত জ্ঞান: ‘‘নৃবিজ্ঞান একটি হলিস্টিক সাইন্স। এটি কতগুলো মানুষের লেখা তত্ত্বকে অধ্যয়ন(মুখস্ত) করার জ্ঞান।’’ -প্রেক্ষাপট বিবেচনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.