নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

``যে দিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে...

আমি তরুণ। নিয়ম মানতে ভাল লাগেনা...

চোখেরবালি

``কেন কবি খালি খালি হলিরে চোখের বালি, কাঁদাতে গিয়ে অবশেষে নিজেই কাঁদিলি...''

চোখেরবালি › বিস্তারিত পোস্টঃ

পাখি আতো....!

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করে খুব ভাল লাগে। যখন আমরা খেতে বসি, সুমও একটা ছোট্ট প্লেট নিয়ে আসে আর বলে আম্মু! ভাব (ভাতকে ও ভাব বলে)। ভাতের প্লেট নিয়ে ও চলে যায় জানালার কাছে। জানালার গ্রীল ধরে বাইরের দিকে তাকিয়ে বার বার বলে...পাকি (পাখি) .....! আতো (আসো)। ব্যাপারটা প্রথম দিকে বুঝতে পারিনি। পরে Halima Sadia বল্লো, সুম যখন অসুস্থ্য ছিলো তখন কিছুই খেতে চাইত না। তাই আমি ওকে জানালার সামনে এনে দাড় করাতাম। আর দু’তলার ছাদে প্রচুর পাখি থাকতো। আমি পাখিগুলোকে উদ্দেশ্য করে বলতাম এই পাখি! আসো, আর দু’একটা করে ভাত ছিটিয়ে দিতাম। পাখিগুলো ভাত খেত। এটা দেখে সুম খুব খুশি হতো। আর ভাত খেয়ে নিত। এখন যদিও ওর শরীরের অবস্থা ভালো কিন্তু ঐ অভ্যাসটা রয়ে গেছে। ও হয়ত মনে করে, ওর ডাক পাখিরা শুনবে, পাখিগুলো এসে ওর সাথে কথা বলবে, ওর কাছে ভাত খাবে। সত্যিই ছোট্ট হৃদয়ের এমন নিষ্পাপ আকুতি দেখে পুলকিত হই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বদিউজ্জামান মিলন বলেছেন: আল্লাহ যেন বাবুটাকে সুস্থ রাখ। দীর্ঘজীবি করোক।

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৩

চোখেরবালি বলেছেন: আমীন।

২| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভালো।

তবে, বাচ্ছার গলায় চেইন পরানো সঠিক নয়।

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৭

চোখেরবালি বলেছেন: জ্বী আপনি ঠিকই বলেছেন, তবে সুম ওর মাকে চেইন পরতে দেখে ও পরার জন্য আগ্রহ প্রকাশ করলে ওর মা ওর জন্য একটা নরমাল চেইন এনে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.