![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'মাঝি, দ্য মাউন্টেন ম্যান' ছবির প্রিমিয়ারে পরিচালক কেতন মেহতা বলেছিলেন, আজ আমি অনেক আনন্দিত এই ভেবে যে আমি আমার জীবনের সেরা ছবিটা দর্শকদের উপহার দিতে পেরেছি।
ছবিটি দেখার পর আমারো বলতে ইচ্ছে করছে, আমার এই ছোট্ট জীবনের দেখা ছবিগুলোর মধ্যে সেরা ছবিটি আজই দেখলাম।
এই ছবিতে রগরগে আইটেম গান নেই, নেই কমার্সিয়াল ফাইটিং সিকুয়েন্স। স্রোতে গা ভাসানো আবেগ নেই, নেই অতিরঞ্জিত রোমান্স। পরিমিত সংলাপ, গল্প আর পরিচালক চিত্রগ্রাহকের যুগল নৈপুণ্যে ছবিটি হয়ে উঠেছে নিখাদ নিপুণ।
আর মাঝি, নওয়াজুদ্দিন সিদ্দিকি যে কি ভালো অভিনয় করে তা নিজের চোখে না দেখলে বুঝবেন না। মাঝির বালিকা বধূ রাধিকা আপ্তে নম্বরের প্রতিযোগিতায় ১০ এ ১০ পাবে।
এই অমর প্রেমের ছবিটা হয়তো ৫০০-৬০০ কোটি আয় করবেনা। কিন্তু বাস্তব গল্প অবলম্বনে নির্মিত এই শ্রেষ্ঠ প্রেমের ছবিটি প্রতিটি দর্শকের হৃদয় জয় করবে সে কথা বলতে পারি।
মাঝির শেষ কথা দিয়েই শেষ করছি, "Don't depend too much on God… Maybe God depends on us…… "
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মর্তুজা হাসান সৈকত বলেছেন: ভালো একটি রিভিউ পেলাম। ইচ্ছে রইল সিনেমাটি চেখে দেখার।